অজয় মুখোপাধ্যায়

ভারতীয় রাজনীতিবিদ

অজয় কুমার মুখোপাধ্যায় (১৫ এপ্রিল ১৯০১ — ২৭ মে ১৯৮৬) ছিলেন ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের চতুর্থ মুখ্যমন্ত্রী।

অজয় কুমার মুখোপাধ্যায়
৪র্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
কাজের মেয়াদ
১ মার্চ ১৯৬৭ – ২১ নভেম্বর ১৯৬৭
পূর্বসূরীপ্রফুল্লচন্দ্র সেন
উত্তরসূরীপ্রফুল্লচন্দ্র ঘোষ
কাজের মেয়াদ
২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ – ১৯ মার্চ ১৯৭০
পূর্বসূরীরাষ্ট্রপতি শাসন
উত্তরসূরীরাষ্ট্রপতি শাসন
আইনসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৫১ – ১৯৭২
পূর্বসূরীনতুন আসন
উত্তরসূরীবিশ্বনাথ মুখোপাধ্যায়
সংসদীয় এলাকাতমলুক
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯০১-০৪-১৫)১৫ এপ্রিল ১৯০১
তমলুক, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু২৭ মে ১৯৮৬(১৯৮৬-০৫-২৭)
কলকাতা, পশ্চিম বাংলা, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
বাংলা কংগ্রেস
ধর্মহিন্দু

স্বাধীনতা আন্দোলন

সম্পাদনা

প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন অসহযোগ আন্দোলনে যোগদান করে পড়া ছেড়ে দেন অজয় মুখোপাধ্যায়। জীবনের দীর্ঘ সময় জেলে বা অন্তরীন অবস্থায় কাটে। ১৯৪২ এ তাঁর তৈরী বিদ্যুৎ বাহিনী তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনে ভূমিকা রেখেছিল। ব্রিটিশ সরকারকে যথেষ্ট বেগ পেতে হয় বিদ্যুৎ বাহিনী দমন করতে।

রাজনীতি

সম্পাদনা

১৯৬৩ সালে প্রথম বিধানসভা সদস্য ও সেচমন্ত্রী হন তিনি। মন্ত্রীত্ব ত্যাগ করে কংগ্রেস সংগঠন গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেছিলেন। ১৯৬৪ সালে প্রদেশ কংগ্রেস সভাপতি হন। জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও পরে কংগ্রেস ত্যাগ করে বাংলা কংগ্রেস গঠন করেন নলিনাক্ষ সান্যাল এর সঙ্গে এবং সিপিআই(এম)-এর সহযোগিতায় দুইবার যুক্তফ্রন্ট সরকার পরিচালনা করেন। ১৫ মার্চ ১৯৬৭ থেকে ২ নভেম্বর ১৯৬৭ ও ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ থেকে ১৯ মার্চ ১৯৭০ পর্যন্ত তিনি যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন। ১৯৭৭ সালে তাঁকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করা হয়।

মৃত্যু

সম্পাদনা

শেষ জীবনে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। অকৃতদার ছিলেন। সর্বজনশ্রদ্ধেয় এবং সৎ রাজনীতিবিদ হিসেবে বাংলার রাজনীতিতে আজো উদাহরণস্বরূপ হয়ে আছেন। লোকচক্ষুর অন্তরালে এবং নিতান্তই অবহেলায় মারা যান প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়। ২৭ মে, ১৯৮৬ খ্রিষ্টাব্দে।

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
প্রফুল্লচন্দ্র সেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
১৫ মার্চ, ১৯৬৭ — ২ নভেম্বর, ১৯৬৭
উত্তরসূরী
প্রফুল্লচন্দ্র ঘোষ
পূর্বসূরী
রাষ্ট্রপতি শাসন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ — ১৯ মার্চ, ১৯৭০
উত্তরসূরী
রাষ্ট্রপতি শাসন


বহিঃসংযোগ

সম্পাদনা