চকরিয়া পৌরসভা
চকরিয়া পৌরসভা বাংলাদেশের কক্সবাজার জেলার একটি পৌরসভা।
চকরিয়া | |
---|---|
পৌরসভা | |
বাংলাদেশে চকরিয়া পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৭′১০″ উত্তর ৯২°৪′৪২″ পূর্ব / ২১.৭৮৬১১° উত্তর ৯২.০৭৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৪ ডিসেম্বর, ১৯৯৪ |
সরকার | |
• পৌর মেয়র | শুন্য (নেই) |
আয়তন | |
• মোট | ১৫.৪২ বর্গকিমি (৫.৯৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,১৮,৫৪০ |
• জনঘনত্ব | ৭,৭০০/বর্গকিমি (২০,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৯.৯৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাচকরিয়া পৌরসভার আয়তন ১৫.৪২ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চকরিয়া পৌরসভার লোকসংখ্যা ১,১৮,৫৪০ জন। এর মধ্যে পুরুষ ৬০,৪৭১ জন এবং মহিলা ৫৮,০৬৯ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ২%।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাকক্সবাজার জেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে চকরিয়া পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে লক্ষ্যারচর ইউনিয়ন, পূর্বে কাকারা ইউনিয়ন ও ফাঁসিয়াখালী ইউনিয়ন, দক্ষিণে চিরিঙ্গা ইউনিয়ন এবং পশ্চিমে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
সম্পাদনাচকরিয়া পৌরসভা ১৯৯৪ সালে ১৪ ডিসেম্বর গঠিত হয়। এটি একটি ক শ্রেণীর পৌরসভা। চকরিয়া পৌরসভার প্রথম প্রশাসক হলেন এডভোকেট আমজাদ হোসেন। [১]
প্রশাসনিক এলাকা
সম্পাদনা৯টি ওয়ার্ড নিয়ে এই পৌর এলাকাটি গঠিত হয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাগুলো হল:
ওয়ার্ড নং | ওয়ার্ডের আওতাধীন এলাকা |
---|---|
১নং ওয়ার্ড | কাজির পাড়া,বাজার পাড়া,আবদুল বারী পাড়া,আমান পাড়া,নুর বাপের পাড়া, ছাবেত পাড়া, তরছ পাড়া, জালিয়া পাড়া। |
২নং ওয়ার্ড | হালকাকারা, লক্ষ্যারচর চরপাড়া |
৩নং ওয়ার্ড | লক্ষ্যারচর, বাটাখালী |
৪নং ওয়ার্ড | নিজপানখালী |
৫নং ওয়ার্ড | করাইয়াঘোনা,পশ্চিম করাইয়াঘোনা,দক্ষিণ করাইয়াঘোনা,খন্ডকার পাড়া,রসিদারবিল পাড়া,কাহারিয়াঘোনার একাংশ।
এটি আয়তনে ও জনসংখ্যার পৌরসভার বৃহত্তম ওয়ার্ড। |
৬নং ওয়ার্ড | কাহারিয়াঘোনা, মধ্য চকরিয়া |
৭নং ওয়ার্ড | পালাকাটা |
৮নং ওয়ার্ড | চকরিয়া |
৯নং ওয়ার্ড | পশ্চিম দিগরপানখালী |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাচকরিয়া পৌরসভার সাক্ষরতার হার ৩৯.৯৬%।[২] এখানে ৪টি কলেজ, ১টি আইটি প্রতিষ্ঠান, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি দাখিল মাদ্রাসা, ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- আইটি প্রতিষ্ঠান
- ফ্রিল্যান্সার একাডেমি
- কোয়ালিটি কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট
- মাধ্যমিক বিদ্যালয়
- চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
- ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, চকরিয়া
- চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়
- চকরিয়া কোরক বিদ্যাপীঠ
- চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুল
- চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- প্রো-ক্যাডেট স্কুল এন্ড কলেজ
- বি এন স্কুল এন্ড কলেজ
- বিমানবন্দর উচ্চ বিদ্যালয়
- মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ
- মাদ্রাসা
- চকরিয়া উম্মাহাতুল মুমেনিন মহিলা দাখিল মাদ্রাসা
- চকরিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসা
- পালাকাটা দাখিল মাদ্রাসা
- বাটাখালী নূরিয়া দাখিল মাদ্রাসা
- মজিদিয়া দারুস সুন্নাহ পৌর দাখিল মাদ্রাসা
- হামিদিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- অনুশীলন একাডেমী
- আস সাফা আদর্শ শিক্ষানিকেতন
- কুসুমকলি শিক্ষানিকেতন
- চকরিয়া আল হেরা স্কুল এন্ড কলেজ
- চকরিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ
- চকরিয়া প্রত্যাশার আলো শিক্ষালয়
- চকোরী পৌর আদর্শ শিক্ষানিকেতন
- চাইল্ডস মডার্ন ইনস্টিটিউট
- লিটল জুয়েলস সমবায় প্রি-ক্যাডেট স্কুল
- লোটেইন রেডিয়্যান্স ক্যাডেট স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- করাইয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাজীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাহারিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চিরিঙ্গা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিজপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম দিগরপানখালী সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাটাখালী (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লক্ষ্যারচর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত : ১৯৬৪ খ্রিষ্টাব্দ, দাতা : শহীদ আমানুল হক চৌধুরী, মোমেনা খাতুন, প্রতিষ্ঠাতা: শহীদ আমানুল হক চৌধুরী )
- লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাচকরিয়া পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।[১]
স্বাস্থ্য
সম্পাদনাচকরিয়া পৌরসভায় ১টি সরকারি হাসপাতাল, ৪টি বেসরকারি হাসপাতাল ও ৪টি ক্লিনিক রয়েছে।[১]
খাল ও নদী
সম্পাদনাচকরিয়া পৌরসভার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে মাতামুহুরী নদী।[১]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান পৌর মেয়র: আলমগীর চৌধুরী[৪]
- কাউন্সিলরঃ মোঃ নুরুস শফি(১)
- কাউন্সিলরঃ মোঃ সাইফুল ইসলাম(২)
- কাউন্সিলরঃ এ এইচ এম ইফতেখারুল ইসলাম(৩)
- কাউন্সিলরঃ জাফর আলম(৪)
- কাউন্সিলরঃ ফোরকানুল ইসলাম তিতু(৫)
- কাউন্সিলরঃ আব্দুচ ছালাম(৬)
- কাউন্সিলরঃ নুরুল আমিন (৭)
- কাউন্সিলরঃ মোহাম্মদ মুজিবুল হক(৮)
- কাউন্সিলরঃ বেলাল উদ্দীন (৯)
- সংরক্ষিত কাউন্সিলরঃ রাশেদা বেগম(১,২,৩)
- সংরক্ষিত কাউন্সিলরঃ ফারহানা ইয়াছমিন(৪,৫,৬)
- সংরক্ষিত কাউন্সিলরঃআঞ্জুমান আরা বেগম(৭,৮,৯)
আরও দেখুন
সম্পাদনা- চকরিয়া উপজেলা
- চকরিয়া থানা
- কক্সবাজার জেলা
- বাংলাদেশের পৌরসভা
- শহীদ আমানুল হক চৌধুরী - বৃহত্তর লক্ষ্যারচর এর সফল চেয়ারম্যান, সমাজসেবক, শিক্ষাবিদ ও ন্যায়বিচারক।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে পৌরসভা - চকরিয়া উপজেলা - চকরিয়া উপজেলা"। chakaria.coxsbazar.gov.bd। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭।
- ↑ "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "Chakaria Govt Girls High School"। http://www.infomap24.com/en/tags/bangladesh/chittagong/cox-s-bazar/chakaria-upazila/secondary-school/list-of-secondary-school-in-chakaria-upazila/1/6.asp। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৬।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "চকরিয়া পৌরসভা : নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের শপথ - Suprobhat Bangladesh"। suprobhat.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]