শীলখালী ইউনিয়ন

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার একটি ইউনিয়ন

শীলখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার একটি ইউনিয়ন

শীলখালী
ইউনিয়ন
৭নং শীলখালী ইউনিয়ন পরিষদ
শীলখালী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
শীলখালী
শীলখালী
শীলখালী বাংলাদেশ-এ অবস্থিত
শীলখালী
শীলখালী
বাংলাদেশে শীলখালী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৯′৫৫″ উত্তর ৯২°০′৮″ পূর্ব / ২১.৮৩১৯৪° উত্তর ৯২.০০২২২° পূর্ব / 21.83194; 92.00222 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাপেকুয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ নুরুল হোছাইন
আয়তন
 • মোট৭.৮৭ বর্গকিমি (৩.০৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৭,৫৯৫
 • জনঘনত্ব৯৭০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৩.৫২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

শীলখালী ইউনিয়নের আয়তন ১৯৪৫ একর (৭.৮৭ বর্গ কিলোমিটার)।[১] এটি পেকুয়া উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী শীলখালী ইউনিয়নের লোকসংখ্যা ৭,৫৯৫ জন। এর মধ্যে পুরুষ ৩,৮৩৭ জন এবং মহিলা ৩,৭৫৮ জন।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

পেকুয়া উপজেলার সর্ব-পূর্বে শীলখালী ইউনিয়নের অবস্থান। পেকুয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে বারবাকিয়া ইউনিয়ন, দক্ষিণে পেকুয়া ইউনিয়ন, পূর্বে চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নহারবাং ইউনিয়ন এবং উত্তরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

শীলখালী ইউনিয়ন পেকুয়া উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পেকুয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • শীলখালী
  • পেঠান মাতব্বরপাড়া
  • জারুলবুনিয়া
  • সবুজপাড়া
  • তারাবনিয়াপাড়া

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শীলখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৫২%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়
  • শীলখালী উচ্চ বিদ্যালয়
  • জারুলবুনিয়া উচ্চ বিদ্যালয়

[২]

প্রাথমিক বিদ্যালয়
  • জারুলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বারবাকিয়া ওয়ারেছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শীলখালী পেঠান মাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শীলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সবুজপাড়া আশরাফ নূর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজী ওবাইদুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৩]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

শীলখালী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল পেকুয়া-বড়ইতলী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী সম্পাদনা

শীলখালী ইউনিয়নের দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে ভোলাখাল নদী

জনপ্রতিনিধি সম্পাদনা

চেয়ারম্যান-

মোহাম্মদ কামাল হোসাইন

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পেকুয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "Schools/Colleges in PEKUA - Bangladesh School, College Directory"edu.review.net.bd। ১৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৭ 
  3. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41208&union=06[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা