২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ২০০মিটার ব্যাকস্ট্রোক বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১৪১৬ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে ব্যাকস্ট্রোক পদ্ধতিতে সাঁতার কাটা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি চারবার পার করতে হয়।

XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ২০০মিটার ব্যাকস্ট্রোক
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১৪ই আগস্ট (হিট)
১৬ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী ৩৫জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   জিম্বাবুয়ে
রৌপ্য পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
ব্রোঞ্জ পদক   জাপান
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট পাঁচটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ২:১২.৭৩সেকেন্ড(A মান) এবং ২:১৭.৪০সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড সম্পাদনা

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড   মার্গারেট হোয়েলজার (USA) ২:০৬.০৯ ওমাহা, যুক্তরাষ্ট্র ৫ই জুলাই ২০০৮ [১]
অলিম্পিক রেকর্ড   ক্রিস্টিনা এগের্জেগি (HUN) ২:০৭.০৬ বার্সেলোনা, স্পেন ৩১শে জুলাই ১৯৯২ -

এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম রাষ্ট্র সময় OR WR
১৪ই আগস্ট হিট ৪ কির্স্টি কভেন্ট্রি   জিম্বাবুয়ে ২:০৬.৭৬ OR
১৬ই আগস্ট ফাইনাল কির্স্টি কভেন্ট্রি   জিম্বাবুয়ে ২:০৫.২৪ OR WR

হিট সম্পাদনা

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
কির্স্টি কভেন্ট্রি   জিম্বাবুয়ে ২:০৬.৭৬ Q, OR
এলিজাবেথ সাইমন্ডস   গ্রেট ব্রিটেন ২:০৮.৬৬ Q, NR
মেগান নে   অস্ট্রেলিয়া ২:০৮.৭৯ Q
ঝাও জিং   চীন ২:০৮.৯৭ Q
আনাস্তাশিয়া জুয়েভা   রাশিয়া ২:০৯.০১ Q
এলিজাবেথ বেইসেল   মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৯.০২ Q
মার্গারেট হোয়েলজার   মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৯.১২ Q
মেলিসা ইনগ্রাম   নিউজিল্যান্ড ২:০৯.৩৪ Q
অ্যালেক্সিয়ান ক্যাস্টেল   ফ্রান্স ২:০৯.৩৭ Q
১০ লরি মানাউদৌ   ফ্রান্স ২:০৯.৩৯ Q
১১ বেলিন্ডা হকিং   অস্ট্রেলিয়া ২:০৯.৫৪ Q
১২ রেইকো নাকামুরা   জাপান ২:০৯.৭৭ Q
১৩ স্ট্যানিস্লাভা কোমারোভা   রাশিয়া ২:০৯.৯৩ Q
১৪ হানা ইটো   জাপান ২:১০.০৫ Q
১৫ আঞ্জা কারম্যান   স্লোভেনিয়া ২:১০.৪৯ Q
১৬ জেমা স্পোফোর্থ   গ্রেট ব্রিটেন ২:১০.৫৮ Q
১৭ ইভলিন ভেরাজতো   হাঙ্গেরি ২:১১.০২
১৮ নিকোলেত জেপেসি   হাঙ্গেরি ২:১১.৪৭
১৯ ইয়ানইয়ান চেন   চীন ২:১১.৯৫
২০ মেলানি নোচের   আয়ারল্যান্ড ২:১২.২৯
২১ সুসানা মাজুরেক   পোল্যান্ড ২:১২.৪৬
২২ ক্যাটরিনা জুবকোভা   ইউক্রেন ২:১২.৬৪
২২ মেলিসা কর্ফ   দক্ষিণ আফ্রিকা ২:১২.৬৪
২৪ ভিক্টোরিয়া এস্কার্লাটা বার্নার্ড   স্পেন ২:১২.৮৬
২৯ লিডিয়া মোর‌্যান্ট   স্পেন ২:১৩.৮৭
৩০ ইয়ংসেও কাং   দক্ষিণ কোরিয়া ২:১৪.৫২
৩১ গিসেলা মোরালেস   গুয়াতেমালা ২:১৪.৫৪
৩২ ফার্নান্ডা গঞ্জালেস   মেক্সিকো ২:১৪.৬৪
৩৩ স্টেলা বৌমি   গ্রিস ২:১৪.৭৩
৩৪ লিন্ডসে সিম্যান   কানাডা ২:১৫.০৭
৩৫ সানিয়া জোভানোভিচ   ক্রোয়েশিয়া ২:১৫.৫৭
৩৬ এরিন ভলক্যান   ভেনেজুয়েলা ২:১৫.৫৮
৩৭ ইরিনা অ্যামশেনিকোভা   ইউক্রেন ২:১৫.৭৮
৩৮ ক্রিস্টিন জেনার   জার্মানি ২:২০.২৮
DNS জুলিয়া উইলকিনসন   কানাডা DNS

সেমিফাইনাল সম্পাদনা

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
সেমিফাইনাল ২ কির্স্টি কভেন্ট্রি   জিম্বাবুয়ে ২:০৭.৭৬ Q
সেমিফাইনাল ১ এলিজাবেথ বেইসেল   মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৭.৯০ Q
সেমিফাইনাল ২ মেগান নে   অস্ট্রেলিয়া ২:০৮.০৯ Q, OC
সেমিফাইনাল ১ রেইকো নাকামুরা   জাপান ২:০৮.২১ Q
সেমিফাইনাল ২ মার্গারেট হোয়েলজার   মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৮.২৫ Q
সেমিফাইনাল ২ বেলিন্ডা হকিং   অস্ট্রেলিয়া ২:০৮.৮০ Q
সেমিফাইনাল ১ এলিজাবেথ সাইমন্ডস   গ্রেট ব্রিটেন ২:০৮.৯৬ Q
সেমিফাইনাল ২ আনাস্তাশিয়া জুয়েভা   রাশিয়া ২:০৯.০৭ Q
সেমিফাইনাল ১ জেমা স্পোফোর্থ   গ্রেট ব্রিটেন ২:০৯.১৯
১০ সেমিফাইনাল ১ ঝাও জিং   চীন ২:০৯.৫৯
১১ সেমিফাইনাল ১ মেলিসা ইনগ্রাম   নিউজিল্যান্ড ২:০৯.৭০
১২ সেমিফাইনাল ১ হানা ইটো   জাপান ২:০৯.৮৬
১৩ সেমিফাইনাল ২ অ্যালেক্সিয়ান ক্যাস্টেল   ফ্রান্স ২:১০.০৪
১৪ সেমিফাইনাল ২ স্ট্যানিস্লাভা কোমারোভা   রাশিয়া ২:১০.৫০
১৫ সেমিফাইনাল ১ লরি মানাউদৌ   ফ্রান্স ২:১২.০৪
১৬ সেমিফাইনাল ২ আঞ্জা কারম্যান   স্লোভেনিয়া ২:১২.৪৬

ফাইনাল সম্পাদনা

ক্রম লেন নাম দেশ সময় টিকা
  কির্স্টি কভেন্ট্রি   জিম্বাবুয়ে ২:০৫.২৪ ডব্লিউআর
  মার্গারেট হোয়েলজার   মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৬.২৩
  রেইকো নাকামুরা   জাপান ২:০৭.১৩ AS
আনাস্তাশিয়া জুয়েভা   রাশিয়া ২:০৭.৮৮
এলিজাবেথ বেইসেল   মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৮.২৩
এলিজাবেথ সাইমন্ডস   গ্রেট ব্রিটেন ২:০৮.৫১ NR
মেগান নে   অস্ট্রেলিয়া ২:০৮.৮৪
বেলিন্ডা হকিং   অস্ট্রেলিয়া ২:১০.১২
  • Q = যোগ্যতাঅর্জনকারী (Qualified), DSQ = অপনয়িত(Disqualified)
  • WR = বিশ্ব রেকর্ড (World Record), OR = অলিম্পিক রেকর্ড (Olympic Record)
  • AF = আফ্রিকান রেকর্ড (African Record), AS = এশীয় রেকর্ড (Asian Record), ER = ইউরোপীয় রেকর্ড (European Record), OC = ওশেনীয় রেকর্ড (Oceania Record)
  • CR = কমনওয়েল্থ রেকর্ড (Commonwealth Record), NR = জাতীয় রেকর্ড (National Record)

তথ্যসূত্র সম্পাদনা

  1. Borzi, Pat (২০০৮-০৭-০৬)। "As records change by the minute, the women's 800 stays standing"The New York Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬