শহীদী মসজিদ
শহীদী মসজিদ কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত একটি মসজিদ। দেশ বিখ্যাত পাগলা মসজিদের পর কিশোরগঞ্জের সবচেয়ে বেশি জনপ্রিয় মসজিদ হলো শহীদী মসজিদ। ঐতিহাসিক মসজিদটি জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তাছাড়া দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান - ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান এই মসজিদের কাছেই অবস্থিত। তিন তলা ভবন বিশিষ্ট মসজিদটির উপরে রয়েছে ৫ তলা সমান সুউচ্চ বিশাল এক মিনার।[১]
শহীদী মসজিদ | |
---|---|
![]() শহীদী মসজিদের একটি ছবি | |
স্থানাঙ্ক: ২৪°২৬′০৩″ উত্তর ৯০°৪৭′০৫″ পূর্ব / ২৪.৪৩৪৩° উত্তর ৯০.৭৮৪৭° পূর্ব | |
অবস্থান | কিশোরগঞ্জ,![]() |
প্রতিষ্ঠিত | ১৯৩৮ এর পূর্বে |
প্রশাসন | মসজিদ কমিটি |
মালিকানা | সকলের জন্য উন্মুক্ত (মসজিদ কমিটি দ্বারা পরিচালিত) |
স্থাপত্য তথ্য | |
ধরন | আধুনিক স্থাপত্য |
ধারণক্ষমতা | ১৫০০ |
মিনার | ১ |
মিনারের উচ্চতা | ৫ তলা |
মসজিদটিকে ঘিরে রয়েছে একটি কওমি শিক্ষা প্রতিষ্ঠান যার নাম আল-জামিয়াতুল ইমদাদিয়া।
সংক্ষিপ্ত ইতিহাস
সম্পাদনাশহীদী মসজিদের ইতিহাস খুব পুরনো না হলেও এর ঐতিহ্য খুবই সমৃদ্ধ। ১৯৩৮ সালে মাওলানা আতাহার আলী কিশোরগঞ্জ আসেন এবং তার মাধ্যমে মসজিদটি পুনর্নির্মিত হয়। ১৯৪৫ সালে, তিনি কিশোরগঞ্জে মসজিদ প্রাঙ্গণে ইমদাদুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন (যার পরবর্তীতে নামকরণ করা হয় 'জামিয়া ইমদাদিয়া')। ১৯৫৮ সালে আতহার আলী মসজিদটিতে ৫ তলা উচ্চতা বিশিষ্ট একটি মিনার নির্মাণের ভিত্তিস্থাপন করেন যার ফলে মসজিদটি ঐতিহ্যবাহী মসজিদ এ পরিণত হয় এবং সকলের দৃষ্টি কাড়ে।[২] কিন্তু মসজিদটির নামকরণের পিছনে একটি ঘটনা রয়েছে ঘটনাটি হল: ১৯৪২ সালের ২৪ অক্টোবর, মসজিদটিতে একদা মুসল্লীরা নামাজ আদায় করছে তখন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের পূজা উৎসব পালন করার জন্য মসজিদের পাশদিয়ে ঢাক-ঢোল বাজিয়ে যাচ্ছিল যার কারণে মুসল্লিদের নামাজ আদায় করতে সমস্যা সৃষ্টি হয়। তখন অনেক মুসল্লি হিন্দুদের বাধা দেয় এবং যার ফলে একটি সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষকে থামানোর জন্য ব্রিটিশ পুলিশ মুসল্লিদের উপর গুলিবর্ষণ করে ফলে অনেক মুসল্লি শহীদ হয় এবং অনেকে আহত হয়। তখন থেকে এর নামকরণ করা হয় শহীদী মসজিদ।[৩][৪][৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শহীদী-মসজিদ,-কিশোরগঞ্জ"। www.kishoreganj.gov.bd। ২৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১।
- ↑ "Memoir of the Graduates of the Dar al-Ulum, Deoband: Maulana Athar Ali Bengali"। History of the Dar Al-Ulum Deoband। 2। Idara-e Ihtemam। ১৯৮০। পৃষ্ঠা 101–102।
- ↑ "শহীদী মসজিদ"। www.aljamiatulimdadia.org.bd। ২২ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১।
- ↑ প্রতিষ্ঠাতা মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আতহার আলী (রহঃ) এর সংক্ষিপ্ত জীবনালেখ্য।
- ↑ Chatterjee, Chhanda (২০২০)। Syama Prasad Mookerjee, the Hindu Dissent and the Partition of Bengal, 1932-1947। Routledge। আইএসবিএন 978-1-000-16378-0।