সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড
সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড (অথবা, সংক্ষেপেঃ এসজিসিএল) বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস বিতরণ নিয়ন্ত্রক সংস্থা হিসাবে কর্মকাণ্ড পরিচালনার জন্যে গঠিত প্রতিষ্ঠান।[১] পেট্রোবাংলার অধীনে ২০০৯ সালের নভেম্বর হতে চালু হওয়া এই প্রতিষ্ঠানটি বর্তমানে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর জেলায় গ্যাস সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে।[২]
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
সংক্ষেপে | এসজিসিএল |
---|---|
গঠিত | ২৩ নভেম্বর, ২০০৯ |
ধরন | সরকারি |
আইনি অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
যে অঞ্চলে কাজ করে | খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর জেলা |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
ব্যবস্থাপনা পরিচালক | তোফায়েল আহমেদ |
প্রধান অঙ্গ | বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় |
প্রধান প্রতিষ্ঠান | পেট্রোবাংলা |
ওয়েবসাইট | এসজিসিএল |
ইতিহাস সম্পাদনা
গ্যাসের সরবরাহ না থাকায় প্রত্যাশা অনুযায়ী খুলনা বিকশিত হতে পারেনি। এই সমস্যা সমাধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিভিন্ন শ্রেণির গ্রাহককে গ্যাস সরবরাহের লক্ষ্যে সুন্দরবন গ্যাস কোম্পানি অনুমোদন করেন। ২৩ নভেম্বর, ২০০৯ সালে নিবন্ধিত হয় সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল)। এবং পরবর্তীতে পেট্রোবাংলার অধীনে একটি সরকারি মালিকানাধীন স্বতন্ত্র কোম্পানি হিসেবে আত্নপ্রকাশ করে।[২] খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলা এ কোম্পানির অধিভুক্ত এলাকা।
কার্যক্রম সম্পাদনা
এসজিসিএল-এর অধিভূক্ত এলাকা হলো খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর জেলা।[৩]
গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ (নভেম্বর,২০২১ পর্যন্ত):[৪]
ক্রমিক নং | নির্মিত পাইপলাইনের ধরণ | দৈর্ঘ্য (কিলোমিটার) |
---|---|---|
০১ | ট্রান্সমিশন পাইপলাইন | ৩৩.৮৪২ |
০২ | বিতরণ পাইপলাইন | ৬৬.৪৪৯ |
০৩ | ফিডার মেইন ও সার্ভিস পাইপলাইন | ৩৭.৭৭৪ |
০৪ | অন্যান্য (গ্রাহক ব্যয়ে নির্মিত) | ৩.৯৪১ |
সর্বমোট | ১৪১.৫৫৬ |
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "ইতিহাস, সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড"। sgcl.org.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২।
- ↑ ক খ এম লুৎফর রহমান চৌধুরী এবং মুশফিকুর রহমান (জানুয়ারি ২০০৩)। "পেট্রোবাংলা"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২২।
- ↑ "অধিভূক্ত এলাকা, সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড"। sgcl.org.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২।
- ↑ "পাইপলাইন নির্মাণ, সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড"। sgcl.org.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২।