পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৫২

১৯৫২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উক্ত বছরে ভারতের আয়োজিত রাজ্য বিধানসভা নির্বাচনগুলির মধ্যে অন্যতম। এটি পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৫২

← ১৯৪৬ ৩১ মার্চ, ১৯৫২ ১৯৫৭ →

পশ্চিমবঙ্গ বিধানসভার তৎকালীন সকল ১৮৭টি কেন্দ্রের ২৩৮টি আসনে
  প্রথম দল দ্বিতীয় দল
 
নেতা/নেত্রী বিধানচন্দ্র রায় জ্যোতি বসু
দল কংগ্রেস সিপিআই
নেতার আসন বউবাজার বরানগর
আসন লাভ ১৫০ ২৮
আসন পরিবর্তন প্রাপ্ত নয় প্রাপ্ত নয়
শতকরা ৩৮.৮২% ১০.৭৬%
সুইং প্রাপ্ত নয় প্রাপ্ত নয়

নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী

বিধানচন্দ্র রায়
কংগ্রেস

নির্বাচিত মুখ্যমন্ত্রী

বিধানচন্দ্র রায়
কংগ্রেস

পশ্চিমবঙ্গ, ভারত

এই নির্বাচনে বামপন্থী রাজনীতিতে দু'টি জোটের উত্থান ঘটেছিল। এগুলি হল: ইউনাইটেড সোশ্যালিস্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (ভারতের কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টি,[]ফরওয়ার্ড ব্লক (মার্ক্সবাদী গোষ্ঠী)-এর জোট) এবং পিপল'স ইউনাইটেড সোশ্যালিস্ট ফ্রন্ট (সোশ্যালিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক (রুইকার)ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টির জোট)।[]

জোটভিত্তিক ফলাফল

সম্পাদনা

ভারতীয় জাতীয় কংগ্রেস বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করে। কমিউনিস্টরা বৃহত্তম বিরোধী দলের মর্যাদা পায়।

ইউএসওআই আসন পিইউএসএফ আসন কংগ্রেস+ আসন অন্যান্য আসন অন্যান্য আসন
সিপিআই ২৮ এসপিআই কংগ্রেস ১৫০ জনসংঘ নির্দল ১৯
এসআরপি ফব(আর) হিন্দু মহাসভা কেএমপিপি ১৫
ফব ১১ আরসিপিআই রামরাজ্য
সর্বমোট (১৯৫২) ৩৯ সর্বমোট (১৯৫২) সর্বমোট (১৯৫২) ১৫০ সর্বমোট (১৯৫২) ১৩ সর্বমোট (১৯৫২) ৩৪

দলভিত্তিক ফলাফল

সম্পাদনা

১৯৫২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দলভিত্তিক ফলাফল:[]

দল প্রার্থীর সংখ্যা নির্বাচিত প্রার্থীর সংখ্যা প্রাপ্ত ভোটের সংখ্যা %
ভারতীয় জাতীয় কংগ্রেস ২৩৬ ১৫০ ২৮৮৯৯৯৪ ৩৮.৮২%
ভারতের কমিউনিস্ট পার্টি ৮৬ ২৮ ৮০০৯৫১ ১০.৭৬%
কিসান মজদুর প্রজা পার্টি ১২৯ ১৫ ৬৬৭৪৪৬ ৮.৯৭%
ভারতীয় জনসংঘ ৮৫ ৪১৫৪৫৮ ৫.৫৮%
ফরওয়ার্ড ব্লক (মার্ক্সবাদী গোষ্ঠী) ৪৮ ১১ ৩৯৩৫৯১ ৫.২৯%
সোশ্যালিস্ট পার্টি ৬৩ ২১৫৩৮২ ২.৮৯%
অখিল ভারতীয় হিন্দু মহাসভা ৩৩ ১৭৬৭৬২ ২.৩৭%
ফরওয়ার্ড ব্লক (রুইকার) ৩২ ১০৭৯০৫ ১.৪৫%
বিপ্লবী সমাজতন্ত্রী দল ১৬ ৬৩১৭৩ ০.৮৫%
ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি ১০ ৩২৮৯৫ ০.৪৪%
ভারতের বলশেভিক পার্টি ২০১১৭ ০.২৭%
অখিল ভারতীয় রামরাজ্য পরিষদ ১৪ ৭১০০ ০.১০%
নির্দল ৬১৪ ১৯ ১৬৫৩১৬৫ ২২.২১%
সর্বমোট: ১৩৭৪ ২৩৮ ৭৪৪৩৯০৩

রাজ্য পুনর্গঠন

সম্পাদনা

১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী বিহারের পূর্ণিয়া জেলার মহানন্দা নদীর পূর্বাংশ এবং দক্ষিণের মানভূম জেলার পুরুলিয়া মহকুমা (চার থানা বাদে) পশ্চিমবঙ্গে হস্তান্তরিত হয়।[] এর ফলে ১৯৫৭ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৮৭ (২৩৮টি আসন) থেকে বৃদ্ধি পেয়ে ১৯৫ (২৫২টি আসন) হয়।

পাদটীকা

সম্পাদনা
  1. Contested as independents. Rao (2003) estimates that they had 19 candidates, out of whom 4 were elected.
  2. M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front - Experience in Kerala and West Bengal. Hyderabad: Prajasakti Book House, 2003. p. 213.
  3. "List Of Political Parties" (পিডিএফ)। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১১ 
  4. "Reorganisation of States, 1955" (পিডিএফ)। The Economic Weekly। অক্টোবর ১৫, ১৯৫৫। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১৫