রাইচাঁদ বড়াল
রাইচাঁদ বড়াল (ইংরেজি:Raichand Boral) একজন বাঙালি সুরশিল্পী সঙ্গীত পরিচালক ও সঙ্গতিয়া হিসাবে খ্যাতিমান ছিলেন। তিনি ১৯৪০ ও ১৯৫০ এর দশকে অসংখ্য বাংলা ও হিন্দী চলচ্চিত্রের গানে সুরারোপ করেন। ১৯৭৯ খ্রিস্টাব্দে তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে অর্জন করেন। [২] [৩]
রাইচাঁদ বড়াল | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | রাইচাঁদ বড়াল |
জন্ম | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত[১] | ১৯ অক্টোবর ১৯০৩
মৃত্যু | ২৫ নভেম্বর ১৯৮১ | (বয়স ৭৮)
ধরন | নেপথ্য সঙ্গীতশিল্পী , বিহু, ভারতীয় লোক সংগীত, ভারতীয় পপ, ভারতীয় রক |
পেশা | নেপথ্য গায়ক, সুরকার, গীতিকার, সংগীতজ্ঞ, সংগীত পরিচালক, অভিনেতা |
বাদ্যযন্ত্র | কণ্ঠ, তবলা, কিবোর্ড, ঢোল |
কার্যকাল | ১৯৩১-১৯৮১ |
লেবেল | আকাশবাণী কলকাতা, এইচএমভি, মেগাফোন |
জন্ম ও সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনারাইচাঁদ বড়ালের জন্ম বৃটিশ ভারতের কলকাতায়। পিতা ছিলেন সঙ্গীত শিল্পী লালচাঁদ বড়াল। তার তিন পুত্র সন্তানের মধ্যে রাইচাঁদ ছিলেন কনিষ্ঠ। অন্য দুজন হলেন বিষণচাঁদ ও কিষণচাঁদ। পিতার কাছেই প্রাথমিকভাবে সঙ্গীতশিক্ষা। তাঁদের ১/১, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বাড়ি সেসময় উচ্চাঙ্গ সঙ্গীতের আখড়া হয়ে উঠেছিল। বিশ্বনাথ রাও,রাধিকা গোস্বামী,মিয়া রমজান খাঁ-দের মতো গুণী সঙ্গীত শিল্পীরা বাড়িতে এসে যখন গাইতেন, তা হৃদয়ে গাঁথা হয়ে যেতো রাইচাঁদের।[৪]
কর্মজীবন
সম্পাদনাতরুণ বয়সে রাইচাঁদ কলকাতার সংগীত আসরে এনায়েত খাঁ, হাফিজ আলি খাঁ,জদ্দন বাঈ, গওহর জান,জ্ঞান গোঁসাই, ভীষ্মদেব প্রমুখ বহুগুণী ব্যক্তির সঙ্গে তবলায় সংগত করেছেন। ১৯২৭ খ্রিস্টাব্দে আকাশবাণী কলকাতা স্থাপিত হলে নৃপেন মজুমদারের আহ্বানে বেতার কেন্দ্রে যোগ দিয়ে ভারতীয় সঙ্গীত বিভাগের প্রযোজক হন। ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি চলচ্চিত্র জগতে আসেন এবং নির্বাক ছবি 'চাষার মেয়ে'তে প্রথম সঙ্গীত পরিচালনা করেন। এরপর সবাক যুগের এক অসামান্য সঙ্গীত পরিচালক হিসাবে নিজেকে মেলে ধরেন। এদেশে চিত্রগীতির বিবর্তনের ক্ষেত্রে তার কীর্তি বিশেষ উল্লেখযোগ্য। নির্বাক ছবির যুগে ইন্টারন্যাশনাল ফিল্ম ক্র্যাফ্ট-এর তৈরি ‘চোর কাঁটা’ ও ‘চাষার মেয়ে’ ছবি প্রদর্শনকালে তিনি যন্ত্রীদের সাহায্যে উপযুক্ত আবহসংগীত সৃষ্টি করেন। ১৯৩২ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত “চণ্ডীদাস”-এ তিনি সেই প্রথম এদেশের সবাক ছবিতে আবহসংগীতের প্রচলন করেন। প্রায় দেড়-শো ছায়াছবিতে সুর দিয়েছেন। ১৯৩৫ খ্রিস্টাব্দে নিউ থিয়েটার্সের শব্দযন্ত্রী মুকুল বসুর সাহায্যে নতুন পদ্ধতিতে নৃত্য ও গীতের রেকর্ডিং করে তা 'ভাগ্যচক্র' ছায়াছবিতে সংযোজিত করে শুটিংয়ের সময় গান রেকর্ডিং করার যে অসুবিধা ঘটত তা দূর করেন। ভারতে প্রথম কার্টুন চিত্রের নির্মাতা হিসাবেও তিনি স্মরণীয়। ওয়াল্ট ডিজনির অনুপ্রেরণায় ১৯৩৪ খ্রিস্টাব্দে নিউ থিয়েটার্রসের ব্যানারে তিনি "পি ব্রাদার্স" প্রযোজনা করেন। রাইচাঁদের সুর সৃষ্টি সার্থকতা পেয়েছিল পঙ্কজকুমার মল্লিক, কুন্দনলাল সায়গল,কৃষ্ণচন্দ্র দে, কানন দেবী, চন্দ্রাবতী দেবী, উমাশশী, পাহাড়ী সান্যাল প্রমুখ মহান শিল্পীর গানে।
উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকা
সম্পাদনারাইচাঁদ বড়ালের সুরারোপিত বা পরিচালিত চলচ্চিত্রসমৃহের উল্লেখযোগ্য ছবিগুলি হল -
- 'দেনা পাওনা' (১৯৩১)
- 'পুনর্জন্ম' (১৯৩২)
- 'চিরকুমার সভা (১৯৩২)
- 'পল্লীসমাজ' (১৯৩২)
- 'চণ্ডীদাস'(১৯৩২)
- 'রাজরানী মীরা' (১৯৩২)
- 'মাসতুতো ভাই' (১৯৩৩)
- 'কপালকুণ্ডলা' (১৯৩৩)
- 'মীরাবাঈ' (১৯৩৩)
- 'রূপলেখা' (১৯৩৪)
- ‘ভাগ্যচক্র’ (১৯৩৫)
- ‘গৃহদাহ’ (১৯৩৬)
- ‘বডবাবু’ (১৯৩৭)
- ‘দিদি’ (১৯৩৭)
- ‘বিদ্যাপতি’ (১৯৩৭)
- ‘সাথী’ (১৯৩৮)
- ‘সাপুডে’ (১৯৩৯)
- ‘রজত জয়ন্তী’ (১৯৩৯)
- ‘পরাজয়’ (১৯৩৯)
- ‘অভিনেত্রী’ (১৯৪০)
- ‘পরিচয়’ (১৯৪১)
- ‘উদয়ের পথে’ (১৯৪৪)
- ‘বিরাজ বৌ’ (১৯৪৬)
- ‘মন্ত্রমুগ্ধ’ (১৯৪৯)
- ‘বিষ্ণুপ্রিয়া’ (১৯৪৯)
- ‘বড় বৌ’ (১৯৫০)
- ‘পরিত্রাণ’ (১৯৫২)
- ‘মা’ (১৯৫২)
- ‘নীলাচল মহাপ্রভু’ (১৯৫৭)
- ‘সাগর সঙ্গমে’ (১৯৫৯)
- ‘নতুন ফসল’ (১৯৬০)
সম্মাননা
সম্পাদনা১৯৭৮ খ্রিস্টাব্দে রাইচাঁদ বড়াল ভারত সরকারের সংগীত নাটক অকাদেমি পুরস্কার লাভ করেন। ওই বৎসরেই তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার - দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হন।
জীবনাবসান
সম্পাদনারাইচাঁদ বড়াল ১৯৮১ খ্রিস্টাব্দের ২৫ শে নভেম্বর ৭৮ বৎসর বয়সে প্রয়াত হন। প্রখ্যাত কণ্ঠসঙ্গীত শিল্পী ও ভারত সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় রাইচাঁদ বড়ালের পৌত্র।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Raichand Boral"। ৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২০।
- ↑ সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬ পৃষ্ঠা ৬৩৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
- ↑ "রাইচাঁদ বড়াল জীবনী"। www.imdb.com। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০০৮।
- ↑ আনন্দধারা-হেমন্ত মুখোপাধ্যায় সম্পাদনা অভীক চট্টোপাধ্যায়। সপ্তর্ষি প্রকাশন,কলকাতা। ২০১৯। আইএসবিএন 9-7893-8270-654-0।