চান্দিনা পৌরসভা
চান্দিনা পৌরসভা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি পৌরসভা।
চান্দিনা | |
---|---|
পৌরসভা | |
চান্দিনা পৌরসভা | |
বাংলাদেশে চান্দিনা পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৯′১৩″ উত্তর ৯০°৫৯′৫৮″ পূর্ব / ২৩.৪৮৬৯৪° উত্তর ৯০.৯৯৯৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | চান্দিনা উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৭ |
সরকার | |
• পৌর মেয়র | মোঃ শওকত হোসেন ভুইয়া (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৪.২০ বর্গকিমি (৫.৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪৬,৮২৩ |
• জনঘনত্ব | ৩,৩০০/বর্গকিমি (৮,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫১০ |
আয়তন
সম্পাদনাচান্দিনা পৌরসভার আয়তন ১৪.২০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চান্দিনা পৌরসভার জনসংখ্যা ৪৬,৮২৩ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাচান্দিনা উপজেলার পূর্বাংশে চান্দিনা পৌরসভার অবস্থান। এ পৌরসভার পশ্চিমে কেরণখাল ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে বাড়েরা ইউনিয়ন, দক্ষিণে এতবারপুর ইউনিয়ন ও বরকইট ইউনিয়ন, পূর্বে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এবং উত্তরে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ও সুলতানপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাচান্দিনা পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৫নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ এর অংশ। এটি একটি গ শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক চান্দিনা পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
---|---|
১নং ওয়ার্ড | কচুয়ার পাড়, মহারং, উত্তর বেলাশ্বর (আংশিক) |
২নং ওয়ার্ড | উত্তর হারং (আংশিক) |
৩নং ওয়ার্ড | দক্ষিণ হারং (আংশিক) |
৪নং ওয়ার্ড | দক্ষিণ বেলাশ্বর (আংশিক), পূর্ব হরিকলা |
৫নং ওয়ার্ড | চান্দিনা, গণক খোলা |
৬নং ওয়ার্ড | রারির চর, উত্তর বড় গোবিন্দপুর |
৭নং ওয়ার্ড | দক্ষিণ ছায়কোট (আংশিক) |
৮নং ওয়ার্ড | বিশ্বাস, চান্দিয়ারা, বড় গোবিন্দপুর |
৯নং ওয়ার্ড | কোরবানপুর, তুলাতলী, উদালিয়ার পাড় |
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা১৯৯৭ সালে চান্দিনা পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চান্দিনা পৌরসভার স্বাক্ষরতার হার ৫৯.৩%।[১] এ পৌরসভায় ২টি কলেজ, ৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ[২]
মাধ্যমিক বিদ্যালয়[৩]
- চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
- অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল
- চান্দিনা ড. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
- বড় গোবিন্দপুর আলী মিয়া ভুঁইয়া উচ্চ বিদ্যালয়
- হারং উচ্চ বিদ্যালয়
- মাতৃভূমি মডেল স্কুল ও কলেজ
প্রাথমিক বিদ্যালয়[৪]
- মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বেলাশ্বহর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর হারং প্রাথমিক বিদ্যালয়
- হারং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ হারং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রারির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাপৌরসভার সাথে চান্দিনার প্রধান সড়ক সমূহের সংযোগ রয়েছে। তাই হারং, মহারং, চান্দিয়ারা, বিশ্বাস, ছায়কোট সহ পুরো চান্দিনা হতে বাস, রিক্সা, অটো রিক্সা, সিএনজি, মোটরসাইকেলসহ যেকোনভাবে যোগাযোগ করা যায় সহজেই।
অর্থনীতি
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান পরিষদ[৫]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মোঃ শওকত হোসেন ভুইয়া[৬] | মেয়র | |
আক্তার আহমেদ নাদিম | কাউন্সিলর | ০১নং ওয়ার্ড |
মোঃ আবু কাউছার | কাউন্সিলর | ০২নং ওয়ার্ড |
মোঃ নাজমুল হাসান | কাউন্সিলর | ০৩নং ওয়ার্ড |
মোঃ কামাল হোসেন | কাউন্সিলর | ০৪নং ওয়ার্ড |
কাজী তোফায়েল আহমেদ | কাউন্সিলর | ০৫নং ওয়ার্ড |
নজরুল | কাউন্সিলর | ০৬নং ওয়ার্ড |
মোঃ আব্দুস ছালাম | কাউন্সিলর | ০৭নং ওয়ার্ড |
মোঃ আব্দুর রব | কাউন্সিলর | ০৮নং ওয়ার্ড |
মোঃ দুলাল মিয়া | কাউন্সিলর | ০৯নং ওয়ার্ড |
মোসাঃ মোর্শেদা বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
মোসাঃ আমেনা বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
শাহনাজ পারভীন | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "কমিউনিটি সিরিজ (কুমিল্লা), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "কলেজ, চান্দিনা পৌরসভা"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, চান্দিনা পৌরসভা"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়, চান্দিনা পৌরসভা"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "বর্তমান পরিষদ, চান্দিনা পৌরসভা" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "মেয়র, চান্দিনা পৌরসভা"। chandina.comilla.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |