হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো
কলম্বীয় ফুটবলার
হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো বেয়ো (স্পেনীয়: Juan Guillermo Cuadrado Bello, স্থানীয়ভাবে: [ˈhwaŋ ɡiˈʝermo kwaˈðɾaðo]; জন্ম ২৬ মে ১৯৮৮), সচরাচর কুয়াদ্রাদো নামে পরিচিত, একজন কলম্বিয়ান ফুটবলার যিনি ইতালীয় ক্লাব এসিএফ ফিওরেন্তিনা এবং কলম্বিয়া জাতীয় দলের হয়ে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো বেয়ো | ||
জন্ম | ২৬ মে ১৯৮৮ | ||
জন্ম স্থান | নেকক্লি, কলম্বিয়া | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | উইঙ্গার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এসিএফ ফিওরেন্তিনা | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
আতলেতিকো উরাবা | |||
ইন্দেপেন্দিয়েন্তে মেদেয়িন | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮–২০০৯ | ইন্দেপেন্দিয়েন্তে মেদেয়িন | ৩০ | (২) |
২০০৯–২০১২ | উদিনেসে | ২০ | (০) |
২০১১–২০১২ | → লেচ্চে (ধার) | ৩৩ | (৩) |
২০১২– | ফিওরেন্তিনা | ৬৮ | (১৬) |
জাতীয় দল‡ | |||
২০১০– | কলম্বিয়া | ৩১ | (৫) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ মে ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৪ জুন ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক। |
দুর্দান্ত গতি এবং ড্রিবলিং দক্ষতার কারণে তিনি ক্লাব এবং জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে পড়েছেন। এছাড়া তিনি নিজেকে বিশ্বের অন্যতম ক্ষিপ্র খেলোয়াড় হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।[১][২]
গোল উৎযাপনের সময় বিভিন্ন ধরনের নাচের জন্যও কুয়াদ্রাদো বিখ্যাত।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jiang, Allan (২৫ জুলাই ২০১৩)। "Is Josip Ilicic Serie A's Next Big Superstar?"। ব্লিচার রিপোর্ট। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪।
- ↑ Horncastle, James (২৯ আগস্ট ২০১৩)। "Player Focus: Juan Cuadrado - The €50m Man?"। WhoScored। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪।
- ↑ https://www.youtube.com/watch?v=n9JvVlN49Qs#t=16