রাধানগর ইউনিয়ন, মেঘনা
রাধানগর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মেঘনা উপজেলার একটি ইউনিয়ন।
রাধানগর | |
---|---|
ইউনিয়ন | |
৩নং রাধানগর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে রাধানগর ইউনিয়ন, মেঘনার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৮′৩৪″ উত্তর ৯০°৪৪′৪৭″ পূর্ব / ২৩.৬৪২৭৮° উত্তর ৯০.৭৪৬৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | মেঘনা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৪৬ |
ওয়েবসাইট | radanagarup |
আয়তন
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনামেঘনা উপজেলার পূর্বাংশে রাধানগর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে চন্দনপুর ইউনিয়ন ও মানিকারচর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কাঁঠালিয়া নদী ও গোবিন্দপুর ইউনিয়ন, দক্ষিণে কাঁঠালিয়া নদী ও তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন, পূর্বে কাঁঠালিয়া নদী ও হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন, উত্তর-পূর্বে কাঁঠালিয়া নদী ও হোমনা পৌরসভা এবং উত্তরে মেঘনা নদী ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনারাধানগর ইউনিয়ন মেঘনা উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মেঘনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনারাধানগর ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রমেই একটি করে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উক্ত ইউনিয়নে সর্বোচ্চ বিদ্যাপিঠ হলো মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়। মোল্লাকান্দি, তালতলী, লক্ষনখোলা, কাঠালিয়া, মুগারচর, রাধানগর, পাড়ারবন্দ, বটতলীসহ বেশ কয়েকটি গ্রাম থেকে এখানে ছাত্রছাত্রীরা তাদের মাধ্যামিক শিক্ষা অধ্যায়ন করতে আসে।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাখাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনাদর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোঃ মজিবুর রহমান (মজিব)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |