বড়ইতলী ইউনিয়ন
বড়ইতলী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন।
বড়ইতলী | |
---|---|
ইউনিয়ন | |
২নং বড়ইতলী ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: বড়ইতলী | |
বাংলাদেশে বড়ইতলী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৯′১৬″ উত্তর ৯২°৪′২৭″ পূর্ব / ২১.৮২১১১° উত্তর ৯২.০৭৪১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ ছালেকুজ্জমান |
আয়তন | |
• মোট | ২৬.৩০ বর্গকিমি (১০.১৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৭,৮০১ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩২.২৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবড়ইতলী ইউনিয়নের আয়তন ৬৫০০ একর (২৬.৩০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বড়ইতলী ইউনিয়নের লোকসংখ্যা ৩৭,৮০১ জন। এর মধ্যে পুরুষ ১৯,৫৭৯ জন এবং মহিলা ১৮,২২২ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাচকরিয়া উপজেলার উত্তরাংশে বড়ইতলী ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে কৈয়ারবিল ইউনিয়ন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ও ভেওলা মানিকচর ইউনিয়ন; পশ্চিমে পেকুয়া উপজেলার পেকুয়া ইউনিয়ন ও শীলখালী ইউনিয়ন; উত্তরে হারবাং ইউনিয়ন এবং পূর্বে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস ও নামকরণ
সম্পাদনাবড়ইতলী বা বরইতলী দুই নামেই এলাকাটি পরিচিত।নামটির ব্যুৎপত্তির ক্ষেত্রে অনেক মতভেদ আছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হল, চারপাশে পাহাড় বেষ্টিত বলে স্থানীয় ভাষায় একে থলি বলা হত। সেখান থেকে ক্রমান্বয়ে বড় থলি, বড় তলি, বড়ইতলী নাম হয়। যা চট্টগ্রামের আঞ্চলিক উচ্চারণে বরইতলী নামে পরিচিত।[২]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবড়ইতলী ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | ডেইঙ্গাকাটা, পূর্ব ডেইঙ্গাকাটা, কৃষ্ণকাটা, বোরহান উদ্দিন কাটা |
২নং ওয়ার্ড | রসুলাবাদ, হিন্দুপাড়া, পশ্চিম খয়রাতিপাড়া, সুধাংশু পাহাড় দক্ষিণ পাড়া |
৩নং ওয়ার্ড | পূর্ব খয়রাতিপাড়া, মাইজপাড়া, পূর্ব হিন্দুপাড়া, মহাজেরপাড়া, পূর্ব মহাজেরপাড়া, কাটাখালী, উপরঘোনা, ভিলিজার পাড়া, চেমছড়ি পাড়া, মৌলভীপাড়া, রাজাইল্যারবিল মুসলিম পাড়া, বড়ঘোনা |
৪নং ওয়ার্ড | উপর বড়ইতলী, বাংলাপাড়া, ছড়ার পূর্বকূল, মরাইল্যা বাপের পাড়া, কুতুবদিয়া পাড়া, তেইল্যাকাটা, দরগাহপাড়া, আলমনগর |
৫নং ওয়ার্ড | সিকদারপাড়া, ফকিরপাড়া, চাঁদের বাপের পাড়া, মাহমুদনগর, পাহাড়তলী, বানিয়ারছড়া, ছড়ার পূর্বকূল, পূর্ব বানিয়ারছড়া |
৬নং ওয়ার্ড | ফতেহ আলী সিকদার পাড়া, মাদ্রাসাপাড়া, ছড়ার পূর্বকূল, মিয়াজীপাড়া, শীলপাড়া |
৭নং ওয়ার্ড | বিবিরখীল, বিবিরখীল চরপাড়া, জেলেপাড়া, শীলপাড়া, মছনিয়াকাটা, ডেবলতলী |
৮নং ওয়ার্ড | সবুজপাড়া, মুড়াপাড়া, হাফালিয়াকাটা, খাজানগর, ল্যাং মিয়াজী পাড়া |
৯নং ওয়ার্ড | সিকদারপাড়া, সর্দারপাড়া, মৌলভীপাড়া, গোবিন্দপুর দক্ষিণ পাড়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাবড়ইতলী ইউনিয়নের সাক্ষরতার হার ৩২.২৬%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা
- পহরচাঁদা ফাজিল মাদ্রাসা
- বড়ইতলী আহমদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- বড়ইতলী দাখিল মাদ্রাসা
- বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসা ( স্থাপিত :১৯৫৩ খ্রিষ্টাব্দ, প্রতিষ্ঠাতা: মওলানা সিদ্দিক আহম্মদ )
- মাধ্যমিক বিদ্যালয়
- উত্তর বড়ইতলী মাধ্যমিক বিদ্যালয়
- পহরচাঁদা উচ্চ বিদ্যালয়
- বড়ইতলী উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- আল আমিন স্কুল এন্ড কলেজ
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পশ্চিম বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পহরচাঁদা হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডেইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত :১৯৭২ খ্রিষ্টাব্দ, দাতা ও প্রতিষ্ঠাতা: মোহাম্মদ জহুরুল মওলা)
- পশ্চিম পহরচাঁদা এম এ রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মছনিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাহমুদ নগর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
- শহীদ মনছুর উদ্দিন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবরইতলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। বরইতলী ইউনিয়নের নয়নাভিরাম সড়ক (পেকুয়া রাস্তার মাথা) থেকে পেকুয়া, কুতুবদিয়া দুইটি উপজেলার একমাত্র রাস্তা।
অর্থনীতি
সম্পাদনাবড়ইতলী ইউনিয়নের অধিকাংশ মানুষের পেশা কৃষি। তাই কৃষি এখানকার অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এখানে প্রধান ফসল ধান হলেও বিভিন্ন সবজিও চাষ হয়। বড়ইতলী বাজার এই অঞ্চলের সবজির অন্যতম বৃহৎ পাইকারী বাজার। বিশাল এলাকাজুড়ে গোলাপের চাষ এই অঞ্চলকে ভিন্নতা দিয়েছে। এছাড়াও অনেকে মাছের খামার ও মুরগীর খামার করেন। কিছু তামাক চাষও এখানে হয়।[৭]
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাবড়ইতলী ইউনিয়নে ৬৮টি মসজিদ ও ১০টি মন্দির রয়েছে।[২]
খাল ও নদী
সম্পাদনাবড়ইতলীর মূল প্রাণ হচ্ছে সোনাইছড়ি নদী।[৮] সাতকানিয়ার “মুলা” নামক পাহাড়ের পাদদেশ হতে সৃষ্ট হয়ে পার্বত্য বান্দরবান জেলার পুকখাইয়্যারঝিরি, উত্তর বরইতলীর পূর্বপাশে পাহাড় ঘেঁষে এসে উত্তর বরইতলীর বিশাল সমতল ভূমির উপর দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অতিক্রম করে মধ্য বরইতলীর উপর দিয়ে দক্ষিণ-পশ্চিমে গিয়ে মাতামুহুরি নদীতে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য আনুমানিক ২০ কি.মি.। বড়ইতলী ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী।[৯]
হাট-বাজার
সম্পাদনাবড়ইতলী ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল গুরু বাজার (একতা বাজার) , হিন্দু পাড়া টাইম বাজার, কুতুব বাজার (ডাণ্ডি বাজার), বানিয়ারছড়া জিয়াউদ্দিন চৌধুরী বাজার এবং শান্তি বাজার।[১০]
দর্শনীয় স্থান
সম্পাদনা- রসুলাবাদ বড়গাছ
- বরইতলী
- গোলাপ বাগান
- বিবি ফাতেমা (র.) কূপ, মছনিয়াকাটা
- নয়নাভিরাম সড়ক
- বড়ইতলী মৎস্য খামার
- মাতামুহুরি রাবার ড্যাম
- পহরচাঁদার পাহাড়ি এলাকা
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- ছিদ্দিক আহমদ - বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।
- মোহাম্মদ জহুরুল মওলা - শিক্ষক, সার্ভেয়ার, রাজনীতিবিদ ও সমাজসেবক, ন্যায়বিচারক।[১২]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ ছালেকুজ্জমান
- সাবেক চেয়ারম্যান: এ. টি. এম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া[১৩]
আরও দেখুন
সম্পাদনা- ছিদ্দিক আহমদ
- মোহাম্মদ জহুরুল মওলা
- চকরিয়া উপজেলা
- চকরিয়া থানা
- কক্সবাজার জেলা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ "এক নজরে বরইতলী - বড়ইতলী ইউনিয়ন - বড়ইতলী ইউনিয়ন"। baraitaliup.coxsbazar.gov.bd। ৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - বড়ইতলী ইউনিয়ন - বড়ইতলী ইউনিয়ন"। baraitaliup.coxsbazar.gov.bd। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- ↑ "মাদ্রাসা - বড়ইতলী ইউনিয়ন - বড়ইতলী ইউনিয়ন"। baraitaliup.coxsbazar.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - বড়ইতলী ইউনিয়ন - বড়ইতলী ইউনিয়ন"। baraitaliup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=02[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Raihan, Bahar (২০১৮-০৪-১১)। "বরইতলীর পঞ্চসোপান । কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী"। KemneJabo.com। ২০২২-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৮।
- ↑ Raihan, Bahar (২০১৮-০৪-১১)। "বরইতলীর পঞ্চসোপান । কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী"। KemneJabo.com। ২০২২-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৮।
- ↑ "খাল ও নদী - বড়ইতলী ইউনিয়ন - বড়ইতলী ইউনিয়ন"। baraitaliup.coxsbazar.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - বড়ইতলী ইউনিয়ন - বড়ইতলী ইউনিয়ন"। baraitaliup.coxsbazar.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - বড়ইতলী ইউনিয়ন - বড়ইতলী ইউনিয়ন"। baraitaliup.coxsbazar.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- ↑ "মোহাম্মদ ছালেকুজ্জমান - বড়ইতলী ইউনিয়ন - বড়ইতলী ইউনিয়ন"। baraitaliup.coxsbazar.gov.bd। ৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।