বড় উঠান ইউনিয়ন
বড় উঠান বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বড় উঠান | |
---|---|
ইউনিয়ন | |
২নং বড় উঠান ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বড় উঠান ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৬′৪″ উত্তর ৯১°৫২′১″ পূর্ব / ২২.২৬৭৭৮° উত্তর ৯১.৮৬৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | কর্ণফুলী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মুহাম্মদ দিদারুল আলম দিদার |
আয়তন | |
• মোট | ১৭.৭৮ বর্গকিমি (৬.৮৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৬,৩৯৬ |
• জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবড় উঠান ইউনিয়নের আয়তন ৪,৩৯৩ একর (১৭.৭৮ বর্গ কিলোমিটার)। এটি কর্ণফুলি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বড় উঠান ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৬,৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৮,৫০০ জন এবং মহিলা ১৭,৮৯৬ জন। মোট পরিবার ৬,৫১১টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাকর্ণফুলী উপজেলার দক্ষিণাংশ জুড়ে বড় উঠান ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে জুলধা ইউনিয়ন ও শিকলবাহা ইউনিয়ন, পূর্বে পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন, দক্ষিণে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন ও বৈরাগ ইউনিয়ন এবং পশ্চিমে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাবোয়ালখালী উপজেলার ১টি ইউনিয়ন, পটিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার ১টি ইউনিয়নের আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এনে ২০০০ সালের ২৭ মে কর্ণফুলী থানা গঠন করা হয়। পরবর্তীতে তন্মধ্য থেকে পটিয়া উপজেলাধীন চর লক্ষ্যা, জুলধা, চর পাথরঘাটা, বড় উঠান ও শিকলবাহা এ ৫টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালের ৯ মে কর্ণফুলী উপজেলা নামে আলাদা উপজেলার স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার।[২]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবড় উঠান ইউনিয়ন তৎকালীন পটিয়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ, বর্তমানে এটি কর্ণফুলী উপজেলার আওতাধীন। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত।[৩] এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৪]
- বড় উঠান
- দৌলতপুর
- শাহ মীরপুর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বড় উঠান ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.৭%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি অন্যান্য মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা[৫]
- ফয়জুল বারী সিনিয়র ফাজিল মাদ্রাসা
- শাহ মীর (রহ.) ইসলামী একাডেমী
- মাধ্যমিক বিদ্যালয়[৬]
- প্রাথমিক বিদ্যালয়
- দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দৌলতপুর এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দৌলতপুর দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দৌলতপুর ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় উঠান এইচ এ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় উঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাশিকলবাহা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-আনোয়ারা সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাবড় উঠান ইউনিয়নে ৩১টি মসজিদ, ৫টি ঈদগাহ, ২টি মন্দির, ২টি বিহার ও ১টি গীর্জা রয়েছে।[৩]
খাল ও নদী
সম্পাদনাবড় উঠান ইউনিয়নের পশ্চিম পাম দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়া এ ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে কৈয়গ্রাম খাল।[৭]
হাট-বাজার
সম্পাদনাবড় উঠান ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল ফকিরনীর হাট, ফাজিল খাঁ'র হাট, মিয়ার হাট, জালতলা বাজার, প্রভাতী বাজার এবং বাদামতল বাজার।[৮]
দর্শনীয় স্থান
সম্পাদনাবড় উঠান ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৯]
- কোরিয়ান ইপিজেড
- বড় উঠান মিয়ার বাড়ী
- দেয়াং মরিয়ম আশ্রম
- কর্ণফুলী নদীর মোহনা
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাবড় উঠান ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[১০]
- ড. কামাল ইরশাদ খান ‐- অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- সাইফুদ্দীন আহমদ খান ‐- ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মুহাম্মদ দিদারুল আলম দিদার[১১]
- চেয়ারম্যানগণের তালিকা[১২]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আব্দুল আওয়াল | |
০২ | ফজলুল করিম | |
০৩ | আহমদ হোসেন চৌধুরী | |
০৪ | আব্দুর রহিম চৌধুরী | |
০৫ | আব্দুস ছাত্তার | |
০৬ | আলী আহমদ | |
০৭ | আবু তাহের মাস্টার | |
০৮ | রফিক উল্লাহ | |
০৯ | রেজাউল হায়দার রিজু | |
১০ | মুহাম্মদ দিদারুল আলম দিদার | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২০।
- ↑ "দেশের ৪৯০তম উপজেলা কর্ণফুলী"। bangla.bdnews24.com। ১৪ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ ক খ গ "এক নজরে বড়উঠান - বড় উঠান ইউনিয়ন - বড় উঠান ইউনিয়ন"। barauthanup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - বড় উঠান ইউনিয়ন - বড় উঠান ইউনিয়ন"। barauthanup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাদ্রাসা - বড় উঠান ইউনিয়ন - বড় উঠান ইউনিয়ন"। barauthanup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - বড় উঠান ইউনিয়ন - বড় উঠান ইউনিয়ন"। barauthanup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - বড় উঠান ইউনিয়ন - বড় উঠান ইউনিয়ন"। barauthanup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজার - বড় উঠান ইউনিয়ন - বড় উঠান ইউনিয়ন"। barauthanup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "দর্শণীয় স্থান - বড় উঠান ইউনিয়ন - বড় উঠান ইউনিয়ন"। barauthanup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - বড় উঠান ইউনিয়ন - বড় উঠান ইউনিয়ন"। barauthanup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "জনাব আলহাজ মুহাম্মাদ দিদারুল আলম(দিদার) - বড় উঠান ইউনিয়ন - বড় উঠান ইউনিয়ন"। barauthanup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বড় উঠান ইউনিয়ন - বড় উঠান ইউনিয়ন"। barauthanup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।