দোগাছী ইউনিয়ন, পাবনা সদর
পাবনা জেলার পাবনা সদর উপজেলার একটি ইউনিয়ন
দোগাছী ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার পাবনা সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। তাঁত শিল্পের প্রসারে এই এলাকা সারা বাংলাদেশ ব্যাপী পরিচিতি লাভ করেছে। এই ইউনিয়নের বেশীর ভাগ লোক কৃষি,তাঁত ও চাকুরীজীবি।[১] পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ইউনিয়নের রাজাপুরে অবস্থিত।
দোগাছী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে দোগাছী ইউনিয়ন, পাবনা সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৯′৪১.২৭৭১″ উত্তর ৮৯°১৪′১০.৬১৩০″ পূর্ব / ২৩.৯৯৪৭৯৯১৯৪° উত্তর ৮৯.২৩৬২৮১৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | পাবনা সদর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আলী হাসান |
আয়তন | |
• মোট | ৫৪ বর্গকিমি (২১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৮০,২৩০ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাগ্রামের তালিকা
সম্পাদনা- দোগাছী
- পূর্ব কায়েমকোলা
- পশ্চিম কায়েমকোলা
- পিপঁড়ী
- চিথুলিয়া
- কুলনিয়া
- খয়েরসুতী
- মুকন্দপুর
- বোবড়াখালী
- মুনিবপুর
- দোপকোলা
- দোগাছী ফকিরপুর
- চক দুবলিয়া
- চর আশুতোষপুর
- মাদারবাড়ীয়া
- ব্রজনাথপুর
- বলরামপুর
- রাজাপুর
- জহিরপুর
- মহেন্দ্রপুর
- কবিরপুর
- দিয়ার রাজাপুর
- দক্ষিনরামচন্দ্রপুর
- চর কোশাখালী
- দ্বীপচর
- কোমরপুর
- রাধাকান্তপুর
- সদিরাজপুর
- রানীনগর
মৌজার সংখ্যা: ২৯টি
মোট জনসংখ্যা: প্রায় জন (পুরুষ- ৩৮,৮৩৫ জন এবং মহিলা- ৪১,৩৯৫ জন)
ভোটার সংখ্যা: ৫০,৬৮২ জন।
শিক্ষা
সম্পাদনাসাক্ষরতার হার: ৫৮%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পাবনা শাখা
এছাড়াও রয়েছে:
- স্কুল: ২৪টি
- মাদ্রাসা: ০৬টি
- কলেজ: ০৪টি
- এতিমখানা: ০৩টি।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান: মোঃ আলী হাসান।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দোগাছী ইউনিয়ন"। dogachiup.pabna.gov.bd। ২০২১-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০১।
বহিঃসংযোগ
সম্পাদনাচেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
---|---|
মোঃ আতাউর রহমান | ১৯৭৩-১৯৭৭ |
ওহাব আলী | ১৯৭৮-১৯৮৬ |
মোঃ আজিম উদ্দিন খাঁ | ১৯৮৭-১৯৯২ |
মোঃ আবু খান মোস্তফা বাচ্চু | ১৯৯৩-১৯৯৮ |
মোঃ আজিম উদ্দিন খাঁ | ১৯৯৮-২০০৩ |
মোঃ হযরত আলী | ২০০৩-২০১১ |
শেখ সামসুল আলম | ২০১১-২০১৬ |
মোঃ আলী হাসান | ২০১৬-চলমান |
সদর: পাবনা সদর উপজেলা | |
আটঘরিয়া উপজেলা | |
ঈশ্বরদী উপজেলা | |
চাটমোহর উপজেলা | |
পাবনা সদর উপজেলা | |
ফরিদপুর উপজেলা | |
বেড়া উপজেলা | |
ভাঙ্গুড়া উপজেলা | |
সাঁথিয়া উপজেলা | |
সুজানগর উপজেলা |