২০১৩–১৪ বাংলাদেশ ক্রিকেট লিগ

প্রথম শ্রেণীর ক্রিকেট লিগ মৌসুম

২০১২–১৩ বাংলাদেশ ক্রিকেট লিগ হলো বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় আসর, এটি একটি প্রথম-শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট যা বাংলাদেশে ১২ জানুয়ারী ২০১৪ থেকে ১৩ মে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়।[] গত আসরে মধ্যাঞ্চল চ্যাম্পিয়ন হয়, তারা ফাইনালে উত্তরাঞ্চলকে ৩১ রানে পরাজিত করে।[]

২০১৩–১৪ বাংলাদেশ ক্রিকেট লিগ
তারিখ১৩ মে ২০১৪ – ১২ জানুয়ারী ২০১৪
তত্ত্বাবধায়কবাংলাদেশ ক্রিকেট বোর্ড
ক্রিকেটের ধরনপ্রথম-শ্রেণীর ক্রিকেট
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিন ও ফাইনাল
আয়োজক বাংলাদেশ
বিজয়ীদক্ষিণাঞ্চল (১ম শিরোপা)
রানার-আপউত্তরাঞ্চল
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়তাইজুল ইসলাম (উত্তরাঞ্চল)
সর্বাধিক রান সংগ্রহকারীইমরুল কায়েস (৫১১)
সর্বাধিক উইকেটধারীতাইজুল ইসলাম (৪১)


এই মৌসুমে উত্তরাঞ্চলে ২১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণাঞ্চল[]

ভেন্যু

সম্পাদনা
ঢাকা ঢাকা
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠ
ধারণক্ষমতা: ২৫,৪১৬ ধারণক্ষমতা: ২০,০০
 
ম্যাচ: ১ ম্যাচ: ৬

পয়েন্ট টেবিল

সম্পাদনা
দল[] খেলা জয় হার ড্র ফহ পয়েন্ট
উত্তরাঞ্চল ৫৪
দক্ষিণাঞ্চল '৪১
মধ্যাঞ্চল ১৪
পূর্বাঞ্চল ১৮
  •      ফাইনালে উত্তির্ন.

ফাইনাল

সম্পাদনা
০৯-১৩ ফেব্রুয়ারী ২০১৪
স্কোরকার্ড
২৭১ (৮৩ ওভার)
সৌম্য সরকার ৭০ (১৩১)
তাইজুল ইসলাম ৮/৮৬ (৩১)
২৩৫ (৯৭.৫ ওভার)
নাসির হোসেন ৭০ (১১৩)
আল-আমিন হোসেন ৪/৩৫ (১৭)
৫৩৬ (১১৬.৩ ওভার)
ইমরুল কায়েস ২০৪ (২৬৬)
সুবাশিষ রয় ৩/১২৮ (২২)
৩৫৯ (৮৭.৪ ওভার)
ফরহাদ হোসেন ১২৯ (২১৯)
আব্দুর রাজ্জাক ৬/১০২ (৩২.৪)
  • উত্তরাঞ্চল টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "২০১৩–১৪ বাংলাদেশ ক্রিকেট লিগ"। ২০২৩-১২-৩০। 
  2. "মধ্যাঞ্চলের বিসিএলের প্রথম শিরোপা জয়"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৩ 
  3. "Razzak Six leads South Zone to title" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৩ 
  4. "বাংলাদেশ ক্রিকেট লিগ টেবিল - ২০১২–১৩"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা