২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলি

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ২০০মিটার ব্যক্তিগত মেডলি বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১৩১৫ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে মেডলি সাঁতারের প্রতিযোগিতা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি প্রথমবার বাটারফ্লাই স্ট্রোক, দ্বিতীয়বার ব্যাকস্ট্রোক, তৃতীয়বার ব্রেস্টস্ট্রোক এবং চতুর্থবার অর্থাৎ শেষবার ফ্রিস্টাইল। সাঁতারের অন্যান্য বিভাগের মত এই ফ্রিস্টাইল অংশে সাঁতারুরা বাটারফ্লাই বা ব্যাকস্ট্রোক বা ব্রেস্টস্ট্রোক ব্যবহার করতে পারেন না; ফলে বেশিরভাগ সাঁতারু এই বিভাগে ফ্রন্ট ক্রল করেন।

XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ২০০মিটার ব্যক্তিগত মেডলি
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১৩ই আগস্ট (হিট)
১৫ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী৪১ টি দেশের ৪৭জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
রৌপ্য পদক   হাঙ্গেরি
ব্রোঞ্জ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট ছয়টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে ভাল সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ২:০১.৪০সেকেন্ড(A মান) এবং ২:০৫.৬৫সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড সম্পাদনা

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড   মাইকেল ফেলপস (USA) ১:৫৪.৮০ ওমাহা, যুক্তরাষ্ট্র ৫ই জুলাই ২০০৮ [১]
অলিম্পিক রেকর্ড   মাইকেল ফেলপস (USA) ১:৫৭.১৪ আথেন্স, গ্রীস ১৯শে আগস্ট ২০০৪ -

এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম রাষ্ট্র সময় OR WR
১৫ই আগস্ট ফাইনাল মাইকেল ফেলপস   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৪.২৩ OR WR

হিট সম্পাদনা

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
রায়ান লোখট   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৮.১৫ Q
লাজলো শে   হাঙ্গেরি ১:৫৮.২৯ Q
থিয়াগো পেরেইরা   ব্রাজিল ১:৫৮.৪১ Q
কেন তাকাকুয়া   জাপান ১:৫৮.৫১ Q
ব্র্যাডলি অ্যালি   বার্বাডোস ১:৫৮.৫৭ Q, NR
মাইকেল ফেলপস   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৮.৬৫ Q
আলেসিও বোগিয়াত্তো   ইতালি ১:৫৮.৮০ Q
তাকুরো ফুজি   জাপান ১:৫৯.১৯ Q
কিথ বিভার্স   কানাডা ১:৫৯.১৯ Q
১০ ড্যারেন টাউনসেন্ড   দক্ষিণ আফ্রিকা ১:৫৯.২২ Q
১১ ভিটুটাস জানুসাইটিস   লিথুয়ানিয়া ১:৫৯.৬৩ Q
১২ গ্যাল নেভো   ইসরায়েল ১:৫৯.৬৬ Q
১৩ জেমস গডার্ড   গ্রেট ব্রিটেন ১:৫৯.৭৪ Q
১৪ লিয়াম ট্যানকক   গ্রেট ব্রিটেন ১:৫৯.৭৯ Q
১৫ লিথ ব্রডি   অস্ট্রেলিয়া ১:৫৯.৯৬ Q
১৬ ডিঙ্কো জুকিচ   অস্ট্রিয়া ২:০০.৫৭ Q
১৭ টমাস কেরেকজার্টো   হাঙ্গেরি ২:০০.৬০
১৮ ব্রায়ান জোন্স   কানাডা ২:০০.৬৬
১৯ দিয়োগো কার্ভালহো   পর্তুগাল ২:০০.৬৬
২০ মিহাইল আলেক্সান্দ্রভ   বুলগেরিয়া ২:০০.৭০
২১ ডিন কেন্ট   নিউজিল্যান্ড ২:০১.১২
২২ আলেক্সান্ডার টিখোনভ   রাশিয়া ২:০১.২১
২৩ আয়োনিস কোক্কোডিস   গ্রিস ২:০১.২২
২৪ জেরেমি নোউলস   বাহামা দ্বীপপুঞ্জ ২:০১.৩৫ NR
২৫ গার্ড কভাল   নরওয়ে ২:০১.৫২ NR
২৬ লুকাস উটজ   পোল্যান্ড ২:০১.৫৪
২৭ মিগুয়েল মলিনা   ফিলিপাইন ২:০১.৬১
২৮ ভাদিম লেপস্কি   ইউক্রেন ২:০১.৭৩
২৯ শাশা ইমপ্রিক   ক্রোয়েশিয়া ২:০১.৮৩
৩০ ওমর পিজঁ   কলম্বিয়া ২:০২.২৮
৩১ টমাস ফুচিক   চেক প্রজাতন্ত্র ২:০২.৮৫
৩২ ক্রিস ক্রিস্টেনসেন   ডেনমার্ক ২:০২.৯৩
৩৩ ব্রেন্টন কাবেলো   স্পেন ২:০৩.০৮
৩৪ জিঙ্গু কু   চীন ২:০৩.১৫
৩৫ মার্টিন লিভামাগি   এস্তোনিয়া ২:০৩.৫৬
৩৬ নিকোলাস বোভেল   ত্রিনিদাদ ও টোবাগো ২:০৩.৯০
৩৭ দিমিত্রি গর্ডিয়েঙ্কো   কাজাখস্তান ২:০৩.৯২
৩৮ আন্দ্রেজ দুদা   লাতভিয়া ২:০৪.১৮
৩৯ রবিন ভ্যান অ্যাগিলে   নেদারল্যান্ডস ২:০৪.৩৩
৪০ মার্কাস ডিবলার   জার্মানি ২:০৪.৫৪
৪১ মেহদি হামামা   আলজেরিয়া ২:০৪.৯১
৪২ সের্কান আটাসে   তুরস্ক ২:০৫.২৫
৪৩ লিওপোল্ডো হোসে আন্দারা গঞ্জালেজ   ভেনেজুয়েলা ২:০৫.৭১
৪৪ মিওম্হো পার্ক   দক্ষিণ কোরিয়া ২:০৬.১৭
৪৫ য়ুরি জাখারভ   কিরগিজস্তান ২:০৭.০১
৪৬ দানিল বুগাকভ   উজবেকিস্তান ২:১০.০৪
৪৭ অ্যান্ড্রু ব্রী   আয়ারল্যান্ড DNS
  • Q = যোগ্যতাঅর্জনকারী (Qualified)
  • DNS = শুরু করেননি (Did Not Start)

সেমিফাইনাল সম্পাদনা

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
রায়ান লোখট   মার্কিন যুক্তরাষ্ট্র ০:১:৫৭.৬৯ Q
মাইকেল ফেলপস   মার্কিন যুক্তরাষ্ট্র ০:১:৫৭.৭০ Q
থিয়াগো পেরেইরা   ব্রাজিল ০:১:৫৮.০৬ Q
লাজলো শে   হাঙ্গেরি ০:১:৫৮.১৯ Q
কেন তাকাকুয়া   জাপান ১:৫৮.৪৯ Q
জেমস গডার্ড   গ্রেট ব্রিটেন ১:৫৮.৬৩ Q
লিয়াম ট্যানকক   গ্রেট ব্রিটেন ১:৫৯.৪২ Q
কিথ বিভার্স   কানাডা ১:৫৯.৪৩ Q
ব্র্যাডলি অ্যালি   বার্বাডোস ১:৫৯.৫৩
১০ তাকুরো ফুজি   জাপান ১:৫৯.৫৯
১১ ড্যারেন টাউনসেন্ড   দক্ষিণ আফ্রিকা ১:৫৯.৬৫
১২ আলেসিও বোগিয়াত্তো   ইতালি ১:৫৯.৭৭
১৩ গ্যাল নেভো   ইসরায়েল ২:০০.৪৩
১৪ লিথ ব্রডি   অস্ট্রেলিয়া ২:০০.৫৭
১৫ ভিটুটাস জানুসাইটিস   লিথুয়ানিয়া ২:০০.৭৬
১৬ ডিঙ্কো জুকিচ   অস্ট্রিয়া ২:০০.৯৮

ফাইনাল সম্পাদনা

ক্রম লেন নাম দেশ সময় টিকা
  মাইকেল ফেলপস   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৪.২৩ ডব্লিউআর
  লাজলো শে   হাঙ্গেরি ১:৫৬.৫২ ER
  রায়ান লোখট   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৬.৫৩
থিয়াগো পেরেইরা   ব্রাজিল ১:৫৮.১৪
কেন তাকাকুয়া   জাপান ১:৫৮.২২ AS
জেমস গডার্ড   গ্রেট ব্রিটেন ১:৫৯.২৪
কিথ বিভার্স   কানাডা ১:৫৯.৪৩
লিয়াম ট্যানকক   গ্রেট ব্রিটেন ২:০০.৭৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. Van Valkenburg, Kevin (২০০৮-০৭-০৫)। "নিজ বিশ্বে ফেলপস"The Baltimore Sun। ২০০৮-০৯-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬