পাবনা সদর উপজেলা
পাবনা সদর উপজেলা বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত একটি উপজেলা।পাবনা জেলা পদ্মা এবং যমুনা নদীর মিলনস্থলে অবস্থিত। ১৯৪৮ সালে যমুনা নদীকে পাবনা জেলার সীমানা নির্ধারক ঘোষণা করা হয়। কাজেই পাবনা একটি প্রাচীন জেলা এবং সদর উপজেলা জেলার প্রানকেন্দ্রে অবস্থিত
পাবনা সদর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে পাবনা সদর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১′১২″ উত্তর ৮৯°১৭′২৪″ পূর্ব / ২৪.০২০০০° উত্তর ৮৯.২৯০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
আয়তন | |
• মোট | ৪৩৮.৩৯ বর্গকিমি (১৬৯.২৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৫,৯০,৯১৪ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৭৬ ৫৫ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তনসম্পাদনা
এই উপজেলার উত্তরে আটঘরিয়া উপজেলা, দক্ষিণে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলা, পূর্বে সাঁথিয়া উপজেলা ও সুজানগর উপজেলা, পশ্চিমে ঈশ্বরদী উপজেলা।
প্রশাসনিক এলাকাসম্পাদনা
নির্বাচনী এলাকাঃ ৭২, পাবনা-৫। থানা/ইউনিয়নঃ ১ টি পৌরসভা এবং ১০ টি ইউনিয়ন। মৌজাঃ ২৫৯ টি।
ইউনিয়নগুলিঃ মালিগাছা ইউনিয়ন, ভাঁড়ারা ইউনিয়ন, আতাইকুলা ইউনিয়ন, মালঞ্চি ইউনিয়ন, দাপুনিয়া ইউনিয়ন, গয়েশপুর ইউনিয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন, চরতারাপুর ইউনিয়ন, হেমায়েতপুর ইউনিয়ন, দোগাছী ইউনিয়ন
ইতিহাসসম্পাদনা
১৯২৮ সালের ১৬ অক্টোবর তারিখে তৎকালীন রাজশাহী জেলার ৫টি এবং যশোহর জেলার ৩টি থানা নিয়ে পাবনা জেলার সৃষ্টি হয়। ১৮৫৫ সালে সিরাজগঞ্জ থানাকে ময়মনসিংহ জেলা থেকে নিয়ে পাবনা জেলার সাথে যুক্ত করা হয়। ১৯৮৪ সাল পর্যন্ত পাবনা সদর মহকুমা এবং সিরাজগঞ্জ নিয়ে পাবনা জেলা গঠিত ছিল। ১৯৮৪ সালে পাবনা ও সিরাজগঞ্জ দুটি স্বতন্ত্র জেলা হিসেবে পরিচিতি লাভ করে।
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
জনসংখ্যাঃ ৪,৭৬,৯৩২ জন। ঘনত্বঃ ১০৭৪ জন/বর্গ কিঃ মিঃ
মোট ইউনিয়ন:
ইউনিয়ন | ||||||||
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | লোকসংখ্যা | শিক্ষার | |||||
পুরুষ | মহিলা | |||||||
আতাইকোলা ১৬ | ৮৪৫৮ | ১৮৫০১ | ১৬৭০৯ | |||||
গয়েশপুর ৫১ | ৭৭২৫ | ১৭৫৭৭ | ১৫৫৭৮ | ৩৭.৭২ | ||||
চরতারাপুর ২৫ | ৭৪৫৬ | ১২৮৯৬ | ১২০৩৮ | ৩১.৯৪ | ||||
দাপুনিয়া ৩৪ | ৭৮৬৯ | ১৪৭৪৫ | ১৪০৪৭ | ৪২.০১ | ||||
দোগাছী ৪৩ | ১৪২২৯ | ৩৩৩৮২ | ৩১৪২৭ | ৪২.৪৯ | ||||
ভাঁড়ারা ১৭ | ২০১৮২ | ২৩৬৪৩ | ২১৬১৩ | ২৮.৮৭ | ||||
মালঞ্চী ৬৯ | ৫৮৩৬ | ১২৮৮৬ | ১২০০৬ | ৪১.৯৬ | ||||
মালিগাছা ৭৭ | ৭০৯৭ | ১৮১৫৩ | ১৭২৯৬ | ৪৪.২০ | ||||
সাদুল্ললাপুর ৯৪ | ৭৭৫৬ | ১৪২৭০ | ১৩২০৪ | ২৯.৮৭ | ||||
হেমায়েতপুর ৬০ | ১৬৭৩২ | ২০৮৮২ | ১৯৭৭৪ | ৪৬.৯৪ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যাা
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
- মেডিক্যাল কলেজঃ ১ টি
- বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ১ টি
- সরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ১ টি
- ক্যাডেট কলেজঃ ১ টি
- পলিটেকনিক ইনস্টিটিউটঃ ১ টি
- ভোকেশনাল ইনস্টিটিউটঃ ১ টি
- কমার্শিয়াল ইনস্টিটিউটঃ ১ টি
- আইন কলেজঃ ১ টি
- প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউটঃ ১ টি
- টেক্সটাইল ইনস্টিটিউটঃ ১ টি
- সেবিকা প্রশিক্ষণ কেন্দ্রঃ ১ টি
- হোমিওপ্যাথিক কলেজঃ ১ টি
মাদ্রাসাসম্পাদনা
অর্থনীতিসম্পাদনা
পাবনা সদর উপজেলার দোগাছী ও গয়েশপুরের তাঁতের কাপড় ও লুঙ্গি দেশবিখ্যাত এবং পাবনা সদর উপজেলায় তাঁত শিল্প আছে। পাবনা সদর থানায় সর্বমোট ব্যাংক এর সংখ্যা ৬১ টি।
উল্লেখযোগ্য ব্যক্তিসম্পাদনা
- ডা. ফজলে রাব্বী - শহীদ বুদ্ধিজীবি
- মোহাম্মদ সাহাবুদ্দিন - ২২তম নব-নির্বাচিত বাংলাদেশের রাষ্টপতি
ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যসম্পাদনা
পাবনা মানসিক হাসপাতাল
গণমাধ্যমসম্পাদনা
পাবনা জেলা থেকে প্রতিদিন ৭টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। এ জেলার সাপ্তাহিক পত্রিকা রয়েছে ৬ টি।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে জেলা সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৪।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |