সিরাজদিখান উপজেলা

মুন্সীগঞ্জ জেলার একটি উপজেলা

সিরাজদিখান বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

সিরাজদিখান
উপজেলা
মানচিত্রে সিরাজদিখান উপজেলা
মানচিত্রে সিরাজদিখান উপজেলা
স্থানাঙ্ক: ২৩°৩৪′১৩″ উত্তর ৯০°২২′৫১″ পূর্ব / ২৩.৫৭০২৮° উত্তর ৯০.৩৮০৮৩° পূর্ব / 23.57028; 90.38083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামুন্সীগঞ্জ জেলা
উপজেলা পরিষদউপজেলা পরিষদ
সরকার
 • উপজেলা চেয়ারম্যানমোঃ মহিউদ্দিন আহমেদ (বাংলাদেশ আওয়ামী লীগ (সভাপতি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১৮০.১৯ বর্গকিমি (৬৯.৫৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট২,৪১,৮০৪
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৫৯ ৭৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

এই উপজেলার উত্তরে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা, দক্ষিণে লৌহজং উপজেলাশ্রীনগর উপজেলা, পূর্বে টংগিবাড়ী উপজেলানারায়ণগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে শ্রীনগর উপজেলাঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

সিরাজদিখান উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১৪ টি। []

চিত্রকোট, শেখর নগর, রাজানগর, কেয়াইন, বাসাইল, রশুনিয়া, লতব্দী, বালুচর, ইছাপুর, বয়রাগাদি, মালখানগর, মধ্যপাড়া, জৈনসার, কোলা

ইতিহাস

সম্পাদনা

মুন্সীগঞ্জ এবং শ্রীনগর এ দুটি থানা নিয়ে ১৮৪৫ খ্রি: মুন্সীগঞ্জ মহকুমা স্থাপিত হয়। তখন সিরাজদিখান এলাকাটি শ্রীনগর থানার আওতাভুক্ত ছিল। পূর্বে এই স্থানের নাম ছিল ইদ্রাকপুর। ১৮৫৭ সালের। ১৯১২ খ্রি: পর্যন্ত সিরাজদিখান বন্দরে কয়েকটি দোকানঘর ও বাজারঘর ব্যতীত বিশেষ কোনউন্নতিহয়নি। ১৮৭২ সালে সমগ্র ঢাকা জেলায় মোট থানার সংখ্যা ছিল মাত্র ১৯টি। ১৯২১ সালের জরিপে দেখা যায় ঢাকা জেলায় তখন মোট থানা ছিল ৩৫টি। এই ৩৫টি’ রমধ্ যেতখন সিরাজদিখান ছিল অন্যতম। ১৯১৪-১৫ সালের দিকে সিরাজদিখানথানা ও সিরাজদিখান সাবরেজিষ্টার অফিস স্থাপিত হয়। ১৯৮২ সালের ১৫ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের এক আদেশ বলে সিরাজদিখান উন্নিত থানায় রূপান্তর হয়। ইহার পর হতেই উপজেলা হিসাবে সিরাজদিখান স্বীকৃত।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা
  • মাইকেল ডি রোজারিও -আর্চবিশপ
  • বুদ্ধদেব বসু - কবি।
  • সাদেক হোসেন খোকা - রাজনীতিবিদ
  • ব্রজেন দাস, এশিয়ার প্রথম ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু।
  • ব্যারিস্টার হারুন অর রশিদ: অতিরিক্ত আইজিপি।
  • ডক্টর মিজানুর রহমান শেলী- সমাজবিজ্ঞানী,লেখক, সাবেক তথ্য মন্ত্রী।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সিরাজদিখান"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 
  2. "সিরাজদিখান উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা