১৯৯৮ ওএফসি নেশন্স কাপ

১৯৯৮ ওএফসি নেশন্স কাপ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হয়েছিল। ৬টি অংশগ্রহণকারী দল ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যারা সঠিকভাবে যোগ্যতা অর্জন করেছিল, ফিজি এবং ভানুয়াতু যারা মেলানেশিয়া কাপ থেকে যোগ্যতা অর্জন করেছিল এবং তাহিতি এবং কুক দ্বীপপুঞ্জ যারা পলিনেশিয়া কাপ থেকে যোগ্যতা অর্জন করেছিল। ফাইনালে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে ১–০ গোলে পরাজিত করে তারা ২য় শিরোপা জয় লাভ করেছিল, যেখানে ফিজি তৃতীয় স্থানের জন্য তাহিতিকে ৪–২ গোলে পরাজিত করেছিল।[১]

১৯৯৮ ওএফসি নেশন্স কাপ
বিবরণ
স্বাগতিক দেশঅস্ট্রেলিয়া
তারিখ২৫ সেপ্টেম্বর – ৪ অক্টোবর
দল৬ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড (২য় শিরোপা)
রানার-আপ অস্ট্রেলিয়া
তৃতীয় স্থান ফিজি
চতুর্থ স্থান তাহিতি
পরিসংখ্যান
ম্যাচ১০
গোল সংখ্যা৫২ (ম্যাচ প্রতি ৫.২টি)
দর্শক সংখ্যা২০,২০০ (ম্যাচ প্রতি ২,০২০ জন)
শীর্ষ গোলদাতাঅস্ট্রেলিয়া দামিয়ান মোরি (১০টি গোল)

বাছাইপর্ব

সম্পাদনা

মেলানেশিয়া কাপ ১৯৯৮

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ফিজি (C) +৬ ১০ ১৯৯৮ ওএফসি নেশন্স কাপে যোগ্যতা অর্জন
  ভানুয়াতু (H) +২
  সলোমন দ্বীপপুঞ্জ +১
  পাপুয়া নিউগিনি −৩
  নতুন ক্যালিডোনিয়া ১০ −৬
উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
(C) চ্যাম্পিয়ন; (H) স্বাগতিক।


ফিজি এবং ভানুয়াতু যোগ্যতা অর্জন করেছিল।

পলিনেশিয়া কাপ ১৯৯৮

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  তাহিতি (C) ২৭ +২৬ ১২ ১৯৯৮ ওএফসি নেশন্স কাপে যোগ্যতা অর্জন
  কুক দ্বীপপুঞ্জ (H) ১১ −৩
  সামোয়া +১
  টোঙ্গা −৪
  মার্কিন সামোয়া ২৩ −২০
উৎস: [২]
(C) চ্যাম্পিয়ন; (H) স্বাগতিক।

তাহিতি এবং কুক দ্বীপপুঞ্জ যোগ্যতা অর্জন করেছিল।

ব্রিসবেন
সানকর্প স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৫২,৫০০
 

দলীয় সদস্য

সম্পাদনা
১৯৯৮ ওএফসি নেশন্স কাপ দলীয় সদস্য দেখুন

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  নিউজিল্যান্ড +৮ নকআউট পর্ব উত্তীর্ণ
  তাহিতি +৩
  ভানুয়াতু ১৩ −১১

নিউজিল্যান্ড  ৮–১  ভানুয়াতু
ক্রিস্টি   ১'
কভেনি   ১১'২৫'৩৯'৪০'
রায়ান   ৩৪'৬৫'
বুন্স   ৬৫'
প্রতিবেদন রোরোনামাহাভা   ৪৫'

তাহিতি  ৫–১  ভানুয়াতু
কুয়েনেট   ৯'১০'৭৪'
জাভেরোনি   ৫৪'
আমারু   ৭৫'
প্রতিবেদন রারাই   ৮২'

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  অস্ট্রেলিয়া (H) ১৯ +১৮ নকআউট পর্বে উত্তীর্ণ
  ফিজি +১
  কুক দ্বীপপুঞ্জ ১৯ −১৯
উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
(H) স্বাগতিক।
অস্ট্রেলিয়া  ৩–১  ফিজি
মোরি   ২'২৫'৪৪' প্রতিবেদন মাসিনিসাউ   ৬২'

অস্ট্রেলিয়া  ১৬–০  কুক দ্বীপপুঞ্জ
ত্রিম্বোলি   ১'১২'৬৩'
মোরি   ৮'১৫'৩০'৩৪'
ম্যালোনি   ১৭'৮৯'
সিকোলি   ৪২'
ট্রাজানোভস্কি   ৪৮'৬৮'৭৬' (পে.)৮৮'
চিপারফিল্ড   ৬৬'
হালপিন   ৮০'
প্রতিবেদন

নকআউট পর্ব

সম্পাদনা
  সেমি-ফাইনাল ফাইনাল
২ অক্টোবর ১৯৯৮ – ব্রিসবেন
    নিউজিল্যান্ড    
    ফিজি   ০  
 
৪ অক্টোবর ১৯৯৮ – ব্রিসবেন
        নিউজিল্যান্ড  
      অস্ট্রেলিয়া   ০
তৃতীয় স্থান নির্ধারণী
২ অক্টোবর ১৯৯৮ – ব্রিসবেন ৪ অক্টোবর ১৯৯৮ – ব্রিসবেন
    অস্ট্রেলিয়া       ফিজি  
    তাহিতি   ১       তাহিতি   ২

সেমি-ফাইনাল

সম্পাদনা

অস্ট্রেলিয়া  ৪–১  তাহিতি
মোরি   ১'৩২'৮১'
ভেয়ার্ট   ৮৬'
প্রতিবেদন লাবাস্তে   ৫৫'

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

সম্পাদনা
ফিজি  ৪–২  তাহিতি
মাসি   ২৬'৩১'
লাল   ২৮'
সেরুভাতু   ৪৩'
প্রতিবেদন রুশো   ৮১'৮২'

ফাইনাল

সম্পাদনা

গোলদাতা

সম্পাদনা
১০টি গোল
৪টি গোল
৩টি গোল
২টি গোল
১টি গোল
আত্মঘাতী গোল
  •   হেইমানা পামা (নিউজিল্যান্ডের বিপক্ষে)
  •   হিথ ডিকিনসন (ফিজির বিপক্ষে খেলা)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "From the vault: The OFC Nations Cup 1998"Oceania Football। ৫ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৪ 
  2. "পলিনেশিয়া কাপ ১৯৯৮"। ওয়াইল্ডস্ট্যাট.কম। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা