সৈয়দপুর রেলওয়ে কারখানা
সৈয়দপুর রেলওয়ে কারখানা হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে কারখানা, যেটি ১৮৭০ সালে রংপুর জেলার দারোয়ানী থানার সৈয়দপুরে বর্তমান নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত।[১] এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত হয়। এটি বাংলাদেশের দুটি রেলওয়ে কারখানার মধ্যে একটি (আরেকটি হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানা), যেখানে রেলওয়ে কোচ ও ওয়াগনসমূহের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করা হয়। সাথে সাথে এটি দেশটির সবচেয়ে বড় রেলওয়ে কারখানা।[২]
ধরন | সরকারী |
---|---|
শিল্প | রেল |
প্রতিষ্ঠাকাল | ১৮৭০ |
সদরদপ্তর | সৈয়দপুর, , |
পরিষেবাসমূহ | রক্ষণাবেক্ষণ, মেরামত ও কার্যক্রম |
মালিক | বাংলাদেশ রেলওয়ে |
বিস্তারিত
সম্পাদনা১৮৭০ সালে রংপুরের তাজহাট জমিদার এর দান করা জমির উপর একটি মিটার-গেজ বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মিটার-গেজ ও ব্রড-গেজ কোচ ও ওয়াগন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ইত্যাদি স্থাপন করে ১৯৫৩ সালে ৮০০ একর জমির উপর কারখানাটিকে সম্পূর্ণ সজ্জিত করা হয়। এতে ২৫টি শপ রয়েছে যেখানে মেরামতের কাজ করা হয় এবং ক্যারিজ ও ওয়াগনের জন্য প্রায় ১,২০০টি স্পেয়ার পার্টস ও টুলস তৈরি করা হয়।[৩][৪]
মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি কারখানাটিতে কোচ ও ওয়াগন উৎপাদনও করা হতো। কিন্তু ১৯৯৩ সালে তৎকালীণ সরকার রেল সংকোচন নীতির আওতায় এই উদ্যোগ বন্ধ করে দেয়।[৪][৫] বর্তমানে কারখানাটিতে জনবলের সংকট রয়েছে। ২০২০ সাল অব্দি ২,৮২৫টি অনুমোদিত জনশক্তির বিপরীতে রয়েছে মাত্র ৯১৮ জন স্টাফ (অফিসার সহ), অর্থাৎ প্রায় ৬৮% জনবল ঘাটতি রয়েছে।[৩][৬]
২০১৬ সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কারখানাটির উত্তর পাশে দার্জিলিং গেটসংলগ্ন এলাকায় ২০ একর জমির উপর কোচ ও ওয়াগন উৎপাদনের জন্য একটি নতুন ক্যারিজ শপ যুক্ত করার পরিকল্পনা করা হয়।[৪][৫] কারখানাটির আধুনিকায়ন ও নতুন জনবল নিযুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়।[৭]
সৈয়দপুর রেলওয়ে কারখানা জাদুঘর
সম্পাদনা২০২০ সালের ২৯ আগস্ট সৈয়দপুর রেলওয়ে কারখানায় জাদুঘর উদ্বোধন করা হয়। এই জাদুঘরে ইংরেজ আমলে ব্যবহৃত প্রেসিডেন্ট সেলুন কোচসহ বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে।[৮]
সংরক্ষিত লোকোমোটিভ
সম্পাদনাএই কারখানায় তিনটি লোকোমোটিভ সংরক্ষিত রয়েছে। প্রথমটি হচ্ছে একটি ন্যারো-গেজ (৭৬২ মি.মি.) বাষ্পচালিত লোকোমোটিভ সিএস ১৫, যা ১৯৩৬ সালে ইংল্যান্ডের ডব্লিউ. জি. বাগনাল তৈরি করে। এটি ১৮ ফুট ৮ ইঞ্চি লম্বা ও ৭ ফুট ৬ ইঞ্চি চওড়া। এটি ১৯৩৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত খুলনা-বাগেরহাট রেলপথে সেবা দিয়েছে।[২][৯]
দ্বিতীয়টি হচ্ছে একটি ব্রড-গেজ (১৬৭৬ মি.মি.) বাষ্পচালিত লোকোমোটিভ এসজিসি-জেড ২৪০, যা ১৯২১ সালে যৌথভাবে ভলকান ফাউন্ড্রি ও কের, স্টুয়ার্ট অ্যান্ড কোম্পানি (উভয়ই ইংরেজ প্রতিষ্ঠান) তৈরি করে। এটি ৫৩ ফুট ১০ ইঞ্চি লম্বা। এটি ১৯২১ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত পাকশী রেলওয়ে বিভাগে কাজ করেছে।[২][৯]
তৃতীয়টি হচ্ছে একটি মিটার-গেজ (১০০০ মি.মি.) ডিজেল হাইড্রোলিক লোকোমোটিভ এমএইচজেড-৮ (৩৩৩২) যা ১৯৮২ সালে হাঙ্গেরির গ্যাঞ্জ-ম্যাভেজ তৈরি করে। এটি ৩৮ ফুট লম্বা। এটি ১৯৮৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত চলেছে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "SAIDPUR RAILWAY WORKSHOP" [সৈয়দপুর রেলওয়ে কারখানা]। Nilphamari.info (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ "On the track of history: Century-old locomotives in Saidpur" [ইতিহাসের পথে: সৈয়দপুরে শত বছরের পুরানো লোকোমোটিভ]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-০৩। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
- ↑ ক খ "Repair-shop in need of repair" [মেরামত-কারখানা মেরামতের প্রয়োজনে]। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
- ↑ ক খ গ "BD to manufacture rail coaches, wagons" [বাংলাদেশ রেল কোচ, ওয়াগন উৎপাদন করবে]। দ্য বাংলাদেশ পোস্ট (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-০৭। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৩।
- ↑ ক খ "সৈয়দপুরে রেলের আরেকটি কোচ তৈরির কারখানা হচ্ছে"। প্রথম আলো। ২০১৯-০৬-২৭। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৫।
- ↑ "Manpower shortage haunts Saidpur railway workshop" [সৈয়দপুর রেলওয়ে কারখানায় লোকবলের ঘাটতি]। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-১৯। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
- ↑ "Saidpur Rly Workshop to be modernised : Minister" [সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে : মন্ত্রী]। দ্য নিউ ন্যাশন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-১৬। ২০২০-১১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৩।
- ↑ "সৈয়দপুর রেলওয়ে কারখানা জাদুঘর উদ্বোধন"। সময় টিভি। ২০২০-০৮-১৯। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৫।
- ↑ ক খ "Preserved Steam Locomotives in Bangladesh"। Internationalsteam.co.uk। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২৮।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে Category:Saidpur Railway Workshop সম্পর্কিত মিডিয়া দেখুন।