তাঁবেদার রাষ্ট্র

বৃহত্তর রাষ্ট্রের উপর গভীরভাবে নির্ভরশীল ক্ষুদ্র রাষ্ট্র
(স্যাটেলাইট রাষ্ট্র থেকে পুনর্নির্দেশিত)

তাঁবেদার রাষ্ট্র (ইংরেজি: Satelite State; স্যাটেলাইট স্টেট) বলতে এমন সব রাষ্ট্রকে বোঝানো হয়, যেগুলি কাগজে-কলমে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করলেও বাস্তবে কোনো শক্তিশালী দেশের প্রভাব বলয়ে থাকার কারণে স্বকীয়তা হারিয়ে ফেলে।[১] শক্তিশালী দেশটি এক্ষেত্রে তার তাঁবেদার রাষ্ট্রের প্রতিরক্ষা খাত, অর্থনীতি ও রাজনীতিসহ সর্বক্ষেত্র নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং নিজের সিদ্ধান্তগুলি চাপিয়ে দেয়। এই কাজ করার জন্য শক্তিশালী রাষ্ট্রগুলির পক্ষ থেকে তাঁবেদার রাষ্ট্রে পুতুল সরকার বসানোর বিষয়টি নিশ্চিত করতে হয়। কিছু প্রেক্ষাপটে এটি স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রভাবের অন্যান্য দেশগুলিকেও নির্দেশ করে, যেমন: উত্তর কোরিয়া (বিশেষত ১৯৫০-১৯৫৩ সালের কোরীয়ান যুদ্ধের আশেপাশের বছরগুলিতে) ও কিউবা (বিশেষত ১৯৭২ সালে কমকনে যোগদানের পর) এবং আমেরিকার প্রভাবের ক্ষেত্রে কিছু দেশে, যেমন: দক্ষিণ ভিয়েতনাম (বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের সময়)।

প্রাক্তন সোভিয়েত তাঁবেদার রাষ্ট্র সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Betts, R. R. (জানুয়ারি ১৯৪৫)। "The European Satellite States: Their War Contribution and Present Position"International Affairs21 (1): 15–29। জেস্টোর 3018989