বাংলাদেশ সুপার কাপ
বাংলাদেশী ক্লাব ফুটবল প্রতিযোগিতা
(২০১৩ বাংলাদেশ সুপার কাপ থেকে পুনর্নির্দেশিত)
সুপার কাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সবচেয়ে বড় বাজেট সম্পন্ন টুর্নামেন্ট। এটি মূলত দ্বি-বার্ষিক টুর্নামেন্ট ছিলো। যা শুরু হয় ২০০৯ সালে। তবে ২০১৩ এর পরে এর আর কোনো আসর হয় নি।
প্রতিষ্ঠিত | ২০০৯ |
---|---|
অঞ্চল | বাংলাদেশ |
দলের সংখ্যা | ৮ |
বর্তমান চ্যাম্পিয়ন | মোহামেডান (২য় শিরোপা) |
সবচেয়ে সফল দল | মোহামেডান স্পোর্টিং ক্লাব (২টি শিরোপা) |
টেলিভিশন সম্প্রচারক | বাংলাদেশ টেলিভিশন |
ওয়েবসাইট | bffonline |
২০১৩ বাংলাদেশ সুপার কাপ |
ইতিহাস
সম্পাদনা১১ মার্চ ২০০৯ সালে প্রথম সুপার কাপ শুরু হয়।[১]প্রথম আসরের ফাইনালে মোহামেডান ঢাকা আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।যার প্রাইজমানি ছিলো প্রায় $১৫০,০০০।বলা হয়ে থেকে যা ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি।ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার মানুষের সামনে হয়[২] ২০১১ আসরে ফাইনালে ঢাকা মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা আবাহনী।[৩] ২০১৩ তে ঢাকা মোহামেডান শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে নিজেদের ২য় শিরোপা লাভ করে।[৪] তবে তারপর এই প্রতিযোগিতার আর কোনো আসর হয় নি।
বিজয়ী দল
সম্পাদনাক্লাবগুলোর পরিসংখ্যান
সম্পাদনাদল | বিজয়ী | রানার্স-আপ | জয়ী বছর | রানার্স-আপ বছর |
---|---|---|---|---|
মোহামেডান স্পোর্টিং ক্লাব | ২ | ১ | ২০০৯, ২০১৩ | ২০১১ |
ঢাকা আবাহনী | ১ | ১ | ২০১১ | ২০০৯ |
শেখ রাসেল ক্রীড়া চক্র | ০ | ১ | ২০১৩ |
স্পন্সরশীপ
সম্পাদনা- ২০০৯,২০১১: সিটিসেল
- ২০১৩: গ্রামীণফোন
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Wayback Machine"। ১৩ জুলাই ২০১১। Archived from the original on ১৩ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮।
- ↑ "Bangladesh: Mohammedan SC Clinch CityCell Super Cup - Goal.com"। www.goal.com।
- ↑ "It's Abahani v Mohammedan"। ৪ আগস্ট ২০১১।
- ↑ "Grameenphone Super Cup Fixture"। ৯ আগস্ট ২০১৩। Archived from the original on ৯ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮।