ঋচা শর্মা (গায়িকা)
ভারতীয় গায়িকা
ঋচা শর্মা (হিন্দি: ऋचा शर्मा; জন্ম ২৯ আগস্ট ১৯৭৪) হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী ও ভক্তিমূলক গানের শিল্পী।[১] ২০০৬ সালে তিনি বাবুল চলচ্চিত্রের "বিদায়" গানে কণ্ঠ দেন, যা বলিউডের দীর্ঘতম গান।[২] মাই নেম ইজ খান (২০১০) চলচ্চিত্রের "সাজদা" গানে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জি সিনে পুরস্কার অর্জন করেন।
ঋচা শর্মা ऋचा शर्मा | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | ২৯ আগস্ট ১৯৭৪ |
উদ্ভব | ফরিদাবাদ, হরিয়ানা, ভারত |
ধরন | নেপথ্য সঙ্গীত, ভজন |
পেশা | নেপথ্য সঙ্গীতশিল্পী |
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
কার্যকাল | ১৯৯০-বর্তমান |
কর্মজীবন
সম্পাদনাঋচা ১৯৯৪ সালে মুম্বইয়ে আগমন করেন। তিনি বিভিন্ন গানের কভার সংস্করণ ও ভজন গেয়ে তারা জীবিকা নির্বাহ শুরু করেন এবং এর পাশাপাশি তিনি বলিউডে কাজ পাওয়ার চেষ্টা চালিয়ে যান। বলিউডে তার প্রথম কাজ হল ১৯৯৬ সালে "সালমা পে দিল আ গয়া"। এরপর তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করার পর তার প্রথম সাফল্য আসে এ আর রহমানের সুরে তাল চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে।[৩]
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাএই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন। |
বছর | মনোনয়ন / কাজ | পুরস্কার | ফলাফল |
---|---|---|---|
২০০৩ | "মাহি বে" (কাঁটে) | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে বলিউড মুভি পুরস্কার | বিজয়ী |
২০১০ | "সাজদা" (মাই নেম ইজ খান) | বর্ষসেরা নারী কণ্ঠশিল্পী বিভাগে মির্চি সঙ্গীত পুরস্কার | মনোনীত[৪] |
২০১১ | "সাজদা" (মাই নেম ইজ খান) | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জি সিনে পুরস্কার | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Richa Sharma's musical birthday" (ইংরেজি ভাষায়)। স্ক্রিন। ১২ সেপ্টেম্বর ২০০৮। ২১ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২০।
- ↑ ঝা, সুভাষ কে. (৫ ডিসেম্বর ২০০৬)। "Richa Sharma sings Bollywood's longest track" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ১ মে ২০২০।
- ↑ "Richa Sharma: Singing for the supreme"। দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১ মে ২০২০।
- ↑ "Nominees - Mirchi Music Award Hindi 2010"। ৩০ জানুয়ারি ২০১১। ৩০ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ঋচা শর্মা (ইংরেজি)