২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ১০০মিটার ব্যাকস্ট্রোক বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১০১২ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগ একটি ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতা। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি দু'বার পার করতে হয়।

XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ১০০মিটার ব্যাকস্ট্রোক
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১০ই আগস্ট (হিট)
১২ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী৩৬ টি দেশের ৪৫জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
রৌপ্য পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
ব্রোঞ্জ পদক   অস্ট্রেলিয়া
ব্রোঞ্জ পদক   রাশিয়া
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট ছয়টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে ভাল সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ৫৫.১৪সেকেন্ড(A মান) এবং ৫৭.০৭সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড সম্পাদনা

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড   অ্যারন পেইর্সল (USA) ৫২.৮৯ ওমাহা, USA ১লা জুলাই ২০০৮
অলিম্পিক রেকর্ড   অ্যারন পেইর্সল (USA) ৫৩.৪৫ অ্যাথেন্স, গ্রীস ২১শে আগস্ট ২০০৪

এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম দেশ সময় OR WR
১০ই আগস্ট হিট ৪ ম্যাট গ্রিভার্স   মার্কিন যুক্তরাষ্ট্র ৫৩.৪১ OR
১১ই আগস্ট সেমিফাইনাল ১ আর্কাদি ভিয়াচানিন   রাশিয়া ৫৩.০৬ OR
১১ই আগস্ট সেমিফাইনাল ২ হেডেন স্টোইকেল   অস্ট্রেলিয়া ৫২.৯৭ OR
১২ই আগস্ট ফাইনাল অ্যারন পেইর্সল   মার্কিন যুক্তরাষ্ট্র ৫২.৫৪ OR WR

হিট সম্পাদনা

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
ম্যাট গ্রিভার্স   মার্কিন যুক্তরাষ্ট্র ০:৫৩.৪১ Q, OR
আর্কাদি ভিয়াচানিন   রাশিয়া ০:৫৩.৬৪ Q
অ্যারন পেইর্সল   মার্কিন যুক্তরাষ্ট্র ০:৫৩.৬৫ Q
অ্যাশউইন উইল্ডেবোয়ের   স্পেন ০:৫৩.৬৭ Q
গেরহার্ড জ্যান্ডবার্গ   দক্ষিণ আফ্রিকা ০:৫৩.৭৫ Q
লিয়াম ট্যানকক   গ্রেট ব্রিটেন ০:৫৩.৮৫ Q
হেডেন স্টোইকেল   অস্ট্রেলিয়া ০:৫৩.৯৩ Q
লুবোস ক্রিজকো   স্লোভাকিয়া ০:৫৪.০৭ Q
অ্যাশলে ডেলানি   অস্ট্রেলিয়া ০:৫৪.০৮ Q
১০ জুনিচি মিয়াশিতা   জাপান ০:৫৪.১২ Q
১১ স্তানিস্লাভ দোনেতস   রাশিয়া ০:৫৪.১৮ Q
১২ টোমোমি মোরিতা   জাপান ০:৫৪.২১ Q
১৩ মার্কাস রোগান   অস্ট্রিয়া ০:৫৪.২২ Q
১৪ মির্কো ডি তোরা   ইতালি ০:৫৪.৩৯ Q
১৫ গাই বার্নিয়া   ইসরায়েল ০:৫৪.৫০ Q
১৬ গ্রেগর টাইট   গ্রেট ব্রিটেন ০:৫৪.৬২ Q
১৭ অ্যারিস্টেইদিস গ্রিগোরিয়াদিস   গ্রিস ০:৫৪.৭১
১৮ ডেমিয়ানো লেস্টিঞ্জি   ইতালি ০:৫৪.৭৮
১৯ হেলগে মিউ   জার্মানি ০:৫৪.৮৮
২০ গুইলহার্মে গুইডো   ব্রাজিল ০:৫৪.৮৯
২০ রাজভান ফ্লোরিয়া   রোমানিয়া ০:৫৪.৮৯
২২ জর্জ ডু র‌্যান্ড   দক্ষিণ আফ্রিকা ০:৫৪.৯০
২৩ মিন সুং   দক্ষিণ কোরিয়া ০:৫৪.৯৯
২৪ গোর্ডান কোজুল্জ   ক্রোয়েশিয়া ০:৫৫.০৫
২৫ বেঞ্জামিন স্টাসিউলিস   ফ্রান্স ০:৫৫.০৮
২৬ ওমর পিঞ্জন   কলম্বিয়া ০:৫৫.১১
২৭ জোনাথন মাসাক্যান্ড   সুইজারল্যান্ড ০:৫৫.২১
২৮ নিক ড্রিবার্জেন   নেদারল্যান্ডস ০:৫৫.৩১
২৯ পাভেল স্যাঙ্কোভিচ   বেলারুশ ০:৫৫.৩৯
৩০ দেরিয়া বুয়ুকুঞ্চু   তুরস্ক ০:৫৫.৪৩
৩১ জ্যাক টাপ   কানাডা ০:৫৫.৫৪
৩২ ভিটাউটাস জানুসাইটিস   লিথুয়ানিয়া ০:৫৫.৬৫
৩৩ থমাস রুপ্রাথ   জার্মানি ০:৫৫.৭৭
৩৪ মার্কো স্ট্রাহিজা   ক্রোয়েশিয়া ০:৫৫.৮৯
৩৫ ওর্ন আর্নার্সন   আইসল্যান্ড ০:৫৬.১৫
৩৬ রোল্যান্ড রুডল্ফ   হাঙ্গেরি ০:৫৬.২৫
৩৭ ঝিয়াওলেই সুন   চীন ০:৫৬.৪৪
৩৮ ওলেকসান্দ্র ইসাকভ   ইউক্রেন ০:৫৬.৫৫
৩৯ ডানিল বুগাকভ   উজবেকিস্তান ০:৫৬.৫৯
৪০ জার্মান এদুয়ার্দো ওটেরো   আর্জেন্টিনা ০:৫৬.৭৪
৪১ টমাস ফুচিক   চেক প্রজাতন্ত্র ০:৫৭.২৯
৪২ স্ট্যানিস্লাভ ওসিনস্কি   কাজাখস্তান ০:৫৭.৪২
৪৩ জারেড জে হেইন   মার্শাল দ্বীপপুঞ্জ ০:৫৮.৮৬
৪৪ সোহেব কালালা   সিরিয়া ১:০০.২৪
৪৫ রুবেল মোহাম্মদ রানা   বাংলাদেশ ১:০৪.৮২

সেমিফাইনাল সম্পাদনা

ক্রম সেমিফাইনাল লেন নাম দেশ সময় টিকা
হেডেন স্টোইকেল   অস্ট্রেলিয়া ৫২.৯৭ Q, OR
ম্যাট গ্রিভার্স   মার্কিন যুক্তরাষ্ট্র ৫২.৯৯ Q
আর্কাদি ভিয়াচানিন   রাশিয়া ৫৩.০৬ Q, OR
অ্যাশউইন উইল্ডেবোয়ের   স্পেন ৫৩.৫১ Q
অ্যারন পেইর্সল   মার্কিন যুক্তরাষ্ট্র ৫৩.৫৬ Q
লিয়াম ট্যানকক   গ্রেট ব্রিটেন ৫৩.৬১ Q
জুনিচি মিয়াশিতা   জাপান ৫৩.৬৯ Q
অ্যাশলে ডেলানি   অস্ট্রেলিয়া ৫৩.৭৬ Q
মার্কাস রোগান   অস্ট্রিয়া ৫৩.৮০
১০ টোমোমি মোরিতা   জাপান ৫৩.৯৫
১১ গেরহার্ড জ্যান্ডবার্গ   দক্ষিণ আফ্রিকা ৫৩.৯৮
১২ গ্রেগর টাইট   গ্রেট ব্রিটেন ৫৪.৩৭
১৩ লুবোস ক্রিজকো   স্লোভাকিয়া ৫৪.৩৮
১৪ স্তানিস্লাভ দোনেতস   রাশিয়া ৫৪.৫৭
১৫ মির্কো ডি তোরা   ইতালি ৫৪.৯২
১৬ গাই বার্নিয়া   ইসরায়েল ৫৪.৯৩

ফাইনাল সম্পাদনা

ক্রম লেন নাম দেশ সময় টিকা
  অ্যারন পেইর্সল   মার্কিন যুক্তরাষ্ট্র ০:৫২.৫৪ ডব্লিউআর [১]
  ম্যাট গ্রিভার্স   মার্কিন যুক্তরাষ্ট্র ০:৫৩.১১
  আর্কাদি ভিয়াচানিন   রাশিয়া ০:৫৩.১৮
  হেডেন স্টোইকেল   অস্ট্রেলিয়া ০:৫৩.১৮
অ্যাশলে ডেলানি   অস্ট্রেলিয়া ০:৫৩.৩১
লিয়াম ট্যানকক   গ্রেট ব্রিটেন ০:৫৩.৩৯ NR
অ্যাশউইন উইল্ডেবোয়ের   স্পেন ০:৫৩.৫১
জুনিচি মিয়াশিতা   জাপান ০:৫৩.৯৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Results Men's 100m Backstroke Final"। Beijing 2008। ২০০৮-০৮-১২। ২০০৮-০৮-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১২