ভুলবাড়িয়া ইউনিয়ন

বাংলাদেশের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার একটি ইউনিয়ন

ভূলবাড়ীয়া ইউনিয়ন সাঁথিয়া উপজেলার একটি ইউনিয়ন। ২০০১ সালে আতাইকুলা থানার অধীনে চলে যায়।[১]

ভূলবাড়ীয়া
ইউনিয়ন
ভূলবাড়ীয়া রাজশাহী বিভাগ-এ অবস্থিত
ভূলবাড়ীয়া
ভূলবাড়ীয়া
ভূলবাড়ীয়া বাংলাদেশ-এ অবস্থিত
ভূলবাড়ীয়া
ভূলবাড়ীয়া
বাংলাদেশে ভুলবাড়িয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°০৩′২৪″ উত্তর ৮৯°২৭′০৭″ পূর্ব / ২৪.০৫৬৫৭৫° উত্তর ৮৯.৪৫১৯৪৮° পূর্ব / 24.056575; 89.451948
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উপজেলাসাঁথিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
গণতান্ত্রিকপাবনা ০১ আসন (সংসদীয় ৬৮ আসন)
সরকার
 • চেয়ারম্যানইনামুল কবীর (মাসুদ) (আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৩০.৬৩ বর্গকিমি (১১.৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট২৬,৭৭৩
 • জনঘনত্ব৮৭০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬৮১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র


ইউনিয়ন পরিষদ সম্পাদনা

১. মোঃ ইনামুল কবীর (মাসুদ) ইউপি চেয়ারম্যান ০১৭২২৯৬৮৩৩১

২. মোঃ রেজাউল ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭২৮৭১৬৪৭৭

৩. মোঃ আলহাজ ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৮৮৯৬০৪৮০৭

৪. মোঃ আব্দুর বারি ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭৫৬৫৯৮৫৫৬

৫. মোঃ হাবিবুর রহমান ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭৩৫৩৬০৮৫৫

৬. মোঃ সেলিম রেজা ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭২৮৯২৭১৩৯

৭. মোঃ আনার আলী ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭২৪৮৫৭০২৭

৮. মোঃ নজরুল ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭০৪৯৪৬৬২৫

৯. মোঃ মোত্তালিব ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭৬৪৬৭৭২২১

১০. মোছাঃ আয়েশা আক্তার লাকি ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৮২৭৩৯৮৬৯৬

১১. মোছাঃ নিলুফা ইয়াসমিন ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭৪৫৭৩৯২৭২

১২. মোছাঃ নাসিমা খাতুন ইউনিয়ন পরিষদের মেম্বার ০১৭০৮৯৬৩৯৯২


গ্রামসমূহের তালিকা সম্পাদনা

১। গয়েশবাড়ী,

২। ছোটমঙ্গলগ্রাম,

৩। স্বরগ্রাম,

৪। দেবীপুর,

৫। তেবাড়ীয়া,

৬। স্বরভবানীপুর,

৭। বড়ইবাড়ীয়া,

৮। ভূলবাড়ীয়া,

৯। দয়ারামপুর,

১০। কৃষ্ণপুর,

১১। ভিন্নগ্রাম,

১২। গনেশপুর,

১৩। কালোগ্রাম,

১৪। চুলকাটি,

১৫। ভায়নাপাড়া,

১৬। চৌবাড়ীয়া,

১৭। শিবপুর,

১৮। বৃহস্পতিপুর,

১৯। গোসাইপাড়া,

২০। জগন্নাথপুর,

২১। ভবানীপুর,

২২। হরিপুর,

২৩। রতনপুর

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

সাঁথিয়া উপজেলা হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব ১৫.০০কি:মি পশ্চিমে নগরবাড়ী-পাবনা বিশ্বরোডের মাধপুর নাকম স্থানে নেমে ইছামতি ব্রীজ পাড় হয়ে ৩কিঃমিটার উত্তরে ভূলবাড়ীয়া বাজারের পাশ্বে ভূলবাড়ীয়া ইউনিয়ন অবস্থিত।

সাথিয়া উপজেলা থেকে বাস,করিমন কিংবা সিএনজি যোগে ভূলবাড়ীয়পা ইউনিয়ন পরিষদ আসা যায়।

উপজেলা হতে ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা:

ইজিবাইক ভাড়া ৩৫ টাকা(জন প্রতি)

সিএনজি ভাড়ার হার ৫০ টাকা(জন প্রতি)

বাস ভাড়া ৩০ টাকা প্রতি জন।

যাতায়াত পথঃ- পাবনা থেকে মাধপুর বাসষ্টান্ড থেকে ৩ কিমি ভিতরে ভূলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত।

ঢাকা হতেঃ- ঢাকা থেকে যমুনা সেতু থেকে বেড়া থেকে কাশিনাথপুর থেকে মাধপুর থেকে তেবাড়ীয়া রোডে ভূলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত।

রাস্তা ঘাট সম্পাদনা

হাট বাজার সম্পাদনা

১। ভূলবাড়ীয়া বাজার ২। গনেশপুর বাজার ৩। দেবীপুর, তেবাড়ীয়া বাজার ৪। বৃহস্পতিপুর বাজার

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

দর্শনীয় স্থান সম্পাদনা

ধর্ম ও ধর্মীয় উৎসব সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bhulbaria Union"গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২৩