সা রে গা মা পা

আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান
(সারেগামাপা থেকে পুনর্নির্দেশিত)

সা রে গা মা পা একটি ভারতীয় সঙ্গীত প্রতিযোগিতামূলক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান। এটি ১৯৯৫ সালে জি টিভিতে সা রে গা মা হিসাবে প্রচার শুরু করেছিল।[১] এটি ভারতের প্রবীণতম চলমান একটি সঙ্গীত আপাতবাস্তব অনুষ্ঠান।

সা রে গা মা পা
২৫ তম বার্ষিকীর প্রচ্ছদ
নির্মাতাজি টিভি
সৃজনশীল পরিচালকজি টিভি, নীরাজ শর্মা
উপস্থাপকসনু নিগম (১৯৯৫-২০০০)
আমান আলি খান এবং আয়ান আলি খান (২০০০-০১)
শান (২০০১-০৬)
আদিত্য নারায়ণ (২০০৭-০৯, ২০১৪-বর্তমান)
পুরাব কোহলি (২০১০)
মনীষ পল (২০১০)
জাভেদ আলি (২০১২-১৩)
উদ্বোধনী সঙ্গীত"সা রে গা মা পা" - সনু নিগম এবং সাধনা সরগম (১৯৯৫-২০০০)
"সা রে গা মা পা" - শান এবং সাধনা সরগম (২০০০-০৬)
"সা রে গা মা পা" - আদিত্য নারায়ণ এবং শ্রীরাম আইয়ার (২০০৭-০৯)
"সা রে গা মা পা" - জাভেদ আলি (২০১০-২০)
"তু গায়ে যা" - আরমান মালিক (২০২০-বর্তমান)
মূল দেশভারত
মৌসুমের সংখ্যা৩৯
নির্মাণ
ব্যাপ্তিকাল৯০ মিনিট (বিজ্ঞাপন সহ)
মুক্তি
মূল নেটওয়ার্কজি টিভি
জি৫
ছবির ফরম্যাট480i (এসডিটিভি)
মূল মুক্তির তারিখ১ মে ১৯৯৫ –
বর্তমান
বহিঃসংযোগ
ওয়েবসাইট

ধারাবাহিকের ইতিহাস সম্পাদনা

অনুষ্ঠানটির প্রথম পর্ব ১৯৯৫ সালের ১ মে প্রচারিত হয়েছিল এবং সোনু নিগম পর্বটিতে উপস্থাপনা করেছিলেন।[২] ২০০০ সালে অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছিলেন বাঙ্গাস ভ্রাতৃদ্বয়, সরোদ-বাদক আমজাদ আলি খানের ছেলে আমান আলি বাঙ্গাস এবং আইয়ান আলি বাঙ্গাস[৩] ২০০২ থেকে শান অনুষ্ঠানটি উপস্থাপনা শুরু করেছিলেন।[৪] ২০০৫ সাল অবধি অনুষ্ঠানটি এমন একটি নিয়ম অনুসরণ করত, যেখানে সঙ্গীতের ক্ষেত্রে বিশেষজ্ঞরা প্রতিযোগীদের বিচার করতেন এবং তাদের স্কোর করতেন। সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৫-এর আগমনের পরে নিয়মটি পরিবর্তিত হয়ে বিচারকদের বিভিন্ন দলের পরামর্শদাতা হিসাবে পরিচয় করিয়েছিল এবং স্কোরিং মূলত জনগণের ভোটের উপর অধীনস্থ করা হয়েছিল। শান অনুষ্ঠানটির উপস্থাপনা থেকে সরে গেলে পুরাব কোহলি, মনীষ পল,[৫] করণ সিং রাঠোর, অর্চনা জানি,[৬] বিপুল রায়,[৭] জয় সনি,[৮] এমনকি শিশু উপস্থাপক ধৈর্যা সোরেচা ও আফশা মুসানী অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছিল।[৯] পরবর্তী মরশুমগুলিতে উপস্থাপনার করার ক্ষেত্রে সর্বাধিক বিশিষ্ট নামগুলির মধ্যে ছিল জাভেদ আলী[১০] এবং বর্তমান উপস্থাপক আদিত্য নারায়ণ।[১১]

অন্যান্য ভারতীয় সংস্করণ সম্পাদনা

অনুষ্ঠানটির গুজরাটি, মারাঠি, বাংলা, কন্নড়, পাঞ্জাবী, তামিল, তেলুগু এবং মালয়ালমের মতো একাধিক আঞ্চলিক সংস্করণও রয়েছে।

মৌসুম সম্পাদনা

# মৌসুম বছর বিজয়ী উপস্থাপক বিচারকগণ
সা রে গা মা ১৯৯৫ সঞ্জীবনী এবং মুকুন্দ ফানসালকার সোনু নিগম কুমার শানু, আদেশ শ্রীবাস্তব, রামলক্ষ্মণ, খৈয়াম
সা রে গা মা ১৯৯৫ নবীনা মিরাজকার, শিবপ্রসাদ মাল্য সোনু নিগম কল্যাণজী-আনন্দজী
সা রে গা মা ২৫তম পর্ব চিলড্রেন'স স্পেশাল ১৯৯৫ প্রশান্ত চৌহান সোনু নিগম রাণু মুখোপাধ্যায়
সা রে গা মা ১৯৯৫ শাওনি মিত্রা, জুনাইদ আখতার সোনু নিগম শিবকুমার শর্মা
সা রে গা মা ১৯৯৬ মৃদুলা চট্টোপাধ্যায়, রবিশঙ্কর সিং সোনু নিগম ও.পি. নাইয়ার
সা রে গা মা ৫০তম পর্ব চিলড্রেন'স স্পেশাল ১৯৯৬ আনন্দরূপা বাগচি মিত্রা সোনু নিগম অনিল বিশ্বাস
সা রে গা মা ১৯৯৬ অমৃতা খাদিলকার, স্বপ্নীল বান্দোদকর সোনু নিগম নওশাদ
সা রে গা মা ১৯৯৬ কাজল চন্দীরমণি, নিনাদ মেহতা সোনু নিগম জগজিৎ সিং
সা রে গা মা ৭৫তম পর্ব চিলড্রেন'স স্পেশাল ১৯৯৬ শ্রেয়া ঘোষাল সোনু নিগম কল্যাণজী-আনন্দজী
সা রে গা মা ১৯৯৬ রিংকু কালিয়া, সঞ্জীব রামভদ্র সোনু নিগম অনিল বিশ্বাস
সা রে গা মা ১৯৯৭ বেলা সিন্ধে, পার্থিব গোহিল সোনু নিগম যশরাজ
সা রে গা মা ১০০তম পর্ব উৎযাপন ১৯৯৭ সোনু নিগম
সা রে গা মা ১৯৯৭ সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়, মোহাম্মদ ওয়াকিল সোনু নিগম হরিপ্রসাদ চৌরাসিয়া
১০ সা রে গা মা ১৫০তম পর্ব উৎযাপন মেগা ফাইনালস ১৯৯৮ বেলা শেন্ডে, মোহাম্মদ ওয়াকিল সোনু নিগম অনিল বিশ্বাস, নওশাদ, কল্যাণজী-আনন্দজী, পণ্ডিত যশরাজ, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, Jagjit Singh, Khayyam, Begum Parveen Sultana, Rajkumari, O.P Nayyar
১১ সা রে গা মা ১৯৯৮ অর্চনা উদুপা সোনু নিগম প্যায়ারেলাল
সা রে গা মা ২০০তম পর্ব উৎযাপন মেগা ফাইনালস ১৯৯৯ শ্রেয়া ঘোষাল, জাসবিন্দর সিং সোনু নিগম জাকির হুসেইন, গিরিজা দেবী, অনিল বিশ্বাস, বিলায়েত খাঁ, রাম নারায়ণ
১২ সা রে গা মা ২০০১ আনিতা পণ্ডিত আমান আলি খান এবং আয়ান আলি খান
১৩ সা রে গা মা পা ২০০২ ঋচা মুখোপাধ্যায় (ঋচা দেবরাজ) শান খৈয়াম, বেগম পারভিন সুলতানা, সিতারা দেবী, রঞ্জিত ভারতশোভা গুর্তু, আনন্দজী, গুলশন কুমার মেহতা, গোলাম মোস্তফা
১৪ সা রে গা মা পা ওয়ার্ল্ড সিরিজ ২০০৪ হৃশিকেশ রানাদ এবং রঙ্কিনি গুপ্তা শান
১৫ সা রে গা মা পা ক্যাম্পাস স্পেশাল ২০০৫ টুইঙ্কেল বাজপেয়ী, মনীষ ভাট শান
১৬ সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৫ ২০০৫ দেবজিৎ সাহা শান হিমেশ রেশামিয়া, যতীন-ললিত, আদেশ শ্রীবাস্তব, ইসমাইল দরবার
১৭ সা রে গা মা পা ইক মে অর ইক তু ২০০৬ ঐশ্বর্যা নিগম এবং উজ্জয়িনী মুখোপাধ্যায় শান, ঈশিতা অরুণ হরিহরণ, লেসলে লেভিস
১৮ সা রে গা মা পা লি'ল চ্যাম্পস ২০০৬ সঞ্চিতা ভট্টাচার্য শান অভিজিৎ ভট্টাচার্য, অলকা ইয়াগনিক, বাপ্পী লাহিড়ী
১৯ সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৭ ২০০৭ অনীক ধর আদিত্য নারায়ণ হিমেশ রেশামিয়া, ইসমাইল দরবার, বাপ্পী লাহিড়ী, বিশাল-শেখর
২০ সা রে গা মা পা লি'ল চ্যাম্পস ইন্টারন্যাশনাল ২০০৭ অনামিকা চৌধুরী আদিত্য নারায়ণ সুরেশ ভাদকর, সোনু নিগম
২১ সা রে গা মা পা চ্যালেঞ্জ ইউএসএ ২০০৮ ২০০৮ দর্শনা মেনন ঐশ্বর্যা নিগম সুরেশ ভাদকর, আদেশ শ্রীবাস্তব
২২ সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৯ ২০০৯ বৈশালী মাদে আদিত্য নারায়ণ হিমেশ রেশামিয়া, আদেশ শ্রীবাস্তব, শঙ্কর মহাদেবন, প্রীতম
২৩ সা রে গা মা পা লি'ল চ্যাম্পস ২০০৯ ২০০৯ হেমন্ত ব্রিজবাসী ধৈর্য্যা সুরেচা, আফশা মুসানি অভিজিৎ ভট্টাচার্য, অলকা ইয়াগনিক
২৪ সা রে গা মা পা মেগা চ্যালেঞ্জ ২০০৯ টিম মহারাষ্ট্র - বৈশালী মাদে, কৌশিক দেশপাণ্ডে এবং রোহিত রৌত করণ সিং রাঠোর এবং অর্চনা জানি (প্রথম পর্ব)

বিপুল রায় এবং মনীষ পল

সোনু নিগম, প্যায়ারেলাল এবং সুরেশ ভাদকর (চূড়ান্ত পর্ব)
২৫ সা রে গা মা পা সিঙ্গিং সুপারস্টার ২০১০ কামাল খান পুরাব কোহলি, মনীষ পল দলের মেহেন্দী, বিশাল-শেখর, সাজিদ-ওয়াজিদ
২৬ সা রে গা মা পা লি'ল চ্যাম্পস ২০১১ ২০১১ আজমত হোসাইন জয় সোনী আদনান সামী, কৈলাশ খের, জাভেদ আলী
২৭ সা রে গা মা পা ২০১২ ২০১২ যশরাজ জয়ন্ত যোশি জাভেদ আলী শঙ্কর মহাদেবন, রাহুল রাম, সাজিদ-ওয়াজিদ
২৮ সা রে গা মা পা লি'ল চ্যাম্পস ২০১৪ ২০১৪ গগণ গোপালকৃষ্ণ গাঁওকার আদিত্য নারায়ণ অলকা ইয়াগনিক (মহাগুরু), শান, মোনালি ঠাকুর
২৯ সা রে গা মা পা ২০১৬ কুশাল পল আদিত্য নারায়ণ প্রীতম, সাজিদ-ওয়াজিদ, মিকা
৩০ সা রে গা মা পা লি'ল চ্যাম্পস ২০১৭ ২০১৭ শ্রেয়াণ ভট্টাচার্য এবং অঞ্জলি গাইকবাদ আদিত্য নারায়ণ হিমেশ রেশামিয়া, জাভেদ আলী, নেহা কক্কড়
৩১ সা রে গা মা পা ২০১৮[১২] ২০১৮ - ২০১৯ ঈশিতা বিশ্বকর্মা আদিত্য নারায়ণ ওয়াজিদ খান, শেখর রবজিয়ানি, সোনা মহাপাত্র, ঋচা শর্মা
৩২ সা রে গা মা পা লি'ল চ্যাম্পস ২০১৯ ২০১৯ সুগন্ধা দাতে রবি দুবে শান, ঋচা শর্মা, আমাল মালিক
৩৩ সা রে গা মা পা লি'ল চ্যাম্পস ২০২০ ২০২০ আর্যনন্দা বাবু মনীষ পল অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, কুমার শানু[১৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Reality shows take centre stage on TV - Livemint"www.livemint.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  2. "Sonu Nigam back as host on Sa Re Ga Ma Pa - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  3. "Music is inspiration"The Hans India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  4. "Shaan"Tellychakkar.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  5. "Purab Kohli bids adieu to Zee TV's Sa Re Ga Ma Pa Singing Superstar"ZEE TV। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  6. Team, Tellychakkar। "Sa Re Ga Ma Pa Mega challenge gets its hosts"Tellychakkar.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  7. Team, Tellychakkar। "Vipul to do some more hosting"Tellychakkar.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  8. "Jay Soni turns host - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  9. "Dhairya Sonecha & Afsha Musani to Host 'Hero Honda Sa Re Ga Ma Pa L'il Champs'"ZEE TV। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  10. "'Hero Sa Re Ga Ma Pa 2012' finds new host in Javed Ali with top 15 contestants | Best Media Info, News and Analysis on Indian Advertising, Marketing and Media Industry."www.bestmediainfo.com (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  11. "Aditya Narayan returns to host 'Sa Re Ga Ma Pa Lil' Champs - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  12. www.zeetv.com
  13. "Alka Yagnik, Udit Narayan & Kumar Sanu approached to judge Sa Re Ga Ma Pa L'il Champs' 8th season; Jay Bhanushali to host"Tellychakkar.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯