শিকলবাহা ইউনিয়ন

চট্টগ্রাম জেলার কর্ণফুলি উপজেলার একটি ইউনিয়ন

শিকলবাহা বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

শিকলবাহা
ইউনিয়ন
৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদ
শিকলবাহা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
শিকলবাহা
শিকলবাহা
শিকলবাহা বাংলাদেশ-এ অবস্থিত
শিকলবাহা
শিকলবাহা
বাংলাদেশে শিকলবাহা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৮′৮″ উত্তর ৯১°৫২′১০″ পূর্ব / ২২.৩০২২২° উত্তর ৯১.৮৬৯৪৪° পূর্ব / 22.30222; 91.86944 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাকর্ণফুলী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানজাহাঙ্গীর আলম
আয়তন
 • মোট৯.২৮ বর্গকিমি (৩.৫৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪২,৪৭৪
 • জনঘনত্ব৪,৬০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৪.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

শিকলবাহা ইউনিয়নের আয়তন ২,২৯৪ একর (৯.২৮ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শিকলবাহা ইউনিয়নের মোট জনসংখ্যা ৪২,৪৭৪ জন। এর মধ্যে পুরুষ ২১,৬৩৩ জন এবং মহিলা ২০,৮৪১ জন। মোট পরিবার ৭,৭৯২টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

কর্ণফুলী উপজেলার পূর্বাংশে শিকলবাহা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে চর পাথরঘাটা ইউনিয়নচর লক্ষ্যা ইউনিয়ন, দক্ষিণে জুলধা ইউনিয়নবড় উঠান ইউনিয়ন, পূর্বে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নকোলাগাঁও ইউনিয়ন এবং উত্তরে কর্ণফুলী নদীচট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৫নং বকশীর হাট ওয়ার্ড অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

বোয়ালখালী উপজেলার ১টি ইউনিয়ন, পটিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার ১টি ইউনিয়নের আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এনে ২০০০ সালের ২৭ মে কর্ণফুলী থানা গঠন করা হয়। পরবর্তীতে তন্মধ্য থেকে পটিয়া উপজেলাধীন চর লক্ষ্যা, জুলধা, চর পাথরঘাটা, বড় উঠান ও শিকলবাহা এ ৫টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালের ৯ মে কর্ণফুলী উপজেলা নামে আলাদা উপজেলার স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার।[২]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

শিকলবাহা ইউনিয়ন তৎকালীন পটিয়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ, বর্তমানে এটি কর্ণফুলী উপজেলার আওতাধীন। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]

  • শিকলবাহা
  • দ্বীপ কালামোড়ল

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শিকলবাহা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৩%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি পাঠাগার রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কলেজ
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • আমেনা রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর শিকলবাহা আহছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালারপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দ্বীপ কালামোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাহ আবদুল কাদের মডেল এডুকেশন সোসাইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
পাঠাগার
  • শাহ অহিদিয়া পাঠাগার, মধ্যম শিকলবাহা, অহিদিয়া পাড়া।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

শিকলবাহা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

শিকলবাহা ইউনিয়নে ১৯টি মসজিদ, ২টি ঈদগাহ, ১টি মন্দির রয়েছে। [৪][৫][৬]

খাল ও নদী সম্পাদনা

শিকলবাহা ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শিকলবাহা খাল, শিকলবাহা-জুলধা খাল এবং শিকলবাহা-চরলক্ষ্যা খাল।[৭]

হাট-বাজার সম্পাদনা

শিকলবাহা ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল কলেজ বাজার, ক্রসিং বাজার এবং মাস্টার হাট।[৮]

দর্শনীয় স্থান সম্পাদনা

শিকলবাহা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৯]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: জাহাঙ্গীর আলম
চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ এরশাদ আহমদ ১৯৭২-১৯৭৪
০২ মদন আলী ১৯৭৪-১৯৮৬
০৩ মোহাম্মদ নাওশাদ (ভারপ্রাপ্ত) ১৯৮৬
০৪ আব্দুল জলিল চৌধুরী ১৯৮৬-১৯৮৯
০৫ এয়াকুব আলী (ভারপ্রাপ্ত) ১৯৮৯
০৬ আব্দুস ছত্তার মিয়াজী (ভারপ্রাপ্ত) ১৯৮৯-১৯৯২
০৭ আব্দুস ছত্তার মিয়াজী ১৯৯২-১৯৯৮
০৮ আবুল কালাম বকুল ১৯৯৮-২০১৬
০৯ জাহাঙ্গীর আলম ২০১৬-২০২১
১০ জাহাঙ্গীর আলম ২০২১-বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০ 
  2. "দেশের ৪৯০তম উপজেলা কর্ণফুলী"bangla.bdnews24.com। ১৪ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - শিকলবাহা ইউনিয়ন - শিকলবাহা ইউনিয়ন"sikalbahaup.chittagong.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭ 
  4. "মসজিদ - শিকলবাহা ইউনিয়ন - শিকলবাহা ইউনিয়ন"sikalbahaup.chittagong.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭ 
  5. "ঈদগাহ - শিকলবাহা ইউনিয়ন - শিকলবাহা ইউনিয়ন"sikalbahaup.chittagong.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭ 
  6. "মন্দির - শিকলবাহা ইউনিয়ন - শিকলবাহা ইউনিয়ন"sikalbahaup.chittagong.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭ 
  7. "খাল ও নদী - শিকলবাহা ইউনিয়ন - শিকলবাহা ইউনিয়ন"sikalbahaup.chittagong.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭ 
  8. "হাট বাজারের তালিকা - শিকলবাহা ইউনিয়ন - শিকলবাহা ইউনিয়ন"sikalbahaup.chittagong.gov.bd 
  9. "দর্শনীয়স্থান - শিকলবাহা ইউনিয়ন - শিকলবাহা ইউনিয়ন"sikalbahaup.chittagong.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭ 
  10. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - শিকলবাহা ইউনিয়ন - শিকলবাহা ইউনিয়ন"sikalbahaup.chittagong.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা