শুধু তুমি (১৯৯৭-এর চলচ্চিত্র)
চলচ্চিত্র
শুধু তুমি হল কাজী মোরশেদ রচিত ও পরিচালিত ১৯৯৭ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। এর সংলাপ রচনা করেছেন যোসেফ শতাব্দী। ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ ও শামা।[১] অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, হুমায়ুন ফরীদি, শারমিন প্রমুখ। এই ছবিটি নির্মাণকালে সালমান শাহ মৃত্যুবরণ করেন, ফলে তার মতই দেখতে অপর একজন অভিনেতা তার অসম্পূর্ণ চরিত্রে অভিনয় করেন, কিন্তু পর্দায় সালমান শাহের নামই দেখা যায়। এটি চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে অভিনেত্রী শামার।
শুধু তুমি | |
---|---|
পরিচালক | কাজী মোরশেদ |
প্রযোজক |
|
রচয়িতা | যোসেফ শতাব্দী (সংলাপ) |
চিত্রনাট্যকার | কাজী মোরশেদ |
কাহিনিকার | কাজী মোরশেদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলাউদ্দিন আলী |
চিত্রগ্রাহক | সিরাজুল ইসলাম সিরাজ |
সম্পাদক | সাইফুল ইসলাম |
প্রযোজনা কোম্পানি | এ এস মুভিজ |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কুশীলব
সম্পাদনা- সালমান শাহ - আকাশ
- শামা - মেঘলা
- হুমায়ুন ফরীদি - আমির চাকলাদার
- দিলদার - প্রেমকুমার মামা
- ডলি জহুর - আকাশের ফুফু
- পারভেজ গাঙ্গুয়া - কাটারি
- ববি
- মন্টু চৌধুরী
- আবদুল আজিজ
- মাইকেল টুক্কু
- সৈয়দ আখতার আলী - আলোমতির বাবা
- শারমিন - মনোয়ারা বেগম
- নাসরিন - আলোমতি
- অলকা সরকার
- ফিরোজা
- জেসমিন
- শামসুদ্দিন
- দুলাল সরকার
- ডেনিয়েল তারা
- কিশোর
- রমজান খান
- জুয়েল
সঙ্গীত
সম্পাদনাশুধু তুমি ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও আশরাফ বাবু। গানে কণ্ঠ দিয়েছেন আগুন, কনক চাঁপা ও লিপি নাসরিন।
সকল গানের সুরকার আলাউদ্দিন আলী।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "এই নির্জন নিরালায় নিঝুম বনে" | আগুন, কনক চাঁপা | |
২. | "ভালোবাসার চেয়ে বড় পাওয়া" | লিপি নাসরিন | |
৩. | "তুমি যখনই কাছে থাকো" | আগুন, কনক চাঁপা | |
৪. | "তুমি আমার আলোমতি" | আগুন, লিপি নাসরিন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "২৭টি ছবিতে সালমানের নায়িকা ছিলেন যারা"। জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শুধু তুমি (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে শুধু তুমি