এসিএফ ফিওরেন্তিনা
এসিএফ ফিওরেন্তিনা[১][২] (সাধারণত শুধুমাত্র ফিওরেন্তিনা নামে পরিচিত) হচ্ছে ফিওরেন্তিনা ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এসিএফ ফিওরেন্তিনা তাদের সকল হোম ম্যাচ ফিওরেন্তিনার স্তাদিও আর্তেমিও ফ্রাঞ্চিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৩,১৪৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জুজেপ্পে ইয়াকিনি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রক্কো বি কোমিসসো। আর্জেন্টিনীয় রক্ষণভাগের খেলোয়াড় জেরমান পেৎজেল্লা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | এসিএফ ফিওরেন্তিনা এস.পি.এ.[১][২] | |||
---|---|---|---|---|
ডাকনাম | লা ভিওলা (এক বেগুনী) ই ভিওলা (রক্তবর্ণ / বেগুনী) ই গিগলিয়াতি (লিলিড) | |||
প্রতিষ্ঠিত |
| |||
মাঠ | স্তাদিও আর্তেমিও ফ্রাঞ্চি | |||
ধারণক্ষমতা | ৪৩,১৪৭[৩] | |||
মালিক | ![]() ![]() | |||
সভাপতি | ![]() | |||
প্রধান কোচ | ![]() | |||
লিগ | সেরিয়ে আ | |||
২০১৯–২০ | ১০ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, এসিএফ ফিওরেন্তিনা এপর্যন্ত ১২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি সেরিয়ে আ, ৩টি সেরিয়ে বি শিরোপা, ৬টি কোপ্পা ইতালিয়া এবং ১টি সুপারকোপ্পা ইতালিয়া শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত কেবলমাত্র ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে উয়েফা কাপ উইনার্স কাপ শিরোপা।
অর্জনসম্পাদনা
ঘরোয়াসম্পাদনা
আন্তর্জাতিকসম্পাদনা
ইউরোপীয় কাপ / উয়েফা চ্যাম্পিয়ন লীগ:
- রানার-আপ (১): ১৯৫৬–৫৭
- রানার-আপ (১): ১৯৮৯–৯০
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Organigramma" (Italian ভাষায়)। ACF Fiorentina Fiorentina। ২৬ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০০৯।
- ↑ ক খ "Fiorentina" (Italian ভাষায়)। Lega Calcio। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০০৯।
- ↑ "ViolaChannel – Stadio Franchi"।
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইতালীয়)