সুলতানপুর ইউনিয়ন, দেবিদ্বার

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন

সুলতানপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন

সুলতানপুর
ইউনিয়ন
১৪নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ
সুলতানপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সুলতানপুর
সুলতানপুর
সুলতানপুর বাংলাদেশ-এ অবস্থিত
সুলতানপুর
সুলতানপুর
বাংলাদেশে সুলতানপুর ইউনিয়ন, দেবিদ্বারের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩০′৪৩″ উত্তর ৯০°৫৯′২৭″ পূর্ব / ২৩.৫১১৯৪° উত্তর ৯০.৯৯০৮৩° পূর্ব / 23.51194; 90.99083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাদেবিদ্বার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমো: হুমায়ূন কবির
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

১০.৩৬ বর্গ কিলোমিটার

জনসংখ্যা সম্পাদনা

২৯,৫৫০ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)।

ইতিহাস সম্পাদনা

সুলতানপুর ইউনিয়ন পূর্বে ১৪নং ধামতী দক্ষিণ ইউনিয়ন নামে পরিচিত ছিল।

অবস্থান ও সীমানা সম্পাদনা

দেবিদ্বার উপজেলার দক্ষিণাংশে সুলতানপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ভানী ইউনিয়ন, উত্তরে ধামতী ইউনিয়ন, পূর্বে মোহনপুর ইউনিয়নবরকামতা ইউনিয়ন এবং দক্ষিণে চান্দিনা পৌরসভাচান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

সুলতানপুর ইউনিয়ন দেবিদ্বার উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দেবিদ্বার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫২নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

(০১) সরকারি প্রাথমিক বিদ্যালয়- ০৭ টি ।

               (০২) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫ টি ।
               (০৩) উচ্চ বিদ্যালয় - ০৫ টি ।
               (০৪) মাদ্রাসা - ০২ টি ।
               (০৫) এতিম খানা - ০৪ টি ।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

পাকা রাস্তা - ১২ কিলোমিটার ।

খাল ও নদী সম্পাদনা

হাট-বাজার সম্পাদনা

তুলাগাঁওবাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

নুরমানির চর জামে মসজিদ, ব্রিটিশ আমলের তৈরী।

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান:অধ্যক্ষ মো: হুমায়ূন কবির।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা