হোসনে আরা তালুকদার
হোসনে আরা তালুকদার (জন্ম: ১ জানুয়ারি ১৯৬২) একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি ১৫ জানুয়ারি ২০২০ থেকে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ বেতারের প্রথম নারী মহাপরিচালক।[১][২][৩] এর আগে তিনি বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (বার্তা) হিসেবে কর্মরত ছিলেন।[৩]
হোসনে আরা তালুকদার | |
---|---|
মহাপরিচালক বাংলাদেশ বেতার | |
কাজের মেয়াদ ১৫ জানুয়ারি ২০২০ – চলমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জানুয়ারি ১৯৬২ টাংগাইল, ধনবাড়ী, পূর্ব পাকিস্তান। (বর্তমান বাংলাদেশ) |
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
দাম্পত্য সঙ্গী | মুশতাক হাসান মুহ: ইফতিখার |
পিতামাতা | মতিয়ার রহমান তালুকদার (পিতা) জামিলা বেগম (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
জীবিকা | সরকারী কর্মকর্তা |
জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা
হোসনে আরা তালুকদার ১ জানুয়ারি ১৯৬২ সালে টাংগাইলের ধনবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মো: মতিয়ার রহমান তালুকদার এবং মাতা জামিলা বেগম। তার স্বামী মুশতাক হাসান মুহ: ইফতিখার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ছিলেন। [১]
কর্মজীবন সম্পাদনা
হোসনে আরা তালুকদার বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি ২১ জানুয়ারি ১৯৮৬ সালে যোগদান করে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় বার্তা সংস্থা, বাংলাদেশ বেতারে দায়িত্ব পালন করেন। এর পর কেন্দ্রীয় বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার, রাজশাহী, মনিটরিং পরিদপ্তরে কর্মরত ছিলেন।[১]
১৫ জানুয়ারি ২০২০ থেকে তিনি বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ বেতারের প্রথম নারী মহাপরিচালক।[৪] এর আগে তিনি বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (বার্তা) হিসেবে কর্মরত ছিলেন।[৩]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ গ "হোসনে আরা তালুকদার -মহাপরিচালক, বাংলাদেশ বেতার"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ জানুয়ারি ২০২০। ২৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
- ↑ "প্রথম নারী মহাপরিচালক পেল বাংলাদেশ বেতার | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ ক খ গ BanglaNews24.com। "বেতারে যোগ দিলেন প্রথম নারী মহাপরিচালক"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "বেতারে প্রথম নারী মহাপরিচালক হোসনে আরা"। Sarabangla.net (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-১৬। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।