প্রজা সমাজতান্ত্রিক দল
প্রজা সমাজতান্ত্রিক দল ভারতের একটি রাজনৈতিক দল ছিল।[৩] জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব এবং বাসুন সিং (সিনহা) এর নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দলটি জে.বি কৃপালানির নেতৃত্বাধীন কৃষক মজদুর প্রজা পার্টির সাথে একত্রিত হলে এই দলটি প্রতিষ্ঠিত হয়।
প্রজা সমাজতান্ত্রিক দল | |
---|---|
নেতা | |
প্রতিষ্ঠা | সেপ্টেম্বর ১৯৫২ |
ভাঙ্গন | ১৯৭২ |
পরবর্তী | সাম্যবাদী সমাজতান্ত্রিক দল/সমাজতান্ত্রিক দল[১] |
সদর দপ্তর | ১৮, উইন্ডসর প্লেস, নয়া দিল্লি[২] |
ভাবাদর্শ | সমাজতন্ত্র |
রাজনৈতিক অবস্থান | বামপন্থী রাজনীতি |
আন্তর্জাতিক অধিভুক্তি | এশীয় সমাজতান্ত্রিক সম্মেলন |
এটি ১৯৫৪ সালের মার্চ থেকে ১৯৫৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ট্রাভাঙ্কোর-কোচিন রাজ্যের মুখ্যমন্ত্রী পাটম এ থানু পিল্লাইয়ের মাধ্যমে মন্ত্রিসভার নেতৃত্ব দেয়। ১৯৫৫ সালে "সমাজতান্ত্রিক দল" নাম নিয়ে রামমনোহর লোহিয়ার নেতৃত্বে একটি অংশ দল থেকে ভাগ হয়ে যায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Verinder Grover (১৯৯৭)। Political Parties and Party System। Deep & Deep Publications। পৃষ্ঠা 228–231। আইএসবিএন 978-81-7100-878-0।
- ↑ Braunthal, Julius (ed). Yearbook of the International Socialist Labour Movement. Vol. II. London: Lincolns-Prager International Yearbook Pub. Co, 1960. p. 38
- ↑ Lewis P. Fickett Jr. (সেপ্টেম্বর ১৯৭৩)। "The Praja Socialist Party of India—1952–1972: A Final Assessment"। Asian Survey। 13 (9): 826–832। জেস্টোর 2642762। ডিওআই:10.1525/as.1973.13.9.01p03677।