১. ফুসবল- উন্ড স্পোর্ট-ভেরাইন মাইনৎস ০৫ ইভি (সাধারণত ১. এফএসভি মাইনৎস ০৫, মাইনৎস ০৫ [ˌmaɪnts nʊlˈfʏnf] অথবা শুধুমাত্র মাইনৎস নামে পরিচিত) হচ্ছে মাইনৎস ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৫ সালের ১৬ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। মাইনৎস ০৫ তাদের সকল হোম ম্যাচ মাইনৎসের ওপেল এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৪,০৩৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ান-মরিৎস লিচে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন স্টেফান হফমান। জার্মান মধ্যমাঠের খেলোয়াড় ড্যানি লাৎসা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

মাইনৎস ০৫
পূর্ণ নাম১. ফুসবল- উন্ড স্পোর্ট-ভেরাইন মাইনৎস ০৫ ইভি
ডাকনামডি নুলফুনফার
কার্নেভালসভেরাইন (কার্নিভাল ক্লাব)
প্রতিষ্ঠিত১৬ মার্চ ১৯০৫; ১১৯ বছর আগে (1905-03-16)[১]
মাঠওপেল এরিনা
ধারণক্ষমতা৩৪,০৩৪
সভাপতিজার্মানি স্টেফান হফমান
ম্যানেজারজার্মানি রুভেন শ্রডার
কোচপশ্চিম জার্মানি ইয়ান-মরিৎস লিচে
লিগবুন্দেসলিগা
২০১৯–২০১৩তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, মাইনৎস ০৫ এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি জার্মান অপেশাদার চ্যাম্পিয়নশিপ, ১টি রেজিওনাললিগা সুডওয়েস্ট, ৩টি ওবেরলিগা সুডওয়েস্ট এবং ১টি অপেশাদারলিগা সুডওয়েস্ট শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chronik – Der Anfang" (German ভাষায়)। Mainz 05। ২৪ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:মাইনৎস ০৫