১৯৯২ এএফসি এশিয়ান কাপ

১৯৯২ এএফসি এশিয়ান কাপ ছিল পুরুষদের এএফসি এশিয়ান কাপের ১০ম সংস্করণ, এটি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) দ্বারা আয়োজিত একটি চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর ১৯৯২ সালের মধ্যে জাপানের হিরোশিমা প্রশাসনিক অঞ্চলে ফাইনাল অনুষ্ঠিত হয়। স্বাগতিক দেশ জাপান হিরোশিমায় ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন সৌদি আরবকে হারিয়েছে।[১]

১৯৯২ এএফসি এশিয়ান কাপ
第10回アジアカップ1992
বিবরণ
স্বাগতিক দেশজাপান
তারিখ২৯ অক্টোবর – ৮ নভেম্বর
দল৮ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ৩ (২টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন জাপান (১ম শিরোপা)
রানার-আপ সৌদি আরব
তৃতীয় স্থান চীন
চতুর্থ স্থান সংযুক্ত আরব আমিরাত
পরিসংখ্যান
ম্যাচ১৬
গোল সংখ্যা৩১ (ম্যাচ প্রতি ১.৯৪টি)
দর্শক সংখ্যা৩,১৬,৪৯৬ (ম্যাচ প্রতি ১৯,৭৮১ জন)
শীর্ষ গোলদাতাসৌদি আরব ফাহাদ আল-বিশি (৩টি গোল)
সেরা খেলোয়াড়জাপান কাজুয়োশি মিউরা

এই প্রথম এশিয়ান কাপে কোনো অভিষেক দেশ নেই[২]

ভেন্যু সম্পাদনা

হিরোশিমা
হিরোশিমা বিগ আর্চ হিরোশিমা স্টেডিয়াম
ক্ষমতা: ৫০,০০০ ক্ষমতা: ১৩,৮০০
   
ওনোমিচি
বিঙ্গো অ্যাথলেটিক স্টেডিয়াম
ক্ষমতা: ৯,২৪৫
 

যোগ্যতা সম্পাদনা

দল যোগ্যতা যোগ্যতার তারিখ সর্বশেষ অংশগ্রহণ
  জাপান আয়োজক N/A ১ (১৯৮৮)
  সৌদি আরব ১৯৮৮ এএফসি এশিয়ান কাপ বিজয়ী ১৮ ডিসেম্বর ১৯৮৮ ২ (১৯৮৪, ১৯৮৮)
  কাতার গ্রুপ ১ বিজয়ী ৩১ মে ১৯৯২ ৩ (১৯৮০, ১৯৮৪, ১৯৮৮)
  সংযুক্ত আরব আমিরাত গ্রুপ ২ বিজয়ী ৩০ মে ১৯৯২ ৩ (১৯৮০, ১৯৮৪, ১৯৮৮)
  ইরান গ্রুপ ৩ বিজয়ী ১৫ মে ১৯৯২ ৬ (১৯৬৮, ১৯৭২, ১৯৭৬, ১৯৮০, ১৯৮৪, ১৯৮৮)
  উত্তর কোরিয়া গ্রুপ ৪ বিজয়ী ৭ জুন ১৯৯২ ১ (১৯৮০)
  চীন গ্রুপ ৫ বিজয়ী ২৬ এপ্রিল ১৯৯২ ৪ (১৯৭৬, ১৯৮০, ১৯৮৪, ১৯৮৮)
  থাইল্যান্ড গ্রুপ ৬ বিজয়ী ২৩ জুন ১৯৯২ ১ (১৯৭২)

দলীয় সদস্য সম্পাদনা

গ্রুপ পর্ব সম্পাদনা

সকল সময় হল জাপান মান সময় (ইউটিসি+৯)

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  জাপান (H) +১ নকআউট পর্বে অগ্রসর
  সংযুক্ত আরব আমিরাত +১
  ইরান +১
  উত্তর কোরিয়া −৩
উৎস: ওয়ার্ল্ডফুটবল.নেট
(H) স্বাগতিক।
জাপান  ০–০  সংযুক্ত আরব আমিরাত
প্রতিবেদন

ইরান  ০–০  সংযুক্ত আরব আমিরাত
প্রতিবেদন

জাপান  ১–০  ইরান
মিউরা   ৮৭' প্রতিবেদন

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  সৌদি আরব +৪ নকআউট পর্বে অগ্রসর
  চীন +১
  কাতার −১
  থাইল্যান্ড −৪
সৌদি আরব  ১–১  চীন
আল-থুনায়ন   ১৭' প্রতিবেদন লি বিং   ৪১'
থাইল্যান্ড  ১–১  কাতার
থানিস   ৪২' প্রতিবেদন সুফি   ৮১'

সৌদি আরব  ১–১  কাতার
আল-মুওয়াল্লিদ   ৮৬' প্রতিবেদন মোস্তফা   ৭৪'
চীন  ০–০  থাইল্যান্ড
প্রতিবেদন

কাতার  ১–২  চীন
আল-সুলাইতি   ২০' প্রতিবেদন পেং ওয়েইগুও   ৪৪'৫৮'

নকআউট পর্ব সম্পাদনা

সকল সময় হল জাপান মান সময় (ইউটিসি+৯)

  সেমি-ফাইনাল ফাইনাল
৬ নভেম্বর – হিরোশিমা
   জাপান    
   চীন  ২  
 
৮ নভেম্বর – হিরোশিমা
       জাপান  
     সৌদি আরব  ০
তৃতীয় স্থান
৬ নভেম্বর – হিরোশিমা ৮ নভেম্বর – হিরোশিমা
   সৌদি আরব      চীন (পে.)  ১ (৪)
   সংযুক্ত আরব আমিরাত  ০      সংযুক্ত আরব আমিরাত  ১ (৩)

সেমি-ফাইনাল সম্পাদনা

জাপান  ৩–২  চীন
ফুকুদা   ৪৮'
কিতাজাওয়া   ৫৭'
নাকায়ামা   ৮৪'
প্রতিবেদন শি ইউক্সিন   ১'
লি জিয়াও   ৭০'

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সম্পাদনা

ফাইনাল সম্পাদনা

জাপান  ১–০  সৌদি আরব
তাকাগি   ৩৬' প্রতিবেদন

বিজয়ী সম্পাদনা

 এএফসি এশিয়ান কাপ ১৯৯২ বিজয়ী 
 
জাপান
প্রথম শিরোপা

পুরস্কার সম্পাদনা

এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) সম্পাদনা

সর্বোচ্চ গোলদাতা সম্পাদনা

পরিসংখ্যান সম্পাদনা

গোলদাতা সম্পাদনা

তিন গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ফাহাদ আল-বিশি। মোট, ৩১টি গোল ২৪ জন বিভিন্ন খেলোয়াড় করেছেন, তাদের কোনওটিই আত্মঘাতী গোল হিসাবে জমা হয়নি।

৩টি গোল

২টি গোল

১টি গোল

সর্বোচ্চ গোলদাতা দল সম্পাদনা

৮টি গোল
৬টি গোল
৩টি গোল
২টি গোল
১টি গোল

তথ্যসূত্র সম্পাদনা

  1. Williams, Aidan (৪ জানুয়ারি ২০১৯)। "How the 1992 Asian Cup awoke Japanese football, the continent's sleeping giant"Thesefootballtimes.co। ৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২২ 
  2. "Asian Cup of Nations 1992"। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা