সাদুল্লাপুর ইউনিয়ন, পাবনা সদর
সাদুল্লাপুর ইউনিয়ন বাংলদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার একটি ইউনিয়ন।
সাদুল্লাপুর | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | পাবনা সদর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২৯.৭৫ বর্গকিমি (১১.৪৯ বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৬৮০ |
প্রশাসন
সম্পাদনাগ্রামের সংখ্যা– ১৯টি এবং মৌজার সংখ্যা– ১৫টি।
গ্রাম
সম্পাদনাগ্রাম সমূহের নাম: ১। শ্রীকোল, ২। দড়িশ্রীকোল, ৩। সাদুল্লাপুর, ৪। খালিশপুর, ৫। পাটোয়া, ৬। হাপানিয়া, ৭। দুবলিয়া, ৮। ফারাদপুর, ৯। ফারাদপুর দাসপাড়া, ১০। কামারডাঙ্গা, ১১। চরপাড়া, ১২।তেলিগ্রাম, ১৩। নন্দনপুর, ১৪। চরহাপানিয়া, ১৫। চোমরপুর, ১৬। লোহাগাড়া, ১৭। স্বরুপপুর, ১৮। চড়াডাঙ্গা, এবং ১৯। আলোকচর ।
যোগাযোগ
সম্পাদনাউপজেলা সদর থেকে যে কোন যানবাহনে আসা যাওয়া যায়। দুবলিয়ায় একটি রেলওয়ে স্টেশন রয়েছে।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার – ৬০%।
- কলেজ
- হাজী জসীম উদ্দিন কলেজ, দুবলিয়া, পাবনা।
- উচ্চ বিদ্যালয়
১. দুবলিয়া উচ্চ বিদ্যালয়, দুবলিয়া। ২. সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়, সাদুল্লাপুর। ৩. শ্রীকোল আজিজা স্মৃতি উচ্চ বিদ্যালয়, শ্রীকোল। ৪. নন্দনপুর উচ্চ বিদ্যালয়, নন্দনপুর। ৫. ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, দুবলিয়া।