সাদুল্লাপুর ইউনিয়ন, পাবনা সদর

পাবনা জেলার পাবনা সদর উপজেলা।র একটি ইউনিয়ন

সাদুল্লাপুর ইউনিয়ন বাংলদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার একটি ইউনিয়ন

সাদুল্লাপুর
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উপজেলাপাবনা সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৯.৭৫ বর্গকিমি (১১.৪৯ বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬৮০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

প্রশাসন

সম্পাদনা

গ্রামের সংখ্যা– ১৯টি এবং মৌজার সংখ্যা– ১৫টি।

গ্রাম সমূহের নাম: ১। শ্রীকোল, ২। দড়িশ্রীকোল, ৩। সাদুল্লাপুর, ৪। খালিশপুর, ৫। পাটোয়া, ৬। হাপানিয়া, ৭। দুবলিয়া, ৮। ফারাদপুর, ৯। ফারাদপুর দাসপাড়া, ১০। কামারডাঙ্গা, ১১। চরপাড়া, ১২।তেলিগ্রাম, ১৩। নন্দনপুর, ১৪। চরহাপানিয়া, ১৫। চোমরপুর, ১৬। লোহাগাড়া, ১৭। স্বরুপপুর, ১৮। চড়াডাঙ্গা, এবং ১৯। আলোকচর ।

যোগাযোগ

সম্পাদনা

উপজেলা সদর থেকে যে কোন যানবাহনে আসা যাওয়া যায়। দুবলিয়ায় একটি রেলওয়ে স্টেশন রয়েছে।

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার – ৬০%।

কলেজ
  • হাজী জসীম উদ্দিন কলেজ, দুবলিয়া, পাবনা।
উচ্চ বিদ্যালয়

১. দুবলিয়া উচ্চ বিদ্যালয়, দুবলিয়া। ২. সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়, সাদুল্লাপুর। ৩. শ্রীকোল আজিজা স্মৃতি উচ্চ বিদ্যালয়, শ্রীকোল। ৪. নন্দনপুর উচ্চ বিদ্যালয়, নন্দনপুর। ৫. ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, দুবলিয়া।

তথ্যসূত্র

সম্পাদনা