সরওয়ার কামাল আজিজী
সরওয়ার কামাল আজিজী (জন্ম: ১৯৪৭) একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি। এছাড়াও তিনি শাহ ওয়ালী উল্লাহ একাডেমী চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়ার মহাপরিচালক।
সরওয়ার কামাল আজিজী | |
---|---|
আমীর, নেজামে ইসলাম পার্টি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৪ সেপ্টেম্বর ২০১৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৭ পদুয়া ইউনিয়ন, লোহাগাড়া, চট্টগ্রাম |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | নেজামে ইসলাম পার্টি |
প্রাক্তন শিক্ষার্থী | আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া |
ব্যক্তিগত তথ্য | |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ |
জীবনী
সম্পাদনাসরওয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় ইসলামিয়া কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং সেখান থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায় ডিগ্রি নেন।
তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের অন্যতম দায়িত্বশীল ছিলেন। ১৯৮১ সালে তিনি নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নিযুক্ত হয়েছিলেন। ১৯৮৪ সালে তিনি নেজামে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক নিযুক্ত হন। ২০০৭ সালে তিনি নেজামে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতির পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মজলিসে শুরার সভায় তিনি পার্টির আমির নির্বাচিত হন।[১][২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ শ্বেতপত্র: বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন। মহাখালী, ঢাকা-১২১২: মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। ফেব্রুয়ারি ২০২২। পৃষ্ঠা ১০৯–১১১।
- ↑ আহমেদ শাহ, আরিচ (৩০ ডিসেম্বর ২০১৯)। "চট্টগ্রামে নেজামে ইসলাম পার্টির সম্মেলন"। এনটিভি।