হোমনা পৌরসভা

কুমিল্লা জেলার একটি পৌরসভা

হোমনা পৌরসভা বাংলাদেশের কুমিল্লা জেলার হোমনা উপজেলার অন্তর্গত একটি পৌরসভা

হোমনা
পৌরসভা
হোমনা পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
হোমনা বাংলাদেশ-এ অবস্থিত
হোমনা
হোমনা
বাংলাদেশে হোমনা পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪০′৪১″ উত্তর ৯০°৪৬′৪৫″ পূর্ব / ২৩.৬৭৮০৬° উত্তর ৯০.৭৭৯১৭° পূর্ব / 23.67806; 90.77917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাহোমনা উপজেলা
সরকার
 • পৌর মেয়রমোঃ নজরুল ইসলাম (আওয়ামী লীগ)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৪৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন সম্পাদনা

১১.৭১ বর্গ কিলোমিটার

জনসংখ্যা সম্পাদনা

২৪,১৯৩জন (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী)।

অবস্থান ও সীমানা সম্পাদনা

হোমনা উপজেলার পশ্চিমাংশে হোমনা পৌরসভার অবস্থান। এ পৌরসভার দক্ষিণে মাথাভাঙ্গা ইউনিয়ন; পূর্বে নিলখী ইউনিয়ন; উত্তরে ঘাগুটিয়া ইউনিয়ন, তিতাস নদীব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন; পশ্চিমে মেঘনা নদীনারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে কাঁঠালিয়া নদীমেঘনা উপজেলার রাধানগর ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

হোমনা উপজেলার তৎকালীন হোমনা উত্তর ইউনিয়ন এর সম্পূর্ণ অংশ নিয়ে হোমনা পৌরসভা প্রতিষ্ঠিত হয়।

নামকরণ সম্পাদনা

প্রতিষ্ঠাকাল সম্পাদনা

১৯ ডিসেম্বর ২০০২ খ্রি.

প্রশাসনিক এলাকা সম্পাদনা

হোমনা পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম হোমনা উপজেলার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫০নং নির্বাচনী এলাকা কুমিল্লা-২ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কলেজঃ

১. হোমনা সরকারি ডিগ্রি কলেজ

২. রেহানা মজিদ মহিলা কলেজ

মাধ্যমিক বিদ্যালয়

১. হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়

২. হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়

৩. হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

৪. খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

হোমনা থেকে কুমিল্লা এবং ঢাকায় বাস যোগাযোগ রয়েছে


হোমনা থেকে ঢাকা

ছাড়ার স্থান বাসের নাম ছাড়ার সময় পৌঁছানো সময়
হোমনা বাসষ্ট্যান্ড/ঢাকা সায়েদাবাস বাস স্ট্যান্ড হোমনা সুপার সার্ভিস ১৫ মিনিট পরপর গাড়ী ছাড়ার সময় হতে ২ ঘন্টা
হোমনা বাস স্ট্যান্ড/কুমিল্লা শাসনগাছ বাসস্ট্যান্ড একতা বাস সার্ভিস ১৫ মিনিট পরপর গাড়ী ছাড়ার সময় হতে ২ ঘন্টা


তাছাড়া হোমনা থেকে প্রতিদিন ঢাকা সদর ঘাট এবং নারায়নগঞ্জ লঞ্চ যোগাযোগ রয়েছে।

অর্থনীতি সম্পাদনা

দর্শনীয় স্থান সম্পাদনা

০১. হোমনা-বাঞ্ছারামপুর ব্রীজ

০২. হোমনা শেখ রাসেল মিনি স্টেডিয়াম

০৩. হোমনা লঞ্চঘাট

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

মোঃ নজরুল ইসলাম, মেয়র, হোমনা পৌরসভা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা