২০১৫–১৬ পাকিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

পাকিস্তান ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে, যা সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০১৫-এ অনুষ্ঠিত হয়।

২০১৫-১৬ পাকিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
  জিম্বাবুয়ে পাকিস্তান
তারিখ ২৪ সেপ্টেম্বর – ৫ অক্টোবর ২০১৫
অধিনায়ক এলটন চিগুম্বুরা আজহার আলী (ওডিআই)
শহীদ আফ্রিদি (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান চামু চিভাভা (১৫০) শোয়েব মালিক (১৬১)
সর্বাধিক উইকেট তিনাশি প্যানিয়াঙ্গারা (৪) ইয়াসির শাহ (৬)
সিরিজ সেরা খেলোয়াড় শোয়েব মালিক (পাকিস্তান)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান শন উইলিয়ামস (৫৪) উমর আকমল (৫২)
সর্বাধিক উইকেট চামু চিভাভা (৩) ইমাদ ওয়াসিম (৫)
সিরিজ সেরা খেলোয়াড় ইমাদ ওয়াসিম (পাকিস্তান)

দলীয় সদস্য

সম্পাদনা
ওডিআই টি২০আই
  জিম্বাবুয়ে   পাকিস্তান   জিম্বাবুয়ে   পাকিস্তান

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
২৭ সেপ্টেম্বর ২০১৫
Scorecard
পাকিস্তান  
১৩৬/৮ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
১২৩/৯ (২০ ওভার)
শোয়েব মালিক ৩৫ (২৪)
চামু চিভাভা ৩/১৮ (৩ ওভার)
  • পাকিস্তান টসে জিতে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইমরান খান (পাকিস্তান) ও লুক জংউই (জিম্বাবুয়ে) তার টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

সম্পাদনা
২৯ সেপ্টেম্বর ২০১৫
Scorecard
পাকিস্তান  
১৩৬/৬ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
১২১/৭ (২০ ওভার)
উমর আকমল ৩৮* (২৮)
লুক জংউই ২/২৪ (৪ ওভার)
পাকিস্তান ১৫ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ল্যাংটন রাসেরে (জিম্বাবুয়ে) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: উমর আকমল (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
১ অক্টোবর ২০১৫
Scorecard
পাকিস্তান  
২৫৯/৬ (৫০ ওভার)
  জিম্বাবুয়ে
১২৮ (৩৭ ওভার)
শন উইলিয়ামস ২৬ (৩১)
ইয়াসির শাহ ৬/২৬ (৯ ওভার)

২য় ওডিআই

সম্পাদনা
৩ অক্টোবর ২০১৫
Scorecard
জিম্বাবুয়ে  
২৭৬/৬ (৫০ ওভার)
  পাকিস্তান
২৫৬/৮ (৪৮ ওভার)
চামু চিভাভা ৯০ (১২৫)
ওয়াহাব রিয়াজ ৪/৬৩ (১০ ওভার)
  • পাকিস্তান টসে জয় লাভ করে এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।.
  • পাকিস্তানের ইনিংসের ৪৩ তম ওভারে বৃষ্টি খেলা বন্ধ হয়ে যায় এবং খারাপ আলো আরও খেলতে বাধা দেয়। ৪৮ ওভারে ২৬২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।[]
  • বিলাল আসিফ (পাকিস্তান) তার ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই

সম্পাদনা
৫ অক্টোবর ২০১৫
Scorecard
জিম্বাবুয়ে  
১৬১ (৩৮.৫ ওভার)
  পাকিস্তান
১৬২/৩ (৩৪ ওভার)
  • পাকিস্তান টসে জয় লাভ করে এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • সরফরাজ আহমেদ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানের অধিনায়ক ছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bad light helps Zimbabwe level series on D/L method"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা