লৌহজং উপজেলা
লৌহজং বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
লৌহজং | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে লৌহজং উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৭′৫২″ উত্তর ৯০°২০′৩০″ পূর্ব / ২৩.৪৬৪৪৪° উত্তর ৯০.৩৪১৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সীগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ১৩০.১২ বর্গকিমি (৫০.২৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৬৭,৭৪৩ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৫৯ ৪৪ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তনসম্পাদনা
লৌহজং এর অবস্থান ২৩.৪৬৬৭ ডিগ্রি উত্তর ৯০.৩৪১ ডিগ্রি পূর্ব। লৌহজং এর আয়তন ১৩০.১২ বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় ২৬,৫৭০টি পরিবারের বাস রয়েছে। উত্তরে শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলা, দক্ষিণে পদ্মা নদী, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা, পূর্বে টংগিবাড়ী উপজেলা, পশ্চিমে মাদারীপুর জেলার শিবচর উপজেলা।
প্রশাসনিক এলাকাসম্পাদনা
লৌহজং এর প্রশাসনিক এলাকা ১৩০.১২ বর্গ কিলোমিটার/ ৫০.২৪ বর্গ মাইল জুড়ে বিস্তৃত।[১]
লৌহজং উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১০টি।
মেদিনীমন্ডল, খিদিরপাড়া, বৌলতলী, কলমা, গাওদিয়া, বেজগাঁও, কনকসার, লৌহজং-তেউটিয়া, কুমারভোগ, হলদিয়া
ইতিহাসসম্পাদনা
নামকরণ:
লৌহজং এর দিঘলী বাজারে একসময় কলকাতা হতে নৌপথে লৌহসামগ্রী আমদানি হতো। এখানে লৌহজাত সামগ্রীর ব্যবসা এতই প্রসার লাভ করেছিল যে, এই অঞ্চল ‘লোহালক্কড় ব্যবসা জংশনে’ পরিণত হয়েছিল বলে জানা যায়। লৌহ ও জংশন শব্দ দু’টির সংযোগে লৌহজং শব্দটির উৎপত্তি বলে অধিকাংশের ধারণা।
উপজেলা সৃষ্টির তারিখ:
১৯৮২ সালে ১২ই ডিসেম্বর লৌহজংকে উন্নীত থানা হিসেবে ঘোষণা দেয়া হয় এবং ১৯৮৩ সালে উপজেলায় রূপান্তরিত হয়।
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
এ উপজেলার বর্তমান জনসংখ্যা ১,৬৭,৭৪৩+ জন। এর মধ্যে পুরুষঃ ৮২,৫০২+ জন এবং নারীঃ ৮৫,২৪১+ জন।
শিক্ষাসম্পাদনা
এ উপাজেলার বর্তমান শিক্ষার হার ৫৫%+
অর্থনীতিসম্পাদনা
লৌহজং উপজেলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। তবে অনেক মানুষ প্রবাসে থাকেন। আবার ব্যবসায় জড়িত মানুষও অনেক।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে লৌহজং"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |