শ্যাম লাহা

ভারতীয় অভিনেতা

শ্যাম লাহা (২৬ নভেম্বর ১৯১১- ২৫ অক্টোবর ১৯৭৩) বাংলাহিন্দি চলচ্চিত্রের একজন অভিনেতা ছিলেন। তিনি কৌতুক অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। [১]

জীবনী সম্পাদনা

শ্যাম লাহা ১৯১১ সালে ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম কাশীনাথ শীল। লাহা বঙ্গবাশি কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছেন । [২]

পেশা সম্পাদনা

লখনউয়ের বাঙালি ক্লাবের একটি অনুষ্ঠানে অভিনয়ে পাহাড়ি সান্যাল মুগ্ধ হয়ে তাকে বাঙালি পরিচালক অভিনেতা প্রমথেশ বড়ুয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। দেবাকি বোসের ছবি চন্ডীদাসে অভিনয় করার পরে লাহা জনপ্রিয় হয়েছিলেন। ১৯৩৪ সালে তিনি প্রথম অ্যানিমেটেড বাংলা চলচ্চিত্র পিয়ার ব্রাদার্সে অভিনয় করেছিলেন।সংগীত পরিচালক রাই চাঁদ বোড়াল লাহার সাথে তার স্বাধীন এমএলবি প্রযোজনা সংস্থা গঠন করেছিলেন। [৩] তিনিবিভিন্ন ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে কাজ করেছেন। নবদ্বীপ হালদারের সাথে কৌতুক জুটিতে অভিনয় করেছিলেন। [২]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bhanu Bandyopadhay: A Tribute To The Legendary Comedian In His Birth Anniversary"। ২৬ আগস্ট ২০১৬। ২০১৮-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮ 
  2. "Shriman Prithviraj"। ২০১৮-০৩-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮ 
  3. Ashish Rajadhyaksha, Paul Willemen। "Encyclopedia of Indian Cinema"। ২০১৮-০৩-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা