বরকামতা ইউনিয়ন

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন

বরকামতা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন। আয়তন ১৩.১৫ বর্গ কিমি।[]

বরকামতা
ইউনিয়ন
১৫নং বরকামতা ইউনিয়ন পরিষদ
বরকামতা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বরকামতা
বরকামতা
বরকামতা বাংলাদেশ-এ অবস্থিত
বরকামতা
বরকামতা
বাংলাদেশে বরকামতা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩০′৩৯″ উত্তর ৯১°০′২৫″ পূর্ব / ২৩.৫১০৮৩° উত্তর ৯১.০০৬৯৪° পূর্ব / 23.51083; 91.00694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাদেবিদ্বার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটbarkamtaup.comilla.gov.bd
মানচিত্র
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

সমতট রাজ্যের রাজধানী খ্যাত ‘বরকামতা’। নানা কারনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ‘বরকামতা’কেই সমতট রাজ্যের রাজধানী বলে ধারনা করা হচ্ছে। যদিও কুমিল্লায় ‘বরকামতা’ নামে আরো গ্রামের অস্তিত্ব থাকায়, দেবীদ্বারের ‘বরকামতা’ই যে সমতটের রাজধানী এ বিষয়ে ইতিহাস বিদগণের তথ্য-উপাত্ত্য থেকে পরিস্কার ধারনা না পাওয়া গেলেও , ইতিহাসে বর্ণিত তথ্যানুযায়ী প্রবল পরাক্রান্ত চন্দ্র বংশীয় রাজাদের রাজধানী ছিল রোহিতগিরিতে।পরবর্তীতে পালাক্রমে তাদের বংশিয়দের রাজত্বের বিস্তৃতি ছিল কুমিল্লার নিকটবর্তী ক্ষিরোদ নদীর তীরে পূর্বোক্ত দেবপর্বত নামক স্থানে। ক্ষিরোদ নদীটির অবস্থান যেহেতু দেবিদ্বার উপজেলার বরকামতা’র পাশ ঘেঁসে গোমতী নদীর সাথে সংযুক্ত ছিল (বর্তমান চান্দিনা বাস স্টেশনের পার্শ্বে বাগুর গ্রামের বিলুপ্তপ্রায় খাল আকৃতিটিই ছিল প্রাচীন আমলের ক্ষিরোদ নদী)।সে কারনে ধারনা করা হচ্ছে সমতট রাজ্যের রাজধানী বর্তমান দেবিদ্বার উপজেলার বরকামতা’ই ছিল। হিন্দু অধ্যুষিত ঐতিহ্যমন্ডিত কুমিল্লার দেবিদ্বার উপজেলার ‘বরকামতা’ গ্রাম। নানা দিক থেকে দেবিদ্বার’র এ গ্রামটি ইতিহাস ঐতিহ্যের শীর্ষস্থানে রয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক’র পাশে দেবিদ্বার এবং চান্দিনা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বরকামতা কুমিল্লা শহর থেকে পশ্চিম দিকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত। তবে এ গ্রামের নামকরণ নিয়েও ভিন্নমত রয়েছে। উল্লেখ্য যে, বরকামতা গ্রামের নামেই এই ইউনিয়নের নামাকরণ করা হয়।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

দেবিদ্বার উপজেলার দক্ষিণ-পূর্বাংশে বরকামতা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে সুলতানপুর ইউনিয়ন, উত্তরে মোহনপুর ইউনিয়ন, পূর্বে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এবং দক্ষিণে চান্দিনা পৌরসভা অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

বরকামতা ইউনিয়ন দেবিদ্বার উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দেবিদ্বার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫২নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ এর অংশ।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এক নজরে বরকামতা ইউনিয়ন"barkamtaup.comilla.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা