হিজবুল মুজাহিদীন (আরবি: حزب المجاھدین, Ḥizb al-Mujāhidīn, meaning "Party of Holy Warriors" or "Party of Mujahideen", abbreviated as HuM or HM) জম্মু ও কাশ্মীরে সক্রিয় একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এরা মূলত জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে সংযুক্তিকরণের পক্ষে।

হিজবুল মুজাহিদীন
Hizb-ul-Mujahideen
حزب المجاھدین
নেতামুহাম্মদ আহসান দার (প্রতিষ্ঠাতা)
সৈয়দ সালাউদ্দিন (বর্তমান প্রধান)[১]
আনুগত্যপাকিস্তান
উদ্দেশ্যপাকিস্তানের সাথে জম্মু ও কাশ্মীরের একীকরণ,[২]
সদরদপ্তরমুজাফফারাবাদ, পাকিস্তান জম্মু ও কাশ্মীর শাসিত
মতাদর্শজম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে সংযুক্তিকরণ
অবস্থাসক্রিয়
খণ্ডযুদ্ধ ও যুদ্ধকাশ্মীর সমস্যা
যার দ্বারা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে মনোনীতভারত, ইউরোপীয় ইউনিয়নমার্কিন যুক্তরাষ্ট্র

নিরাপত্তা রক্ষীদের সাথে সংঘর্ষ সম্পাদনা

বুরহান ওয়ানি সম্পাদনা

২০১৬ সালের ৮ই জুলাই , হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে অনন্তনাগ জেলায় নিহত হয়। ওয়ানি ফেসবুক-টুইটারের মাধ্যমে কাশ্মীরের কিছু যুবকদের 'তাদের মতাদর্শে' টেনে আনে তাতে তার পরিচিতি ছিল 'সোশ্যাল মিডিয়া মিলিট্যান্ট' নামে।[৩] এর পৰিপ্রেক্ষিতে হুরিয়ত ও আছিয়া আন্দ্রাবীর নেতৃত্বে প্রায় ৮ মাস কাশ্মীরে অশান্তি চলে।

সবজার ভাট সম্পাদনা

বুরহানের উত্তরসূরি সবজারের মৃত্যু হয় ২০১৭ র মে মাসে পুলওয়ামায় ।

রিয়াজ নাইকো সম্পাদনা

পরবর্তী উত্তরসূরি রিয়াজের মৃত্যু হয় ২০২০ র ৬ই মে পুলওয়ামায় ।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সৈয়দ সালাউদ্দিন" 
  2. Jaffrelot, Christophe (২০০২-০৫-১৭)। Pakistan: Nationalism Without A Nation। Zed Books। পৃষ্ঠা 180। আইএসবিএন 9781842771174 
  3. "Burhan Wani"