সাহারবিল ইউনিয়ন

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন
(শাহারবিল ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

সাহারবিল বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন

সাহারবিল
ইউনিয়ন
১১নং সাহারবিল ইউনিয়ন পরিষদ
সাহারবিল চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সাহারবিল
সাহারবিল
সাহারবিল বাংলাদেশ-এ অবস্থিত
সাহারবিল
সাহারবিল
বাংলাদেশে সাহারবিল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৩′৩″ উত্তর ৯২°০′৫২″ পূর্ব / ২১.৭১৭৫০° উত্তর ৯২.০১৪৪৪° পূর্ব / 21.71750; 92.01444 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাচকরিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১০.৪৩ বর্গকিমি (৪.০৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২০,৮৭০
 • জনঘনত্ব২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৮.৭৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

সাহারবিল ইউনিয়নের আয়তন ২৫৭৭ একর (১০.৪৩ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাহারবিল ইউনিয়নের লোকসংখ্যা ২০,৮৭০ জন। এর মধ্যে পুরুষ ১০,৯০৫ জন এবং মহিলা ৯,৯৬৫ জন।[২]

অবস্থান ও সীমানা সম্পাদনা

চকরিয়া উপজেলার দক্ষিণ-পশ্চিমে সাহারবিল ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বড় মাতামুহুরী নদীডুলাহাজারা ইউনিয়ন; পূর্বে বড় মাতামুহুরী নদী, ডুলাহাজারা ইউনিয়ন, চিরিঙ্গা ইউনিয়নচকরিয়া পৌরসভা; উত্তরে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নবদরখালী ইউনিয়ন এবং পশ্চিমে মাতামুহুরী নদীমহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

সাহারবিল ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • মাইজঘোনা
  • সাহারবিল
  • রামপুর
  • কাজলী বাপেরচর
  • গুরুন্ন্যাকাটা
  • উমখালী
  • কোরালখালী

[২]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

সাহারবিল ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৭৬%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কওমি মাদ্রাসা, ১টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়

[৪]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • সাহারবিল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ

[৫]

প্রাথমিক বিদ্যালয়
  • কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাটাখালী (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাইজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৬]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

সাহারবিল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চিরিঙ্গা-সাহারবিল সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।

খাল ও নদী সম্পাদনা

সাহারবিল ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে মাতামুহুরী নদী এবং পূর্ব সীমান্ত দিয়ে বড় মাতামুহুরী নদী প্রবাহিত হয় মহেশখালী চ্যানেলে পতিত হয়েছে। এছাড়া রয়েছে চোয়ারপাড়ি খাল ও উমখালী খাল।[৭]

হাট-বাজার সম্পাদনা

সাহারবিল ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল রামপুর বাজার, চৌয়ারফাঁড়ি মাছ বাজার, সাহারবিল বাজার, মাইজঘোনা বাজার ও বাটাখালী স্টেশন ।[৮]

দর্শনীয় স্থান সম্পাদনা

জনপ্রতিনিধি ==১* জনাব আব্দুল হাকিম সাবেক চেয়ারম্যান । ২ * জনাব মহসিন বাবুল বি ,এ , সাবেক চেয়ারম্যান ।

  • বর্তমান চেয়ারম্যান: জনাব নবী হোছাইন চৌধুরী [১০]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"saharbilup.coxsbazar.gov.bd। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭ 
  3. "মাদ্রাসা - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"saharbilup.coxsbazar.gov.bd 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"saharbilup.coxsbazar.gov.bd 
  5. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"saharbilup.coxsbazar.gov.bd 
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=10[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "খাল ও নদী - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"saharbilup.coxsbazar.gov.bd। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭ 
  8. "হাট বাজারের তালিকা - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"saharbilup.coxsbazar.gov.bd 
  9. "দর্শনীয়স্থান - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"saharbilup.coxsbazar.gov.bd। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭ 
  10. "- শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"saharbilup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা