আতাইকুলা থানা
আতাইকুলা থানা পাবনা জেলার একটি প্রশাসনিক এলাকা।
আতাইকুলা | |
---|---|
থানা | |
বাংলাদেশে আতাইকুলা থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১′৪২″ উত্তর ৮৯°২৪′১৯″ পূর্ব / ২৪.০২৮৩৩° উত্তর ৮৯.৪০৫২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
প্রতিষ্ঠা | ২০০১ ইং |
আসন | পাবনা ০১,০৪,০৫ আসন |
আয়তন | |
• মোট | ১৮৫.০৯ বর্গকিমি (৭১.৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২,২০,০০০ প্রায় |
সাক্ষরতার হার | |
• মোট | ৬০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৬৮০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনাআতাকুলা থানাটি পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা বাজারের পশ্চিমে অবস্থিত।আতাইকুলা থানার পুর্বে সাঁথিয়া উপজেলা,উত্তরে আটঘরিয়া উপজেলা,পশ্চিমে পাবনা সদর উপজেলা,দক্ষিণে সুজানগর উপজেলা
ইতিহাস
সম্পাদনাভৌগোলিক অবস্থানগত কারণে উত্তরাঞ্চলের পাবনা জেলা একটি উচু ও সমতল এলাকা। ইছামতি নদী এই এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ও ঢাকা-পাবনা মহাসড়কের সাথে দীর্ঘ ৮ কিঃ মিঃ জুড়ে অবস্থিত। আতাইকুলা থানা যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ন একটি গুরুত্বপুর্ন এলাকা। এক সময়ে অত্র এলাকায় অসংখ্য খাল বিল বা জান ছিল। ইছামতি নদীর তীরে গড়ে ওঠা এই এলাকা একটি ঐতিহ্যবাহী হিসাবে বিবেচিত । প্রথম থেকে আজ পর্যন্ত অাতাইকুলা থানায় শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।তাছাড়া বর্তমানে এই থানায় প্রচুর সবজির আবাদ হয়।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাআতাইকুলা থানা ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত। তার মধ্যে পাবনা সদর উপজেলার ২ টি,সাঁথিয়া উপজেলার ২ টি এবং আটঘরিয়া উপজেলা র ১ টি ইউনিয়ন নিয়ে এই থানা গঠিত। ইউনিয়ন গুলো হলঃ
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাআতাইকুলা হতে পাবনা জেলা শহরের দুরুত্ব ২০ কিলোমিটার। বিভাগীয় শহর রাজশাহীর দুরুত্ব ১২২ কিলোমিটার। সড়ক পথে রাজধানী ঢাকা'র দূরত্ব ২২০ কিলোমিটার এবং আরিচা - কাজিরহাট হয়ে এই দুরুত্ব ১৩০ কিলোমিটারে। এছাড়াও আতাইকুলা হতে সকল ইউনিয়নের দুরুত্ব ১০ কিলোমিটারের মধ্যে।
রাস্তাঘাট: ৭০% পাকা,২০% আধা পাকা,১০% কাঁচা রাস্তাঘাট রয়েছে।
অর্থনীতি
সম্পাদনাআতাইকুলা থানার ৮০% লোক কৃষি কাজ করে,১০% বস্ত্রশিল্পের,এবং বাকি ১০% অন্যান্য পেশায় জীবিকা নির্বাহ করে।
আর্থিক প্রতিষ্ঠান
সম্পাদনাআতাইকুলা থানা অন্তর্গত এলাকায় বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। তারমধ্যে উল্যেখযোগ্য হলো, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক , ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, বেসরকারি ব্যাংক এনজিও যেমন, আশা, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। এছাড়াও যেকোন ধরনের মোবাইল ব্যাংকিং সুবিধা রয়েছে এখানে।
হাটবাজার
সম্পাদনাসরাডাঙ্গী নতুন হাট, আতাইকুলা হাট, মাধপুর হাট, ভুলবাড়িয়া হাট,লক্ষীপুর বাজার ইত্যাদি উল্লেখযোগ্য।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাসরাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরাডাঙ্গী ফাযিল মডেল মাদ্রাসা, আতাইকুলা উচ্চ বিদ্যালয়, আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজ, কুচিয়ামোড়া সুধীররকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ উল্লেখযোগ্য।
স্বাস্থ্যসেবা
সম্পাদনাআতাইকুলা মিশন হাসপাতাল
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- স্যামসন এইচ চৌধুরী
- আলহাজ্ব মোবারক আলী সরদার
- মোহাম্মদ সিরাজ উদ্দিন বিশ্বাস