লেনার্ট গ্রিল

জার্মান ফুটবলার

লেনার্ট গ্রিল (জার্মান: Lennart Grill, জার্মান উচ্চারণ: [lɛna:ɐ̯t gʁɪl]; জন্ম: ২৫ জানুয়ারি ১৯৯৯) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব ইউনিয়ন বার্লিনের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২][৩]

লেনার্ট গ্রিল
২০১৮ সালে কাইজারস্লাউটার্নের হয়ে গ্রিল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লেনার্ট গ্রিল
জন্ম (1999-01-25) ২৫ জানুয়ারি ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান ইডার-ওবারস্টাইন, জার্মানি
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইউনিয়ন বার্লিন
জার্সি নম্বর ৩৭
যুব পর্যায়
ইডার-ওবারস্টাইন
0000–২০১৩ নাবোলেওবাখ
২০১৩–২০১৬ মাইনৎস ০৫
২০১৬–২০১৮ কাইজারস্লাউটার্ন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৮ কাইজারস্লাউটার্ন ২ ১৫ (০)
২০১৮–২০২০ কাইজারস্লাউটার্ন ৫১ (০)
২০২০– বায়ার লেভারকুজেন (০)
২০২১–২০২২ব্রান (ধার) ১৩ (০)
২০২২–ইউনিয়ন বার্লিন (ধার) (০)
জাতীয় দল
২০১৪–২০১৫ জার্মানি অনূর্ধ্ব-১৬ (০)
২০১৫–২০১৬ জার্মানি অনূর্ধ্ব-১৭ (০)
২০১৭ জার্মানি অনূর্ধ্ব-১৮ (০)
২০১৭ জার্মানি অনূর্ধ্ব-১৯ (০)
২০১৯–২০২১ জার্মানি অনূর্ধ্ব-২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:৩৯, ২৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৩৯, ২৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জার্মান ফুটবল ক্লাব নাবোলেওবাখের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে গ্রিল ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে মাইনৎস ০৫ এবং কাইজারস্লাউটার্নের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬–১৭ মৌসুমে, জার্মান ক্লাব কাইজারস্লাউটার্ন ২-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি প্রায় ৩ মৌসুম অতিবাহিত করেছেন; কাইজারস্লাউটার্ন ২-এর হয়ে তিনি ১৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন। অতঃপর ২০১৮–১৯ মৌসুমে তিনি কাইজারস্লাউটার্নে যোগদান করেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি ২ মিলিয়ন ইউরোর বিনিময়ে কাইজারস্লাউটার্ন হতে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনে যোগদান করেছেন।

২০১৪ সালে, গ্রিল জার্মানি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

দলগতভাবে, গ্রিল এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি কাইজারস্লাউটার্ন ২-এর হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

লেনার্ট গ্রিল ১৯৯৯ সালের ২৫শে জানুয়ারি তারিখে জার্মানির ইডার-ওবারস্টাইনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

গ্রিল জার্মানি অনূর্ধ্ব-১৬, জার্মানি অনূর্ধ্ব-১৭, জার্মানি অনূর্ধ্ব-১৮, জার্মানি অনূর্ধ্ব-১৯ এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ২রা অক্টোবর তারিখে তিনি অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে তিনি ২০১৬ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন, তবে তার দল উক্ত প্রতিযোগিতায় সেমি-ফাইনাল পর্যন্ত অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল; উক্ত প্রতিযোগিতায় তিনি ১ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের জার্মানি অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kader – 1. FC Union Berlin" [দল – ১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন]। fc-union-berlin.de (জার্মান ভাষায়)। বার্লিন: ১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ 
  2. "1. FC Union Berlin – Bundesliga" [১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন – বুন্দেসলিগা]। bundesliga.com (ইংরেজি ভাষায়)। বুন্দেসলিগা। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ 
  3. "1. FC Union Berlin – Kader – Bundesliga 2022/23 – kicker" [১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন – দল – বুন্দেসলিগা ২০২২/২৩ – কিকার]। kicker.de (জার্মান ভাষায়)। নুরেমবার্গ: কিকার। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ 
  4. "Kuntz mit vier Neulingen zur EM-Gruppenphase nach Ungarn"। dfb.de। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা