উত্তরাঞ্চল ক্রিকেট দল (বাংলাদেশ)
উত্তরাঞ্চল ক্রিকেট দল বাংলাদেশি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের একটি দল, যারা বিসিএলে প্রথম-শ্রেণীর ক্রিকেট ম্যাচে অংশ নিয়ে থাকে। দলটির সত্ত্ব বিক্রি না হওয়ায় দলটি বিসিবি উত্তরাঞ্চল নামেও পরিচিত।[১] দলটি বাংলাদেশের পূর্বভাগ তথা, রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করে থাকে। দলটি বিসিএলে শুরুর মৌসুম তথা ২০১২-১৩ মৌসুম থেকে খেলে আসছে।[২] দলটি বিসিএলে একবার শিরোপা জিততে পেরেছে।
উত্তরাঞ্চল | |
ইতিহাস | |
---|---|
শিরোপার সংখ্যা | ১ |
বাংলাদেশ ক্রিকেট লীগ জয় | ১ |
বিসিএল ওয়ানডে জয় | ২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bangladesh Cricket League to begin on January 12"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬।
- ↑ "First-class events played by East Zone"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৬।