সুধীর চন্দ্র দাস

ভারতীয় রাজনীতিবিদ

সুধীর চন্দ্র দাস (জন্ম ১৫ নভেম্বর ১৯০৭, মৃত্যু তারিখ অজানা) একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন।[১] ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়, তিনি লবণ, নো-ট্যাক্স এবং ভারত ছাড় আন্দোলনে অংশ নিয়েছিলেন।[২][৩] তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় কন্টাই উত্তর এবং পরে কন্টাই দক্ষিণের প্রতিনিধিত্ব করেন। তিনি ১৯৬৯ সালে পশুপালন ও ভেটেরিনারি পরিষেবার মন্ত্রী হন।

১৯৫২ সালের নির্বাচন সম্পাদনা

দাস ১৯৫০ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করেন এবং কিষাণ মজদুর প্রজা পার্টিতে যোগ দেন।[১] দাস স্বাধীন ভারতের প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেটি ১৯৫২ সালে অনুষ্ঠিত হয়েছিল, একজন কেএমপিপি প্রার্থী হিসাবে কন্টাই উত্তর আসনে জয়লাভ করেছিলেন।[৪] তিনি ১১,৮৩০ ভোট (৩৫.৩২%), ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতীয় জন সংঘ এবং সমাজতান্ত্রিক পার্টির প্রার্থীদের পরাজিত করেন।[৪]

পিএসপি নেতা সম্পাদনা

পরে তিনি প্রজা সমাজতান্ত্রিক দলের একজন প্রধান নেতা হন।[১] দাস ১৯৫৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কন্টাই দক্ষিণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ১৮,১৪৫ ভোট (৪৫.৩৯%) পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন।[৫]

দাস ১৯৬২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২২,৫৬৫ ভোট (৫১.০৬%) পেয়ে কন্টাই দক্ষিণ আসনে জয়ী হন।[৬] তিনি ১৯৬৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৬,০৮৯ ভোট (৫১.০৪%) পেয়ে আসনটি ধরে রেখেছিলেন।[৭] তিনি আবার ১৯৬৯ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কন্টাই দক্ষিণ আসনে জয়ী হন, ২৯.৭৭৬ ভোট (৫৭.০৭%) পেয়েছিলেন।[৮] ১৯৫৭-১৯৬৯ সালের সমস্ত নির্বাচনে, কন্টাই সাউথের প্রতিদ্বন্দ্বিতাগুলি মূলত পিএসপি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা ছিল (এই অর্থে যে অন্য কোনও প্রার্থী ৫% এর বেশি ভোট পাননি)।[৫][৬][৭][৮]

মন্ত্রী সম্পাদনা

৯ মে ১৯৬৯-এ দাস প্রজা সমাজতান্ত্রিক দলের একটি ভিন্নমতাবলম্বী অংশের নেতৃত্বে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারে পশুপালন ও পশুচিকিৎসা মন্ত্রী হিসাবে শপথ নেন।[৯][১০]

দাস ১৯৭১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কন্টাই দক্ষিণ আসনটি ধরে রেখেছিলেন, আবার পিএসপির টিকিটে দাঁড়িয়েছিলেন কিন্তু এখন শুধু ভারতীয় জাতীয় কংগ্রেস নয়, সিপিআই(এম) (প্রাক্তন যুক্তফ্রন্ট অংশীদার) এবং কংগ্রেস (ও) থেকেও বিরোধিতার মুখোমুখি হয়েছেন। )[১১] তিনি ১৮,১৬৫ (৩৮.৬৬%) পেয়েছেন।[১১] অজয় মুখার্জি (বাংলা কংগ্রেস -আইএনসি- ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ -বিদ্রোহী সম্মিলিত সমাজতান্ত্রিক দল এবং দাসের বিদ্রোহী পিএসপি- ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কনসোলিডেশন) দ্বারা গঠিত মন্ত্রিসভায় দাসকে পশুপালন ও পশুচিকিৎসা পরিষেবা (প্রাণিবিদ্যালয় সহ) মন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছিল।[১২]

পরবর্তী বছরগুলি সম্পাদনা

দাস ১৯৭২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কন্টাই দক্ষিণ আসনটি ধরে রেখেছিলেন, একটি স্বতন্ত্র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।[১৩] তিনি কংগ্রেস (ও) এবং সিপিআই(এম) এর প্রার্থীদের পরাজিত করে ২০,০০১ ভোট (৪৩.৯০%) পেয়েছেন।[১৩] ১১ জুন ১৯৭২-এ দাস এবং অরুণ মিত্রের নেতৃত্বে বিদ্রোহী পিএসপি " ইন্দিরা গান্ধীর দেখানো সমাজতান্ত্রিক পথ অনুসরণ করতে" ভারতীয় জাতীয় কংগ্রেসে একীভূত হয়।[১৪] দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট সদস্য হন।[২]

দাস ১৯৭৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কন্টাই দক্ষিণ আসন থেকে জনতা পার্টির সত্য ব্রত মাইতির কাছে পরাজিত হন।[১৫] তিনি একটি স্বতন্ত্র টিকিটে দৌড়েছেন, ৪,৫৫৬ ভোট (১০.২৬%) নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।[১৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Times of India (Firm) (১৯৬৯)। The Times of India Directory and Year Book Including Who's whoBennett, Coleman & Company। পৃষ্ঠা 880। 
  2. Jadavpur Journal of International Relations। Department of International Relations, Jadavpur University। ২০০০। পৃষ্ঠা 19। 
  3. Niranjan Ghosh (১৯৮৮)। Role of Women in the Freedom Movement in Bengal, 1919–1947: Midnapore, Bankura, and Purulia District। Tamralipta Prakashani। পৃষ্ঠা 250। আইএসবিএন 9780836424287 
  4. "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬ 
  5. "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬ 
  6. "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬ 
  7. "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬ 
  8. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬ 
  9. Communist Party of India (Marxist). West Bengal State Committee। Election results of West Bengal: statistics & analysis, 1952–1991। The Committee। পৃষ্ঠা 379। আইএসবিএন 9788176260282 
  10. Indian Recorder and Digest। ১৯৬৯। পৃষ্ঠা 28। 
  11. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬ 
  12. Socialist India। Indian National Congress. All India Congress Committee.। ১৯৭১। পৃষ্ঠা 601। 
  13. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬ 
  14. S. N. Sadasivan (১৯৭৭)। Party and democracy in India। Tata McGraw-Hill। পৃষ্ঠা 167। আইএসবিএন 9780070965911 
  15. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬