প্রজা সমাজতান্ত্রিক দল

প্রজা সমাজতান্ত্রিক দল ভারতের একটি রাজনৈতিক দল ছিল।[৩] জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব এবং বাসুন সিং (সিনহা) এর নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দলটি জে.বি কৃপালানির নেতৃত্বাধীন কৃষক মজদুর প্রজা পার্টির সাথে একত্রিত হলে এই দলটি প্রতিষ্ঠিত হয়।

প্রজা সমাজতান্ত্রিক দল
নেতা
প্রতিষ্ঠাসেপ্টেম্বর ১৯৫২; ৭১ বছর আগে (1952-09)
ভাঙ্গন১৯৭২
পরবর্তী সাম্যবাদী সমাজতান্ত্রিক দল/সমাজতান্ত্রিক দল[১]
সদর দপ্তর১৮, উইন্ডসর প্লেস, নয়া দিল্লি[২]
ভাবাদর্শসমাজতন্ত্র
রাজনৈতিক অবস্থানবামপন্থী রাজনীতি
আন্তর্জাতিক অধিভুক্তিএশীয় সমাজতান্ত্রিক সম্মেলন

এটি ১৯৫৪ সালের মার্চ থেকে ১৯৫৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ট্রাভাঙ্কোর-কোচিন রাজ্যের মুখ্যমন্ত্রী পাটম এ থানু পিল্লাইয়ের মাধ্যমে মন্ত্রিসভার নেতৃত্ব দেয়। ১৯৫৫ সালে "সমাজতান্ত্রিক দল" নাম নিয়ে রামমনোহর লোহিয়ার নেতৃত্বে একটি অংশ দল থেকে ভাগ হয়ে যায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Verinder Grover (১৯৯৭)। Political Parties and Party System। Deep & Deep Publications। পৃষ্ঠা 228–231। আইএসবিএন 978-81-7100-878-0 
  2. Braunthal, Julius (ed). Yearbook of the International Socialist Labour Movement. Vol. II. London: Lincolns-Prager International Yearbook Pub. Co, 1960. p. 38
  3. Lewis P. Fickett Jr. (সেপ্টেম্বর ১৯৭৩)। "The Praja Socialist Party of India—1952–1972: A Final Assessment"Asian Survey13 (9): 826–832। জেস্টোর 2642762ডিওআই:10.1525/as.1973.13.9.01p03677