অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন

অস্ট্রেলিয়ার ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা
(ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া থেকে পুনর্নির্দেশিত)

অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন (ইংরেজি: Football Federation Australia; এছাড়াও সংক্ষেপে এফএফএ নামে পরিচিত) হচ্ছে অস্ট্রেলিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪৫ বছর পর ২০০৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত।

অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন
এএফসি
প্রতিষ্ঠিত
  • ১৯৬১; ৬৩ বছর আগে (1961)[১]
  • ২০০৪ (বর্তমান বিন্যাস)[২]
সদর দপ্তরসিডনি, অস্ট্রেলিয়া
ফিফা অধিভুক্তি১৯৬৩[১]
এএফসি অধিভুক্তি২০০৬
সভাপতিঅস্ট্রেলিয়া ক্রিস নিকু
সহ-সভাপতিঅস্ট্রেলিয়া হিদার রিড
ওয়েবসাইটwww.myfootball.com.au

এই সংস্থাটি অস্ট্রেলিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে এ-লীগ এবং ডাব্লিউ-লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ক্রিস নিকু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জেমস জনসন।

কর্মকর্তা সম্পাদনা

২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি ক্রিস নিকু
সহ-সভাপতি হিদার রিড
সাধারণ সম্পাদক জেমস জনসন
কোষাধ্যক্ষ মার্ক ফালভো
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক এডাম মার্ক
প্রযুক্তিগত পরিচালক ট্রেভর মরগ্যান
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) গ্র্যাহাম আর্নল্ড
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী ম্যাথু চিজম্যান

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Who We Are"Football Federation Australia। ২৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা