২০১৪ ফিফা বিশ্বকাপ গ্রুপ সি
২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ সি কলম্বিয়া, গ্রিস, কোত দিভোয়ার এবং জাপানকে নিয়ে গঠিত। এই গ্রুপের খেলা ১৪ জুন থেকে শুরু হয়ে ২৪ জুন ২০১৪ পর্যন্ত চলবে।
দলসমূহসম্পাদনা
ড্র স্থান | দল | বাছাইয়ের পদ্ধতি |
বাছাইয়ের তারিখ |
চূড়ান্তপর্বে উত্তীর্ণ |
সর্বশেষ উপস্থিতি |
সেরা সাফল্য |
ফিফা র্যাঙ্কিং[দ্রষ্টব্য ১] |
---|---|---|---|---|---|---|---|
সি১ (পাত্রনুসারে) | কলম্বিয়া | কনমেবল রাউন্ড রবিন রানার্স আপ | ১১ অক্টোবর ২০১৩ | ৫ম | ১৯৯৮ | ১৬ দলের রাউন্ড (১৯৯০) | ৪ |
সি২ | গ্রিস | উয়েফা প্লে-অফ বিজয়ী | ১৯ নভেম্বর ২০১৩ | ৩য় | ২০১০ | গ্রুপ পর্ব (১৯৯৪, ২০১০) | ১৫ |
সি৩ | কোত দিভোয়ার | কাফ ৩য় রাউন্ড বিজয়ী | ১৬ নভেম্বর ২০১৩ | ৩য় | ২০১০ | গ্রুপ পর্ব (২০০৬, ২০১০) | ১৭ |
সি৪ | জাপান | এফসি ৪র্থ রাউন্ড গ্রুপ বি বিজয়ী | ৪ জুন ২০১৩ | ৫ম | ২০১০ | ১৬ দলের রাউন্ড (২০০২, ২০১০) | ৪৪ |
অবস্থানসম্পাদনা
ব্যাখ্যা |
---|
গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার আপ ১৬ দলের রাউন্ডে অগ্রসর হবে |
দল
|
খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
কলম্বিয়া | ৩ | ৩ | ০ | ০ | ৯ | ২ | +৭ | ৯ |
গ্রিস | ৩ | ১ | ১ | ১ | ২ | ৪ | −২ | ৪ |
কোত দিভোয়ার | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৫ | −১ | ৩ |
জাপান | ৩ | ০ | ১ | ২ | ২ | ৬ | −৪ | ১ |
ম্যাচসমূহসম্পাদনা
কলম্বিয়া বনাম গ্রিসসম্পাদনা
দল দুইটি এর আগে একটি মাত্র খেলায় মুখোমুখি হয়েছে। ১৯৯৪ সালে অনুষ্ঠিত ওই প্রীতি খেলায় কলম্বিয়া ২–০ গোলে জয় লাভ করে।[১] এই খেলায় মাঠে নামতে পারবেন না কলম্বিয়ান মধ্যমাঠের খেলোয়াড় ফ্রেদি গুয়ারিন। কেননা, প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ খেলায় তাকে লাল কার্ড দেখানো হয়।[২]
কলম্বিয়া
|
গ্রিস
|
|
|
ম্যাচসেরা:
সহকারী রেফারিগণ:
|
কোত দিভোয়ার বনাম জাপানসম্পাদনা
দল দুইটি এর আগে তিনটি খেলায় মুখোমুখি হয়েছে, যার সবগুলোই ছিল প্রিতি খেলা। তারা সর্বশেষ ২০১০ সালে মুখোমুখি হয়।[৪]
কোত দিভোয়ার | ২ - ১ | জাপান |
---|---|---|
বুনি ৬৪' জের্ভিনিয়ো ৬৬' |
প্রতিবেদন | হন্দা ১৬' |
আইভরি কোস্ট
|
জাপান
|
|
|
ম্যাচসেরা:
সহকারী রেফারিগণ:
|
কলম্বিয়া বনাম কোত দিভোয়ারসম্পাদনা
জাপান বনাম গ্রিসসম্পাদনা
জাপান বনাম কলম্বিয়াসম্পাদনা
গ্রিস বনাম কোত দিভোয়ারসম্পাদনা
গ্রিস | ম্যাচ ৩৮ | কোত দিভোয়ার |
---|---|---|
নোটসম্পাদনা
- ↑ ১৭ অক্টোবর ২০১৩ অনুসারে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং অনুসারে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছিল।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ১১। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৪।
- ↑ "Match suspensions to be served at the final competition of the FIFA World Cup"। ফিফা। ২৪ ফেব্রুয়ারি ২০১৪। ৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪।
- ↑ ক খ "Referee designations for matches 5-8" (পিডিএফ)। ফিফা। ১২ জুন ২০১৪। ১৭ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৪।
- ↑ "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ১২। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৪।
বহিঃসংযোগসম্পাদনা
- ২০১৪ ফিফা বিশ্বকাপ গ্রুপ সি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুন ২০১৪ তারিখে, FIFA.com