সুদীপ্তা দেওয়ান
সুদীপ্তা দেওয়ান (২০ জানুয়ারি ১৯৪৩ - ১৮ জুলাই ২০১৫)[১] হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ১ম জাতীয় সংসদের ৩১৫ (সংরক্ষিত নারী আসন-১৫) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।[২][৩] তিনি ছিলেন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে চট্টগ্রাম-বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম-১৫ মহিলা আসনের সর্বপ্রথম সংসদ সদস্য।[৪][৫]
মাননীয় সংসদ সদস্য সুদীপ্তা দেওয়ান | |
---|---|
![]() | |
পূর্বসূরী | শুরু (স্বাধীনতা লাভ) |
১ম জাতীয় সংসদ-এ ৩১৫ (সংরক্ষিত নারী আসন-১৫) আসন-এর আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ | |
সংখ্যাগরিষ্ঠ | বাংলাদেশ আওয়ামী লীগ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সুদীপ্তা বিশ্বাস ২০ জানুয়ারি ১৯৪৩ ![]() |
মৃত্যু | ১৮ জুলাই ২০১৫![]() | (বয়স ৭২)
নাগরিকত্ব | ![]() ![]() ![]() |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | এ. কে. দেওয়ান |
সন্তান | সঙ্গীতা দেওয়ান (মেয়ে) অপরাজিতা দেওয়ান (মেয়ে) নিবেদিতা দেওয়ান (মেয়ে) অমিত দেওয়ান (ছেলে) অদিত দেওয়ান (ছেলে) |
পেশা | রাজনীতি |
জীবিকা | সমাজসেবা |
যে জন্য পরিচিত | ৩১৫ (সংরক্ষিত নারী আসন-১৫) আসনের “১ম এমপি” |
ধর্ম | বৌদ্ধ |
জন্ম ও পারিবারিক পরিচিতি সম্পাদনা
সুদীপ্তা দেওয়ান ১৯৪৩ সালের ২০ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির চট্টগ্রামের রাউজানের সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[৬] তিনি ১৯৬৫ খ্রিষ্টাব্দে এইচএসসি পাশ করেন।[১] তার পিতার নাম প্রসন্ন কুমার বিশ্বাস এবং মাতা সাবিত্রী বিশ্বাস।[৬] ডাক্তার এ. কে. দেওয়ানের সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন; যিনি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার প্রথম চেয়ারম্যান।[৭] তাদের পাঁচ সন্তান হলেন সঙ্গীতা দেওয়ান, অপরাজিতা দেওয়ান, নিবেদিতা দেওয়ান, অমিত দেওয়ান ও অদিত দেওয়ান।[৪]
রাজনৈতিক জীবন সম্পাদনা
সুদীপ্তা দেওয়ান ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত ১ম জাতীয় সংসদ নির্বাচনের[৮][৯][১০] ধারাবাহিকতায় আওয়ামী লীগের মনোনয়নে নারীদের জন্য সংরক্ষিত ১৫টি আসনের অন্যতম তৎকালীন চট্টগ্রাম-বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম নিয়ে গঠিত ৩১৫ (সংরক্ষিত নারী আসন-১৫) আসন থেকে এমপি নির্বাচিত হন।[১][২][৭] তিনি রোটারী ক্লাব অব রাঙ্গামাটির প্রেসিডেন্ট ছিলেন।[১]
মুত্যু সম্পাদনা
সুদীপ্তা দেওয়ান ২০১৫ সালের ১৮ জুলাই ৭২ বছর বয়সে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।[৪][৭]
পুরস্কার, স্মারক ও সম্মাননা সম্পাদনা
২০০০ সালে “শ্রেষ্ঠ সমাজসেবী” হিসেবে বাংলাদেশ প্রেস ক্লাব ফেডারেশন এবং ২০০১ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক তিনি সম্মাননা প্রাপ্ত হন।[১]
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ গ ঘ ঙ "রাঙ্গামাটি জেলা - বিখ্যাত ব্যক্তিত্ব : সুদীপ্তা দেওয়ান"। www.rangamati.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।
- ↑ ক খ "১ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।
- ↑ "একনজরে নির্বাচনের ফলাফল"। দৈনিক যুগান্তর। ১৬ মার্চ ২০২০। ২০ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।
- ↑ ক খ গ "সুদীপ্তা দেওয়ান পরলোকে"। দৈনিক ইত্তেফাক (অনলাইন ভার্সন)। ২২ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।
- ↑ "সুদীপ্তা দেওয়ানের মৃত্যুতে স্পিকারের শোক"। বাসস (অনলাইন ভার্সন)। ২১ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "স্মৃতিতে একজন সুদীপ্তা দেওয়ান"। পাহাড় টুয়েন্টিফোর ডটকম অনলাইন। ২০ জুলাই ২০১৭। ২৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ "বঙ্গবন্ধুর সহকর্মী পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী সুদীপ্তা আর নেই"। দৈনিক ভোরের কাগজ (অনলাইন ভার্সন)। ২২ জুলাই ২০১৫। ২৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।
- ↑ "সংসদের সংক্ষিপ্ত ইতিহাস (১৯৩৭-২০০৯)" (পিডিএফ)। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।
- ↑ "বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাস"। ডয়েচ ভেল অনলাইন। ৩১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।
- ↑ "বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩-২০১৪"। সিএসবি নিউজ অনলাইন। ১৪ আগস্ট ২০১৬। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ সম্পাদনা
- স্মৃতিতে একজন সুদীপ্তা দেওয়ান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে - বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী সংসদ সদস্য “সুদীপ্তা দেওয়ান” সম্পর্কিত একটি স্মৃতিচারণমূলক রচনা।
- ১ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।